সুনীল আকাশ এবং নদীর কিছু ফটোগ্রাফি।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছু ফটোগ্রাফি তা হল আকাশের। বিকালে আকাশ দেখতে খুবই ভালো লাগে। নীল রঙের আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। সেই সাথে ফটোগ্রাফি গুলো ও দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। কয়েকদিন আগে বিকেলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু ফটোগ্রাফি করে এনেছি। সে সময়ে আকাশ দেখতে এত ভালো লেগেছিল, যে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে ছিলাম। তখনই ভাবলাম কিছু ফটোগ্রাফি করি নেই।

GridArt_20220626_105342096.jpg

আলোকচিত্রঃ ১

20220624_170659.jpg


আলোকচিত্রঃ২

20220624_170653.jpg

আলোকচিত্রঃ ৩

20220624_172243.jpg

প্রথম ও দ্বিতীয় ফটোগ্রাফি করেছিলাম আমি ছোট একটি নদীর উপর থেকে। তৃতীয় ফটোগ্রাফি করেছিলাম একটি ব্রিজের উপর থেকে। ব্রিজের ওপরে ছিলো সুন্দর নীল আকাশ আর নিচে ছিল অনেক পানি। সেই পানির উপর দিয়ে কয়েকটি নৌকা চলাচল করছিল। আমরা সেই ব্রিজের উপর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম।

আলোকচিত্রঃ ৪

20220621_182438.jpg

এই ছবিটা তুলেছিল স্লুুইস গেট এর উপর থেকে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখলাম অনেক লোক এখানে গোসল করছে। কেউ স্লুুইস গেট এর উপর থেকে পানিতে লাফ দিচ্ছে।

আলোকচিত্রঃ ৫

20220624_170607.jpg

এই ছবিগুলো তুলেছিলাম যখন পাশের এলাকায় বন্যা দেখতে গেছিলাম তখন। এলাকার প্রায় সব জায়গায় পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট বাড়ীঘরগুলো জাগনা রয়েছে। সেখান থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

আলোকচিত্রঃ ৬

20220621_182943.jpg

20220621_182937.jpg

আলোকচিত্রঃ ৭

20220623_171322.jpg

20220623_171318.jpg

এ ছবিগুলো তুলেছিলাম প্রায় সন্ধ্যার একটু আগে। তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এই ছবিগুলো ছিল পদ্মার পাড় থেকে তোলা। পদ্মার পাড়ে কিছু কাশবনে ছিল। পদ্মা নদীতে এখন অনেক পানি হয়েছে কয়েকদিন আগেও কাশবনে জায়গাগুলো শুকনা ছিল।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung m01s
LocationNorth channel,Dholar mor, Faridpur
Sort:  
 2 years ago 

নীল আকাশ এবং নদীর অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

নীল আকাশ এবং তার সাথে নদীর দৃশ্যমান কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আসলে এই ধরনের কিছু সুন্দর মুহূর্ত দৃশ্যগুলো দেখতে পেরে অনেক ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এইসব ছবি দেখতে যেমন ভাল লাগে, বাস্তবে এর থেকে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি মানেই হচ্ছে ভালোলাগা ভালোবাসার কিছু প্রাকৃতিক পরিবেশ। যা দেখে বরাবরই খুবই ভালো লাগে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। দারুন প্রকৃতি পরিবেশের কিছু ফটোগ্রাফি। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভীষণ ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুনীল আকাশ ও নদীর ফটোগ্রাফি আসলেই অবাক করা হয়েছে। আকাশের ফটোগ্রাফি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি নিজেও এরকম সুন্দর সিনারি দেখতে ফটোগ্রাফি করি। আপনার বর্ণনা ও ছিল চমৎকার।

 2 years ago 

নীল আকাশে সাদা মেঘের ভেলা গুলো ছায়া পড়েছে নদীর বুকে এক কথায় অসাধারণ কিছু আলোকচিত্র ক্যামেরাবন্দি করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে এমন চিত্র দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায়

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো মনটা ভালো হয়ে গেছে। এমন নীলাকাশ দেখলে কার না ভালো লাগে। প্রত্যেকটা ছবি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার এমনিতেই খুব ভালো লাগে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমারও আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে। সেই দিন বিকালটা ছিল খুবই সুন্দর।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে সুনীল আকাশ এবং নদীর কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে শেয়ার করেছেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সুনীল আকাশ ও নদীর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সুনীল আকাশ এবং নদী এই দুটো জিনিস একত্রে দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আকাশের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এমন সুন্দর দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে, তাই আমিও ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করুন বলে।

 2 years ago 

বিকালে আকাশ দেখতে খুবই ভালো লাগে। নীল রঙের আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়

শেষ কদিনের আকাশের দৃশ্য গুলো অনেক ভালোই লাগছে কেননা এই সময় অতীতে আমরা আকাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সাদা সুন্দর কিছু মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে।

আজকে আপনি আমাদের মাঝে তেমনি কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন একই সাথে নদীর মাঝখানে আকাশের সুন্দর দৃশ্য চিত্র শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59