রঙিন কাগজ দিয়ে "মৌমাছি" তৈরি।১০% লাজুক শেয়ালের জন্য এবং ৫% এবিবির স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রঙিন কাগজের একটি মৌমাছি। রঙিন কাগজের এই মৌমাছিটি বানাতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এই মৌমাছিটি বানাতে তেমন কোন কষ্ট হয়নি এবং অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছি। মৌমাছিটি বানাতে হলুদ কাগজ, কালো কাগজ এবং লাল কাগজ ব্যবহার করতে হয়েছে। অন্য কোন কালারের কাগজ হলে মৌমাছিটি বানালে তেমন ভালো দেখাতো না। তাই আমি এইসব কালারের কাগজ ব্যবহার করেছি। প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা চাইলে যে কেউ এটি দেখে বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার শুরু করা যাক আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে মৌমাছিটি তৈরি করেছি।

20220514_004258.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কাঁচি
  • আঠা।

20220514_002144.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220514_002839.jpg20220514_002224.jpg

প্রথমে এক টুকরো হলুদ কাগজ নেই। কাগজটিকে পেন্সিল দিয়ে আঁকিয়ে কাচির সাহায্যে কেটে একটি লাভ বানিয়ে নেই।

ধাপ ২ঃ

20220514_003053.jpg20220514_002851.jpg

এভাবে একই সাইজের দুটি হলুদ, দুটি লাল এবং দুটি কালো লাভ বানিয়ে নেই।

ধাপ ৩ঃ

20220514_003401.jpg20220514_003308.jpg

প্রথমে কালো লাভের উপর একটি হলুদ লাভ, আবার হলুদ লাভের উপরে কালো লাভ এভাবে পর্যায়ক্রমে ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে নেই ।

ধাপ ৪ঃ

20220514_003553.jpg

এবার লাল দুটি লাভ দুইপাশে লাগিয়ে নেই।

ধাপ ৫ঃ

20220514_003854.jpg

এবার লাল কাগজ নিয়ে চিকন করে কেটে মৌমাছির সামনের দিকে আঠা দিয়ে লাগিয়ে নেই ।

ধাপ ৬ঃ

20220514_004251.jpg

20220514_004227.jpg

এরপর মৌমাছি দুটি চোখ আঠা দিয়ে লাগিয়ে নেই। এবং একটি কলমের সাহায্যে একটি মুখ আকিয়ে নেই। এবার হয়ে গেল আজ আমার রঙিন কাগজের মৌমাছি তৈরি।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 3 years ago 

অন্য রঙ্গের কাগজ ব্যবহার করলে সত্যি মৌমাছিটি দেখতে এতটা সুন্দর লাগতো না । হলুদ কালো এবং লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে মৌমাছিটি দেখতে অসাধারণ লাগছে । রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি করা মৌমাছিটি দেখতে বেশ সুন্দর লাগছে আপু।। আর মৌমাছি তৈরি করার প্রত্যেকটির ধাপ আপনি আমাদের মাঝে খুবই গোছালোভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে।। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার বানানো মৌমাছিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুব আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই ধরনের কাজ গুলি আমার বেশি ভাল লাগে।রঙ্গিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি করেছেন দারুণ দক্ষতায়। নিজের মেধার বিকাশে ঘটিয়েছেন। আশা করি সামনে আরও ভাল কিছু নিয়ে হাজির হবেন। আপনার উপস্থাপনা ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি মৌমাছি বানাতে হলুদ লাল এবং কালো কাগজ ব্যবহার করেছেন তার কারণেই দেখতে মৌমাছিটি এত সুন্দর লাগছে। অন্য কোন কালার ব্যবহার করলে এত চমৎকার ভাবে ফুটে উঠত না । খুব সুন্দর হয়েছে কাগজের মৌমাছিটি।

 2 years ago 

আমার মৌমাছিটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি মৌমাছি তৈরি করেছেন আপু। মৌমাছি টি দেখে একদম বোঝা যাচ্ছে না আপনি রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন। আমার কাছে কালার কম্বিনেশন দারুন লেগেছে। উপস্থাপনা আপনি অনেক সুন্দর ভাবে করেছেন আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কালার কম্বিনেশন আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাসিখুশি একটি মৌমাছি তৈরি করেছেন আপু মনি, একদম সত্যিকারের মৌমাছি গুলোর কালার ব্যবহার করেছেন, সত্যি অন্য কোন কালারের কাগজ ব্যবহার করলে এতো সুন্দর লাগতো না, আপনার মৌমাছি তৈরি করার পদ্ধতি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, দেখতেও বেশ চমৎকার লাগতেছে, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 2 years ago 

আমার বানানো মৌমাছি আপনার কাছে দেখতে চমৎকার লেগেছে জেনে খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কারো কাজটি বেশ ভাল লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে মৌমাছির একটি অরিগামি তৈরি করেছেন আপনি। যা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সেইসাথে উপস্থাপনা মাশাল্লা অনেক ভালো হয়েছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে মৌমাছি অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

মৌমাছি তৈরি অনেক সুন্দর হয়েছে,এই কাজ করতে অনেক দক্ষতা থাকতে হয় যেটা আপনার মধ্য আছে।আর আমি এই কাজ করতে অনেক ভয় পাই। কেননা আমার কাছে খুবিই কঠিন মনে হয়।আপ্নার কাজ খুবই সুন্দর ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও চাইলে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানিয়ে নিতে পারবেন। এটি মোটেও কোন কঠিন কাজ নয়।

 3 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি মৌমাছিটি বেশ বড় বড় চোখ দিয়ে হাসিমাখা মুখ নিয়ে তাকিয়ে আছে দেখছি। খুবই সুন্দর হয়েছে মৌমাছির চোখ দুটি। এছাড়াও আপনি মৌমাছির পাখা ও সিং অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন। সব মিলিয়ে রঙিন কাগজের তৈরি মৌমাছিটিকে আপনি অত্যন্ত চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং সেইসাথে রঙিন কাগজের তৈরি মৌমাছির প্রতিটি ধাপ তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একটু গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার উপস্থাপনা আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যিই ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছুটা লাভ আকৃতির মত দেখা যাচ্ছে, আপনার মৌমাছিটি সত্যি অনেক কিউট হয়েছে এবং রংবেরঙের কাগজ ব্যবহার করার কারণে আরো বেশি প্রাণবন্ত মনে হচ্ছে, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

লাভ আকৃতির করেই মৌমাছিটি তৈরি করেছি।আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.033
BTC 90237.77
ETH 3102.10
USDT 1.00
SBD 2.81