রঙিন কাগজের পিপড়ার অরিগামি। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজের একটি পিঁপড়ার অরিগ্যামি । এটি তৈরি করা খুবই সহজ। এটি আমি ইউটিউব দেখে তৈরি করেছি। যে কেউ চাইলে এটি তৈরি করে ফেলতে পারেন। রঙিন কাগজের পিপড়ার অরিগ্যামিটি আশা করি সবার ভালো লাগবে।

20220215_172448.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • পেন্সিল
  • কাঁচি।

20220215_163720.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে ৪× ১০ ইঞ্চি, ৫×১০ ইঞ্চি এবং ৬×১০ ইঞ্চি সাইজের তিন টুকরো কাগজ কেটে নেই। কাগজে টুকরোগুলোকে ছবির মত করে আঠা দিয়ে গোল আকৃতির করে নেই।

20220215_164226.jpg

20220215_164447.jpg

ধাপ-২ঃ

  • গোল আকৃতি টুকরোগুলো ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220215_165057.jpg

ধাপ- ৩ঃ

  • ২×৪ ইঞ্চি এক টুকরো কাগজ নেই। এরপর রোলের মতো করে বানানো কাগজের উল্টাপাশে ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220215_165126.jpg

20220215_165210.jpg

ধাপ- ৪ঃ

  • লম্বা, চিকন তিন টুকরো কাগজ নেই। এরপর ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে ফেলি।

20220215_165800.jpg

20220215_165901.jpg

ধাপ-৫ঃ

  • এরপর সাদা কাগজ দিয়ে দুটি চোখ বানিয়ে নেই। এরপর ছবির মত করে পিপড়ার অরিগ্যামির সামনে চোখ লাগিয়ে নেই এবং সেই সাথে চোখের উপরে দুই টুকরো কাগজ লাগিয়ে নেই।এবং কলম দিয়ে একটি মুখ আকিয়ে নেই।।

20220215_170918.jpg

20220215_171122.jpg

ধাপ-৬ঃ

  • এরপর ছবির মত করে পিপড়ার পিছনে একটা লম্বা কাগজ আঠা দিয়ে লাগিয়ে ফেলি।

20220215_171639.jpg

ধাপ-৭ঃ

20220215_172231.jpg

  • এবার হয়ে গেল আমাদের আজকের পিপড়ার অরিগ্যামি বানানোর কৌশল। আজ এ পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভকামনা রইল আপনাদের জন্য।
Photographeriraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি পিঁপড়ার অরিগ্যামি তৈরি করেছেন। দেখতে অনেক কিউট লাগছে চোখ মুখ দেয়ার কারণে। তাছাড়া প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সবকিছু ছবির মত করে দিলে আর লেখার দরকার ছিল কি। যেভাবে বানিয়েছেন সেটা বর্ণনা করে লিখতে হয়। দেখতে কিন্তু ভালই লাগছে আপনার তৈরি করা পিঁপড়া। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পিঁপড়ার অরিগামী তৈরি সত্যি অসাধারণ হয়েছে ভাই। আপনি খুব দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে পিঁপড়ার অরিগামী তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পিপড়ার অরিগামি তৈরি অসাধারণ হয়েছে ।দেখতে চমৎকার লাগছে। কালার কম্বিনেশন টা দারুন ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে দারুন একটি পেপার অরিগ্যামি প্রস্তুত করেছেন সত্যিই আপনার সৃজনশীল চিন্তাধারার তারিফ করতে হয় ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের অরগেমিটা দেখতে বেশ দারুন লাগছে এবং খুব সুন্দর করে আপনি প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা পিপড়ার অরোগেনি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের পিঁপড়ার অরিগামি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ব্যবহার করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি পিঁপড়া আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ক্রাফট সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ওয়াও আপনার কাগজের তৈরি পিঁপড়ার অরিগামি অনেক সুন্দর হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে ভাবে পিঁপড়া তৈরি করেছেন। আপনার সৃজনশীলতা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ ভাবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের দিয়ে পিপড়ার অরিগামি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার জন্য রইল শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54