আজকের সকাল

in আমার বাংলা ব্লগ2 years ago

শ্রাবণের মেঘগুলো বড়ো অদ্ভুত । কখনও সাদা হয়ে যায় কখনও কালো। কখন যে কেমন রূপ নিচ্ছে , একবার জানাতেও আসেনা। ঠিক আমার তোমার সবার জীবনের মত। কালো মেঘের বর্ষা দেখতে যতটা ভালো লাগে , ততোটাই ভালো লাগে সাদা মেঘের নীল খেলা। আর দুটো ভালো লাগার পেছনেও মেঘ টাই দায়ী। এক ঘেয়েমি জীবন হলে মজা যেখানে থাকতো না, তেমন আকাশ দুনিয়াতেও চলতে থাকে রং বাহারি খেলা।

20220808_134150.jpg

বাড়ি আসলে রোজ সকালে গরম লেবু জল খেতে হয়। মা জোর করে খুব । খাওয়ার সময় খুব ভালো ভাবে লক্ষ্য করি জলের মধ্যে লেবুর রোয়া গুলো তখনও ভাসছে। চামচ দিয়ে বহু চেষ্টা করি তুলে ফেলার, হয়না। তাই অমনি খেয়ে নিই। আর খাওয়ার সময় রোয়া গুলো মুখে বাঁধলে খুব টক লাগে। স্বাভাবিক। জীবনটাও একটা লেবু জল ভর্তি গ্লাস। এরকম টক টক রোয়া ভাসছে। আমরা চেষ্টা করে যাই বহু বার চামচ দিয়ে আলতো করে তোলার। আর একসময় হাপিয়ে গিয়ে টক শুদ্ধু খেয়ে নিই।

কিন্তু একটা ছেকনি ব্যবহার করলেই তো জল টা ছেঁকে যায়। সেটা আমরা জানার সত্ত্বেও করিনা। আলসেমি করি। আর চেয়ারে বসে থাকা এই আলসেমি আমার জীবনে বসে থাকা মায়ার সমান । অলসতা চেয়ার ছেড়ে উঠতে দেয় না। আর আমরা সারা জীবন মায়ায় মায়ায় টক খেয়ে যাই।

আজ শ্রাবণের একটা সকাল , জানলার ধারে বসে আছি , একবার রোয়া শুদ্ধু লেবু জল আর চা খাওয়া হয়ে গেছে। সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে। ঘুমটা শীতেই ভাঙল আজ। কখন যে বেডের পাশের জানলাটা মা খুলে দিয়েছে , কি জানি। হুহু করে হাওয়া আর পর্দা উড়ছে। আমার তখন বন্ধ চোখ। বন্ধ চোখে স্বপ্ন টা চলছিল সিনেমার মত। রোজ যে সিনেমা চলে। সেই একই ।

20211005_074815.jpg

হঠাৎ খুব আলো এসে পড়ল। চোখ কুচকে গেলো। হাওয়াতে গা এর লোম গুলো শিউরে উঠলো। আর স্বপ্ন ভেঙে গেল। চোখ খুলতেই খোলা আকাশ দেখছি। দেখছি দূরের বিরাট বড়ো নিম গাছটা কেমন যেন ষাঁড়ের মত ঢিস মারছে। গাছটার মনের ভেতরে যেন বিরাট একটা যুদ্ধ চলছে। যে যুদ্ধের কথা ইতিহাস বইয়ের পাতায় পাতায় পড়তে থাকে সবাই।কিন্তু এ যুদ্ধ নিজের সাথে নিজেরই।একটা গাছেই এত উথাল পাতাল। হবে নাই বাহ কেনো। নিজের ভেতরেই যদি ডালপাতা গজিয়ে এত জটলা তৈরি করে থাকে, তাহলে তো যুদ্ধ হবেই।

এক বাড়ীতে থাকলেই ৪ জনের মধ্যে হাতাহাতি লেগে যায় সব জায়গায়। আর সেখানে কেও যদি নিজের ভেতরই গজিয়ে ফেলে কচি কচি নিম পাতা, তাহলে তার যুদ্ধ করতে অন্য কাউকে দরকার পড়বে কেন!

20220809_090416.jpg

এসব ভাবতে ভাবতে পাশেই ঘুমিয়ে থাকা আমার বাড়ির ছোট্ট দস্যু টা ঘুমের ঘোরে দুম করে আমার পা এর ওপর দিল বারি। আর ভাবনা জগৎ হারিয়ে গেল। বুঝতে পারলাম। নিম গাছটা যা হারিয়েছে, আমিও হারিয়ে ফেলেছি সেটা। তাই এত ভার সহ্য হচ্ছেনা।ও যেমন ছটফট করছে নিজের সাথেই...

যাইহোক, হারিয়ে যাওয়া পাতা গজিয়ে যায়, আমরা তো মানুষ, যা হারিয়ে ফেলি, সেটা তো আর গজায় না। নিজের ডাল পালা কাটার হাত নেই আমার। তবে পাশের বাড়ির কাকুকে বলে ওই ছটফট করতে থাকা নিম গাছটার ডাল পাতাগুলো কিছুটা ছেঁটে ফেলতে হবে।

@isha.ish

Sort:  
 2 years ago 

শ্রাবনের সকালে লেবু জল নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বেশ দারুণ সময় কাটিয়েছেন দিদি। এই সময়টাতে আকাশের দিকে তাকালেই ভালো লাগে। সকালের আবওহাওয়াটা বেশ সুন্দর শান্ত থাকে। এই গাছের ডাল পালা যত ছাটবেন গাছগুলো ততই বড় হবে।।

 2 years ago 

ঠিক ঠিক, এ যে শ্রাবণের সকাল। আরো ই মধুর।

 2 years ago 

শ্রাবণের মেঘগুলো বড়ো অদ্ভুত । কখনও সাদা হয়ে যায় কখনও কালো।

ঠিক বলেছেন আপু আপনি শ্রাবণের মেঘগুলো বড়ো অদ্ভুত। হঠাৎ করে কখনো আকাশের রোদ আবার হঠাৎ করে কখনো আকাশে মেঘলা দেখা দেয়। এখন বেশিরভাগ সময় আমাদের এই দিকে আকাশে মেঘলা দেখা দেয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্য পড়ে। ভালো থাকুন।

 2 years ago 

দিদি নমস্কার
আপনি সকাল সকাল বেশ চমৎকার ব্লগ লিখেছেন ৷সত্যি সকাল বেলা আকাশটা অনেক সুন্দর লাগে৷আকাশের দিকে তাকালে দেখি কোথায় সাদা মেঘের ভেলা আবার কোথাও নীল৬৷অসম্ভ সুন্দর লাগে৷

 2 years ago 

নীল এর সাথে ৬ বসলো কেন।

 2 years ago 

ঠিকই বলেছেন দিদি। শ্রাবনের মেঘগুলো কখনো সাদা কখনো কালো। আমাদের এখানে আজকে সারাদিন নীল আকাশে সাদা মেঘ দেখা যাচ্ছিল। কিন্তু এখন আবার মেঘ গুলো কালো দেখা যাচ্ছে। ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে দিদি।

 2 years ago 

ধন্যবাদ দাদা। ভালো থাকুন।

 2 years ago 

সকাল বেলা ওই লেবু জল খা তুই! কাকিমা কে বলে দেবো যাতে আরো এটা ওটা খাওয়ায়।

 2 years ago 

তুই না বললেও , যা অত্যাচার করছে খাওয়া নিয়ে!! মোটা বানিয়ে দেবে আবার।

 2 years ago 

শ্রাবণ মাসে আকাশ দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে সকালবেলায় আকাশ এবং সবুজ গাছগাছালি গুলো মনোরম পরিবেশ সৃষ্টি করে। শ্রাবণের সকালে দারুণ একটি সময় কাটানোর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ দাদা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42