"পেন্সিল দিয়ে শহীদ মিনারের চিত্রাংকন"। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মায়ের ভাষা বাংলা করার জন্য অনেকেই শহীদ হয়েছেন। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। যারা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বারের মত একটি শহীদ মিনার অংকন করেছি। আশা করি সবার ভাল লাগবে।

20220221_232437.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • সাদা পেজ
  • পেন্সিল
  • স্কেচ
  • কলম।

20220221_211542.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে একটি খাতার সাদা একটি পেজ নেই। একটি স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে আড়াআড়ি ভাবে চারটি দাগ টেনে নেই।

20220221_201638.jpg

20220221_222752.jpg

ধাপ-২ঃ

  • এবার শহীদ মিনারের বড় স্তম্ভ আঁকাতে ছয়টি দাগ টেনে নেই।

20220221_202151.jpg

20220221_202234.jpg

ধাপ-৩ঃ

  • চিত্রের মতো করে বড় স্তম্ভের উপরে স্কেল দিয়ে দাগ টেনে নেই।

20220221_202324.jpg

20220221_202412.jpg

ধাপ-৪ঃ

  • এবার উপরে স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে ৬ টি দাগ টেনে বড় স্তম্ভটি আঁকিয়ে নেই।

20220221_202656.jpg

ধাপ-৫ঃ

  • এবার বড় স্তম্ভের ডান পাশে ছোট দুটি স্তম্ভ এবং বাম পাশে দুটি স্তম্ভ আঁকিয়ে নেই।

20220221_202843.jpg

20220221_203005.jpg

ধাপ-৬ঃ

  • চিত্রের মতো করে ছোট চারটি স্তম্ভের মধ্যে পেন্সিল দিয়ে দাগ টেনে নেই। এখন বড় স্তম্ভের মধ্যে খানে কম্পাসের সাহায্যে গোল একটি বৃত্ত আঁকিয়ে নেই।

20220221_203422.jpg

20220221_203746.jpg

ধাপ-৭ঃ

  • এবারে স্তম্ভগুলোর মধ্যে পেন্সিল দিয়ে ভরাট করে নেই। এবার নিচের সিঁড়িগুলোও পেন্সিল দিয়ে ভরাট করে নেই।

20220221_204254.jpg

20220221_223620.jpg

ধাপ-৮ঃ

  • এবার গোল বৃত্তটি লাল কালারের কালি দিয়ে ভরাট করে নেই।

20220221_210325.jpg

20220221_211153.jpg

ধাপ-৯ঃ

20220221_211153.jpg

  • হয়ে গেল আমার শহীদ মিনার অংকন আশা করি এই শহীদ মিনার অংকনটি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভকামনা রইল সবার জন্য।
    | Photographer | iraniahmed|
    |-|-|
    |Device |Samsung M01s |
Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে শহীদ মিনারের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকের দিনে শহীদ মিনারের চিত্র অংকন দেখে সত্যিই মনটা ভরে গেল। আজকে বাঙালি জাতির কাছে একটা বিশেষ দিন এক দিক থেকে এটি অনেক দুঃখের দিন। যাই হোক আপনার শহীদ মিনারের ড্রইং টি সত্যি চমৎকার হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ড্রইংটা আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম।

 2 years ago 

সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে শহীদ মিনারের চিত্রাঙ্গন করেছেন খুবই অসাধারণ হয়েছে। আপনার শহীদ মিনারটি দেখি খুবই ভালো লেগেছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে সুন্দরভাবে শহীদ মিনারের চিত্র অঙ্কন করেছেন। শহীদ মিনারের পেছনের লাল রঙের বৃত্তের কারণে দেখতে আরো বেশী সুন্দর লাগছে। বিভিন্নভাবে মাতৃভাষার প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

 2 years ago 
পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি শহীদ মিনার তৈরি করেছেন। এই একুশে ফেব্রুয়ারির দিনে অনেক সুন্দর ছিল। এবং প্রত্যেকটি ধাপ পর্যায়ক্রমে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে শহীদ মিনারে চিত্র এঁকেছেন। পেছনের সূর্যটাকে অনেক সুন্দর করে রং করেছে। এজন্য দেখতে অনেক সুন্দর লাগতাছে। শহীদ মিনারের প্রতিটি ধাপ বর্ণনা করেছেন আমাদের মাঝে। এরকম একটি শহীদ মিনার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে চিত্রটি ভালো লেগেছে কিন্তু আপনাকে একটি কথা বলব ভিন্ন কিছু করার চেষ্টা করুন। নিজের দক্ষতার বিকাশ ঘটান।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব ভিন্ন কিছু করার।

 2 years ago 

আপনার চিত্র তৈরি টা আমার কাছে ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটা কাজ করেছেন। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনার চিত্রটি বেস্ট ছিল ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক চমৎকার হবে শহীদ মিনারের একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত এই শহীদ মিনারের দৃশ্যটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি অংকন দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শহীদের স্মরণে আপনি খুব সুন্দর একটি শহীদ মিনার অংকন করেছেন। অনেকেই শহীদ মিনার অংকন করেছিলাম। পোস্ট না করলেও একটি শহীদ মিনার আঁকবো চিন্তা করতেছি। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনার শহীদ মিনার চিত্রাংকন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পোষ্টটি আপনার ভাল লেগেছে শুনে খুবই আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44