এসো নিজে করি ( খরগোশের অরিগামি)। 10% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খরগোশের অরিগামি। খরগোশের অরিগেমি বানানো খুবই সহজ। খুব বেশি পরিশ্রম করতে হয় না। তাই ভাবলাম খরগোশের অরিগামি টা বানিয়ে ফেলি। আশা করি সবার ভালো লাগবে।

20220205_003215.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • সাদা কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • মার্কার পেন
  • আঠা।

20220204_235421.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে ২×১০ ইঞ্চি সাইজের দুই টুকরো সাদা কাগজ নেই। কাগজ দুটিকে চিত্রের মত করে ভাঁজ করে নেই।
20220204_235738.jpg20220205_000140.jpg

ধাপ-২ঃ

  • ভাঁজ করা কাগজ দুটিকে আঠা দিয়ে লাগিয়ে নেই। এবং চিত্রের মত করে সুতা দিয়ে মাঝখানে বেঁধে নেই।
20220205_000259.jpg20220205_000437.jpg

ধাপ-৩ঃ

  • এবার চিত্রের মত করে দুইপাশ টেনে আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220205_000657.jpg

ধাপ-৪ঃ

  • এবার ছবির মত করে খরগোশের দুটি পা, চোখ, মুখ এবং দুটি কান বানিয়ে নেই। এবং একটি মার্কার পেন দিয়ে ছবির মত করে আঁকিয়ে নেই।
20220205_001006.jpg20220205_002445.jpg20220205_002455.jpg

ধাপ-৫ঃ

  • এবার ছবির মত করে দুটি কান লাগিয়ে নেই।

20220205_002744.jpg

ধাপ-৬ঃ

  • এখন দুটি চোখ, নাক এবং দুটি পা ছবির মত করে লাগিয়ে নেই।হয়ে গেল আমাদের খরগোশের অরিগামি।
20220205_002955.jpg20220205_003110.jpg
Photographeriraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

আপনার খরগোশের অরিগামি দারুণ লেগেছে। বানানোর পদ্ধতিটা শিখে নিলাম আপনার বানানো ধাপগুলি ফলো করে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার খরগোশের অরিগামিটা খুবই সুন্দর হয়েছে। খুব চমৎকার করে আপনি রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। খরগোশ তৈরির ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য ও রইলো শুভকামনা আপু।ধন্যবাদ।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে অসাধারন একটি খরগোশ তৈরি করেছেন। এরকম অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। এরকম একটা খরগোশের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

আপনি কাগজ দিয়ে খুব সুন্দর করে খরগোশ তৈরি করেছেন। কাগজের খরগোশটি দেখতে বেশ সুন্দর লাগছে ।আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেপার দিয়ে দারুন একটি খরগোশের অরিগামি প্রস্তুত করেছেন আপনি সত্যিই আপনার ইউনিক চিন্তাধারার তারিফ করতে হয় ।ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন । শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago (edited)

আপনার মন্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

অরিগামিতে তো আপনার দক্ষতা চমৎকার। খরগোশটি খুব সুন্দর বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে, ভাইয়া।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনাদের চমৎকারভাবে কাগজ ব্যবহার করে একটি খরগোশ তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই কাগজের খরগোশ কি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে কিছুদিন আগে আমিও এরকম কাগজের একটি খরগোশ তৈরি করেছিলাম। এই খরগোশ তৈরি করতে অনেক সময় লেগেছিল, যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের খরগোশ তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

  • আপনি খুব চমৎকারভাবে এটি তৈরি করেছেন। খরগোশের অরিগামি খুব চমৎকার দেখাচ্ছিলো। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখতে। শুভকামনা রইল
 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23