এজন্যই তো "আমি" || ১০ % বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

কিছু এলোমেলো কথা হঠাৎ করেই গদ্য হয়ে ওঠে, পেয়ে যায় আপন নাম। তোমাদের মত আমিও বহু নাম পেয়ে যাই প্রতিবছর সদ্য চেনা অথবা পরিচিত পরিযায়ী পাখিদের থেকে। এ নাম পাওয়ার কারণটা শুধু এটাই হতে পারে বলে আমার মনে হয়।

IMG_20200619_113524.JPG

সন্তর্পনে রেখে দিয়েছি মনের এক টুকরো জায়গা। যে জায়গা আলোয় ভর্তি। এ পৃথিবীর চাঞ্চল্য জীবনের থেকে অনেক অনেক আলাদা সে জায়গা। যে জায়গায় পৌঁছোয় না ছুটে চলা শহরের গাড়ির হর্ন কিংবা ট্রেনের কামরায় গাইতে থাকা - 'মধুমাখা হরি নাম বলো রে'। পৌঁছোয় না সূর্যের তেজ কিংবা বৃষ্টির কাঁপুনি মাখা বাতাস। পৌঁছোয় না ভালোবাসার অভিমানের অগ্নিকণ্ঠ কিংবা যে বিকেলে তুমি ফেলে গিয়েছিলে আমায়, সেই বিকেল পঁচা গন্ধ।

সে জায়গা ধরা ছোঁয়ার বাইরে। না আমি পারি ছুঁতে , নাহ সে ধরা দেয় কিছুতে। কোনো কিছুর তফাৎ বোঝার যন্ত্র নেই সেখানে। শুধু আছে নিস্তব্ধতা।

এ নিস্তব্ধতা শীত মোড়ানো কোনো রাতের নয়। সেখানেও তো কুকুর ডেকে ওঠে, চৌকিদার আওয়াজ করে হুমকি শোনায়। এ নিস্তব্ধতা নয় কোনো জলের তলার। সেখানেও তো মাছেরা খেলা করে, জলের ছলাৎ ছলাৎ ছন্দে মাঝি মজা নেয় নৌকোর।

এ নিস্তব্ধতা বড়ই শান্ত। বহু আলোকবর্ষ দূরের প্রশান্তির মত হয়তো।
দর্পণে নিজেকে দেখি। দেখার চেষ্টা করি সে জায়গা। যা সবার থেকে আলাদা করে রাখে আমায় এই পোষাকের খেলায়।

গতিশীল এই জগতের সবচেয়ে বেশি গতি হয়তো ওই জায়গায় রয়েছে। যে গতির মাত্রা এতই প্রবল যে স্থির মনে হয় । সে মাত্রা পরিমাপের ক্ষমতা নেই কারোর। সে জায়গা ভ্রাম্যমাণ হয়েও চির স্থির।

অষ্টমীর দিনের জাকজমোক সাজসজ্জা রয়েছে সেখানে। আবার সেখানেই রয়েছে রূপের সরলতা। সে জায়গা সাদা কাশ বনের মত ফুরফুরে। আবার সে জায়গাটাই আমাজনের ঘন অরণ্য। বুঝতে পারি তার খোলা একটা আকাশ আছে। আছে জমকালো মেঘ। পাহাড়ি ঝর্ণার মত অনবরত ঝড়ে পড়ার ধৈর্য্য আছে। রয়েছে পাহাড় সীমানা বাঁধার গাম্ভীর্য।

আমি কখনও চাইনা সে জায়গায় পৌঁছোক এ জগতের এক অণু দৃষ্টি , অথবা তোমার আমার এলোমেলো স্পর্শ। এ জায়গাটাই তো পেরেছে আমাকে গুছিয়ে নিতে ,সবকিছুর থেকে নিজেকে বুঝিয়ে নিতে । পুজোর ঘরের সহস্র বেল পাতার মধ্যে একটি নিখুঁত বেল পাতা এ সেই জায়গা, যা আমার মা খুঁজে চলে শ্রাবণের পর শ্রাবণ।

আশা করি, লেখা ভালো লেগেছে আপনাদের। একটু অন্যরকম লিখতে পেরে আমারও ভালো লাগলো। ভালো থাকুন সকলে।
@isha.ish

Sort:  
 2 years ago 

পাহাড়ি ঝর্ণার মত অনবরত ঝড়ে পড়ার ধৈর্য্য আছে। রয়েছে পাহাড় সীমানা বাঁধার গাম্ভীর্য।

দিদি আপনার এই পোস্টে আপনার মনের অনুভূতিগুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। মনে হচ্ছে আপনি দারুণ একজন সাহিত্যিক হয়ে গেছেন। অনেক সুন্দর ছিল আপনার পোষ্টের কথাগুলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দিদি আপনি আপনার মনের অনুভূতিগুলো গধ্যে পরিণত করেছেন। পড়ে খুবই ভালো লাগলো, খুব সুন্দর করে নিজের মনের ভাবগুলো আমাদের মাঝে প্রকাশ করেছেন। পড়ে খুবই ভালো লাগলো এবং কি অনেক কিছুর ব্যাখ্যা দিয়ে গেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দাদা, গধ্য টা কি? 🫢

 2 years ago 

এক কথায় অসাধারণ। আসলে কিভাবে আপনার প্রশংসা করবো ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ অসাধারণ নিজের মনের কথাগুলোকে তুলে ধরেছেন আমাদের মাঝে আপনি। ভাষাগুলো অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

লেখাটা আমারও পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39