কাগজের তৈরি ফুলদানি। ১০ শতাংশ শেয়ালের জন্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো রঙিন কাগজের তৈরি ফুলদানি বানানোর কৌশল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

20220123_005000_mfnr.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • হলুদ, লাল ও কালো কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • টিস্যু পেপারের কোর

20220123_123010_mfnr.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১

20220123_123101_mfnr.jpg20220123_123132_mfnr.jpg
  • প্রথমে হলুদ একটুকরো ৩ × ৩ ইঞ্চি কাগজ নেই। কাগজটিকে কোনাকুনি মাঝ বরাবর ভাজ করি।

ধাপ- ২

20220123_123151_mfnr.jpg20220123_123220_mfnr.jpg
  • তারপর হলুদ কাগজ কি ছবির মত করে আরও দুটি ভাজ করি।

ধাপ-৩

20220123_123329_mfnr.jpg20220123_123435_mfnr.jpg
  • এরপর একটি পেন্সিল দিয়ে ছবির মত আকৃতি করে একটি ফুল আঁকিয়ে নেই। এরপর একটি কাচির সাহায্যের কেটে নেই।

ধাপ-৪

20220123_123503_mfnr.jpg20220123_140212_mfnr.jpg20220123_140237_mfnr.jpg
  • একটি ফুল বানিয়ে নেই।ফুল বানানো হয়ে গেলে ফুলের একটি পাপড়ি কেটে নেই এরপর একটি পাপড়ির সাথে অন্য একটি পাপড়ি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেই।

ধাপ-৫

20220121_213900.jpg20220121_214332.jpg
  • একইভাবে হলুদ এবং লাল রংয়ের 6 টি করে মোট 12 টি ফুল বানাই। প্রতিটি ফুল বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন একটার চাইতে অপকার কিছুটা ছোট হয়। এবার বড় হলুদ ফুলটার উপর আঠা দিয়ে লাল ফুলটি লাগিয়ে দিতে হবে। এরপর হলুদ, তারপর লাল, এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ফুল গুলো একটার উপর আরেকটা লাগিয়ে দিতে হবে।

ধাপ-৬

20220123_140754_mfnr.jpg

  • ফুলগুলো তৈরি হয়ে গেলে দেখতে অনেকটা এ রকম লাগবে।

ধাপ-৭

20220122_000128.jpg20220122_000448.jpg
  • একটি টয়লেট টিস্যু পেপারের কোর নেই। কোরের মাপে একখণ্ড কালো কাগজ কেটে নেই। কাগজটিকে আঠা দিয়ে কোরের গায়ে লাগিয়ে দেই।

ধাপ-৮

20220123_180530_mfnr.jpg20220123_180632_mfnr.jpg
  • টিস্যু কোরের তলার মাপে একখণ্ড শক্ত কাগজ গোল করে কেটে নেই। এরপর কাগজটিকে আঠা দিয়ে তলার সঙ্গে লাগিয়ে দেই।

ধাপ-৯

20220123_140820_mfnr.jpg20220123_005000_mfnr.jpg
  • সবশেষে কাগজের তৈরি ফুল গুলোকে টিস্যু কোরের সঙ্গে শক্ত আঠা দিয়ে লাগিয়ে দেই।
Photographer@iraniahmed
DeviceSamsung m01s
Sort:  
 3 years ago 

কাগজের ফুলদানি টি খুবি সুন্দর হয়েছে। ফুলদানির কালারটা চমৎকার লাগছে। আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন ।উপস্থাপনা সুন্দর ছিল ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজের ফুলদানিটি দেখতে খুব সুন্দর লাগছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে আসলে কাগজ দিয়ে যে কত কিছুই বানানো যায় ।বিশেষ করে কাগজের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে মনেই হয় না যে এগুলো কাগজের খুব ভালো বানিয়েছেন ফুলদানিটি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

➡️ আপনার ফুলদানিটা দেখতে খুবই অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আপনার ফুলদানি। আপনি খুব সুন্দর করে এটি উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটা ফুলদানি তৈরি করলেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে ফুলদানিটা। এরকম ফুলদানি গুলো তৈরি করে পড়ার টেবিলে সাজিয়ে রাখলে আসলেই খুব সুন্দর দেখায়। তৈরি ফুলদানি এটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জাস্ট অসাধারণ, আপনি অনেক সুন্দর ভাবে কাগজের তৈরি ফুলদানি তৈরি করে আমাদের অনেক শেয়ার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে ‌। এত সুন্দর একটি কাগজের ফুলদানি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলদানি তৈরি করে আমাদের দেখিয়েছেন। এমন ডাই পোস্টগুলো আমার অনেক ভালো লাগে এসব পোস্ট এর মাধ্যমে মানুষের ক্রিটিভিটি এবং চিন্তাশীল মনোভাব আমাদের মধ্য প্রকাশ পায় ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাই। ফুলদানির ফুল গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।ফুলদানি তৈরি করার পদ্ধতিও খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে একটি ফুলদানি তৈরি করেছেন। আপনার কাগজ দিয়ে তৈরি করা ফুলদানি আমার কাছে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24