স্বরচিত কবিতা || বীজ-বৃক্ষ
আশা করছি সকলে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। কবিতা লেখা হচ্ছে বেশ অনেকদিন হলো। মিস করছি ব্যাপারটা। আসলে অভ্যেস খুবই ভয়ানক। সেটা যত দিন যাচ্ছে, তত ভালো বুঝতে পারছি।আবার লেখা শুরু করতে হবে। বেশ অনেকদিন আগে একটা কবিতা লিখেছিলাম। আজ সেটাই শেয়ার করতে এলাম। কবিতার ছন্দে বীজ থেকে বৃক্ষ হওয়ার কঠিন যাত্রা পথের কথা বলা হয়েছে। জীবনও যেন এরকম। বৃক্ষ হতে গিয়ে কত কী দেখতে হচ্ছে আর সইতে হচ্ছে।চেষ্টা করছিলাম এরকম কিছুই দেখানোর। যাইহোক যেটুকু পেরেছি লিখেছি।
ছন্দ কবিতা বেশ ভালো লাগে আমার । কিন্তু লেখার সময় বেশিরভাগ ক্ষেত্রে গদ্য কবিতা লিখে ফেলি। ছন্দ আসেনা।
জানিনা আপনাদের কেমন লাগবে। তবে সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
পথ চলতি যন্ত্রণাটা
সহ্য করছে কেও।
নিস্তব্ধতার আবরণে
শরীরে রক্তের ঢেউ।
স্মৃতির নবীন যুদ্ধক্ষেত্রে
আজ বর্তমানের জয়।
গাঢ় যত হচ্ছে ক্ষত
সহ্য শক্ত হয়।
এমন রাতের বনে
আলোর অট্টহাসি।
উৎস অন্ধ কানাই
সাক্ষী সর্বনাশী ।
উষ্ণ বাহুডোরের
আগুন সম আলো।
কল্পনা নাহ বাস্তবতা
চমক দিল ভালো।
মাইল পথ না দৌড়েও
এমনই বুকের তাল।
ভিজছে শীতের ছোঁয়ায় ।
ঘিরছে অশ্রু শাল।
মাঝনদীতে বদ্ধ আমি
আড়াল নিজেই ঢাকি।
শত পলকের প্রতি পলক
এখনও বাঁচিয়ে রাখি।
অনুভবের ঝলকানিতে
হত্যাকারী বাজ।
বীজবৃক্ষের কঠিন যাত্রা
সহ্য করছে গাছ।
নামকরণ আমার সহজে আসে না। কবিতা যত লিখি । কিন্তু নাম করণের সময় আমার দিন রাত পার হয়ে যাবে। তাও ঠিক মত খুঁজে পাইনা। অনেক কষ্ট করে নাম করন করতে হয়। তবে এই কবিতা অনেক আগে লিখলেও, তখন আমার নাম মাথায় আসছিলনা। আর এখন পোস্ট লিখতে গিয়ে এক মিনিটের মধ্যে কবিতার নাম রেডি হয়ে গেল।
যাইহোক, পোস্ট করতে গিয়ে এই কবিতার নাম করণ তো হতে গেল।
আজকের মত এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন।
কিছুটা ভিন্ন আঙ্গিকে কবিতাটি লিখেছেন, যদিও বরাবরের চাইতে একটু ব্যতিক্রম। তবে আমার বেশ ভালই লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত ক্রিয়েটিভ একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনার লেখা কবিতা অনেক সুন্দর হয়। এই যে আজ থেকে শুরু করে দিয়েছেন এখন চলতেই থাকবে কবিতা লেখা। আমরা সাধারণত ভালবাসা বা বিরহের কবিতা বেশি পড়ি। আজ আপনি ভিন্নরকম একটি কবিতা লিখেছেন। কবিতার নাম আমার পছন্দ হয়েছে- বীজ-বৃক্ষ। এখানে একটি বীজ যে গাছ হওয়া পর্যন্ত অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় তা তোলে ধরা হয়েছে। তবে আরো স্পেসিফিক হলে ভাল হত। ধন্যবাদ দিদি।
আপনার কবিতাটি বেশ দৃষ্টিনন্দন হয়েছে । পড়ে খুব ভালো লাগলো। বৃক্ষের জীবন কাহিনী নিয়ে লেখা কবিতাটির পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।