Level 1 হতে আমার অর্জন by @iraniahmed। ১০% লাজুক শেয়ালের জন্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি ইরানি। আমার ইউজার নেম @iraniahmed. এবিবি স্কুল এর লেভেল ওয়ান লিখিত পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে আমার আজকের এই পোষ্ট। শুরুতেই ধন্যবাদ জানাই কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদা কে এমন একটি কমিউনিটি প্রতিষ্ঠা করার জন্য যেখানে বাংলায় মনের ভাব প্রকাশের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটানো হচ্ছে। আরো ধন্যবাদ জানাই সকল এডমিন ও মডারেটর বৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমে এবিবি স্কুল সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে এবং আমার মতো নতুন ব্লগাররা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছে। সেই সঙ্গে সকল সদস্যবৃন্দদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা। লেভেল ওয়ান এর দেয়া প্রশ্ন পত্রের আলোকে নিম্নে আমার উত্তরগুলো দেয়া হলো।

20220128_173059.jpg

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

অপ্রাসঙ্গিক এবং অবাঞ্ছিত কোন বিষয়কে বারবার ব্যবহার করে থাকলে তাকে স্পামিং বলে।

  • কোন ঘটনা বারবার বিভিন্নভাবে বর্ণনা করা
  • কোন ব্যক্তি কে বারবার মেনশন করা
  • অপ্রাসঙ্গিক কোন ট্যাগ ব্যবহার করলে।
    এই ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

  • কপিরাইট আইন এর আওতাভুক্ত কোন ফটো তার স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ফটো কঁপিরাইট সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ অন্যের তোলা ছবি নিজের পোস্টে ব্যক্তিগত বা বাণিজ্যিক কোন উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে না।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

  • www.pixabay.com
  • www.pexels.com
  • www.freeimages. com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

  • ট্যাগ হচ্ছে যে বিষয় সম্পর্কে পোস্ট করা হয় তার সংক্ষিপ্ত আকারে খুঁজে পাওয়ার একটি কীওয়ার্ডস। যেমন কোন রেসিপি পোস্ট করি তাহলে তার ট্যাগ দিতে হবে cooking, food ইত্যাদি। ভ্রমণের পোস্টে ট্যাগ দিতে হবে travel,trevelling, tour ইত্যাদি। অবশ্যই ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে প্রথমে কোন সংখ্যা দিয়ে শুরু করা যাবে না।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

  • ধর্ম ও রাজনীতি বিষয়ে কোনো পোস্ট করা নিষিদ্ধ।
  • শিশুশ্রম বিষয়ে কোনো পোস্ট
  • নারীদের বিদ্বেষমূলক
  • নারী নির্যাতন মুলক
  • নারীদের সম্মান ক্ষুন্ন হয় এমন কোন পোস্ট
  • পশুপাখি নির্যাতনমূলক কোন পোস্ট
  • শিশুশ্রম সমর্থন করে এমন কোন পোস্ট
  • অপরাধমূলক কোন পোস্ট
  • অন্যের কোন লেখা এখানে পোস্ট করা যাবে না
  • বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষা এখানে পোস্ট করা যাবে না
  • একই পোস্ট বারবার করা যাবে না।
  • রেসিপির মধ্যে গরুর মাংস এবং শুকুরের মাংস পোস্ট করা নিষিদ্ধ।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

  • অন্যের লেখা হুবহু কপি করে নিজের বলে চালিয়ে দিলে বা কিছুটা পরিবর্তন করে লেখাকে প্লাগারিজম বলে। পূর্বে প্রকাশিত হয়েছে এমন কোন লেখা থেকে হুবহু কপি করে বা কিছু পরিবর্তন করে লেখাকে ও প্লাগারিজম বলে।

re-write আর্টিকেল কাকে বলে?

  • অন্য কোন সোর্স থেকে নিয়ে নিজের মত করে সাজিয়ে গুছিয়ে লেখাকে re- write আর্টিকেল বলে। re-write আর্টিকেলে অবশ্যই নিজের লেখা ৭৫% হতে হবে। বাকি ২৫% সোর্স থেকে নিজের মতো করে লিখতে হবে তবে অবশ্যই সোর্সের সঠিক নাম উল্লেখ করতে হবে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

  • ব্লগ লেখার সময় রিরাইট আর্টিকেলে যে সোর্স থেকে তথ্যগুলো নেয়া হয়েছে সেই সোর্সের নাম উল্লেখ করতে হবে।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

  • যদি 100 অক্ষরের নিচে কোন পোস্ট হয় তবে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হয়। এবং একটি মাত্র ছবি যদি দেয়া হয় তবে সেটি ও মাইক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

  • ২৪ ঘন্টা একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে । একটি পোস্ট করার ৫ মিনিট পর আরেকটি পোস্ট করা যায়।
Sort:  

আপনি এবিবি স্কুলে ক্লাস করে এবং লেভেল ১ লেকচার সীট পড়ে অনেক কিছুই শিখতে পেরেছেন। আপনার পরীক্ষার খাতা দেখে বুঝতে পারলাম আপনি খুব ভালোভাবে সবকিছু আয়ত্ত করেছেন। আশা করি আপনি খুব তাড়াতাড়ি লেভেল ওয়ান পেয়ে যাবেন।অন্য লেভেল গুলো খুব তাড়াতাড়ি পার করে ভেরিফাইড মেম্বার হবেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে আপনি বিষয় গুলো উপস্থাপন করেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে ভাইভা দেবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56855.76
ETH 2540.09
USDT 1.00
SBD 2.24