রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় একটি ফুল তৈরি। ১০% লাজুক শেয়ালের জন্য এবং ৫% এবিবি স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন ।
  • আমি মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরী করার চেষ্টা করি যা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অনেকেই অনেক সুন্দর এবং আকর্ষণীয় অনেক কিছু তৈরি করে থাকে যা দেখতে খুবই ভালো লাগে। আজো আমি একটি রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ও চমৎকার একটি ফুল তৈরি করেছি। যা দেখতে একটু সহজ হলেও বানাতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। প্রথমে একটি বানিয়েছি কাটতে ভুল হয়েছে পরে আরেকটি বানিয়ে সফল হতে পেরেছি। আর ভাঁজগুলো কাঁচি দিয়ে কাটতেও বেশ কঠিন। এ ফুলটি বানাতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের আকর্ষণীয় ফুলটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রঙিন কাগজের এই ফুলটি সবার ভালো লাগবে। তাহলে এবার দেখে নেয়া যাক আমি কিভাবে রঙিন কাগজের এই আকর্ষণীয় ফুলটি তৈরি করেছি।

20220422_000305.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • আঠা
  • কাঁচি।

20220325_230829.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

20220424_155608.jpg

  • প্রথমে একটুকরো লাল কাগজ নেই।

ধাপ-২ঃ

20220424_155621.jpg

  • কাগজটিকে কোনাকোনিভাবে সমান দুই ভাগে ভাজ করে নেই।

ধাপ-৩ঃ

20220424_155632.jpg

  • একইভাবে আরো একটি ভাঁজ করে নেই।

ধাপ-৪ঃ

20220424_155641.jpg

  • ছবির মত করে একটি ভাজ করে নেই।

ধাপ-৫ঃ

20220424_155725.jpg

  • এইবার এভাবে সম্পূর্ণ ভাজটা করে নেই।

ধাপ-৬ঃ

20220424_155739.jpg

  • এবার পেন্সিল দিয়ে তিনটি লাভ আঁকিয়ে নেই।

ধাপ-৭ঃ

20220422_000155.jpg

  • এবার একটি কাঁচির সাহায্যে পেন্সিলের দাগ বরাবার ভালোভাবে কেটে নেই।

ধাপ-৮ঃ

20220422_000212.jpg

  • এবার আস্তে আস্তে ভাজ খুলে নেই।

ধাপ-৯ঃ

20220422_000245.jpg

20220422_000242.jpg

  • এবার সম্পূর্ণ ভাজ খুলে দেখা যাবে একটি সুন্দর আকর্ষনীয় ফুল তৈরি হয়ে গেছে। হয়ে গেল আজ আমার রঙিন কাগজে আকর্ষণীয় ফুল তৈরি। আশা করি এই পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস এ জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Photographeriraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

রঙিন কাগজের দারুন একটি ফুল প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় একটি ফুল তৈরি করেছেন। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা।এফুলগুলো কোন প্রোগ্রামে স্টেজে লাগালে দারুণ লাগে।আপনার ফুলটি আমার খুব পছন্দ হয়েছে। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল

 2 years ago 

আমার বানানো ফুল টি আপনার পছন্দ হয়েছে শুনে খুবই খুশি হলাম। মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু,যা তৈরি করতে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। এমন ফুল তৈরি করতে গেলে কাটিং এর বিষয় খেয়াল রাখতে হয়। আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিকই বলেছেন এমন ফুল তৈরি করতে গেলে কাটিং এর বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হয়, তা না হলে ফুলটি সুন্দর হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার রঙিন কাগজের ফুলের ডিজাইন দেখে মনে হচ্ছে আপনি খুব নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। "প্রথমবার কাঁচি দিয়ে কাটতে ভুল হওয়ায় দ্বিতীয়বার সম্পন্ন করেছেন"- শুনে খুব খুশি হলাম। ফুল তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করেছি ফুলটি একটু সুন্দর করে কাটতে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই আপু, ফুলটিকে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। রঙিন কাগজের তৈরি যে কোনো জিনিসই দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। আর আপনার আকর্ষণীয় ফুলটি দুইবার চেষ্টা করার ফলে তৈরি হয়েছে। যেহেতু আকর্ষণীয় ফুলটি তৈরি করতে পেরেছেন সেহেতু আপনার চেষ্টাটি সফল হয়েছে। আর এই সফলতার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে আকর্ষণীয় ফুলটি তৈরীর পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের যেকোনো কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের ফুল দিয়ে আগে দেখেছি গ্রামের বিয়ে গুলোতে সাজানো হতো দেখতে ভালোই লাগতো। এ ধরনের ফুল গুলো বানাতে গেলে ভাঁজ দেওয়াটাই আসল ভাঁজ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে ফুলটা তেমন একটা ভালো হয় না ।আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে কেটে কেটে ফুল তৈরি করেছে সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার তৈরি করা আকর্ষণীয় ফুলটি সুন্দর হয়েছে।

  • তবে আপনার জন্য একটি সাজেশন হলো,
    আপনি লেভেল থ্রিতে যেসব মার্কডাউন শিখে এসেছেন তার যথাযথ ব্যবহার করবেন। যেখানে যে মার্কডাউন দেওয়া উচিত তাই দিবেন। অতিরিক্ত সুন্দর দেখায় না কিংবা একেবারে মার্কডাউন ছাড়াও সুন্দর দেখায় না, ধন্যবাদ।
 2 years ago 

আচ্ছা, আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আকর্ষণীয় একটি ফুল অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ।দেখতে অনেকটা প্রফেশনাল লাগছে। ফুলটি লাভ হওয়ার কারণে দেখতে আরো আকর্ষণীয় লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে ফুলটি বানানো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের কাছে ভাল লেগেছে শুনে কাজের স্পৃহা আরও বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটা কাগজ কে ভাঁজ করে এমন কেটে কেটে ফুল তৈরি করার মজাই আলাদা। কারন যখনই কাগজটি কাটা সম্পন্ন হয়। খোলার পরে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়েছে দেখতে খুব সন্তষ্টি আসে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবেই এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যি আমারও খুবই ভাল লেগেছিল ফুল টি বানিয়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলটি দেখতে খুবই সহজ মনে হচ্ছে তবে এটি কাটিং করতে মনে হয় অনেক কষ্টই হয়েছে বা খুব তীক্ষ্ণ নজরে কাটতে হয়েছে। যদিও আমি এই রকম একটি টিউটোরিয়াল দেখেছি সেখানে দেখার অভিজ্ঞতা আর আপনার কাজ দুটোই সমান হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

এই রকম ফুল কাটতে অনেক ঝামেলা, দেখে কিন্তু মনে হয় না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক তাই, কারন আমি একবার চেষ্টা করেছিলাম টিউটরিয়াল দেখে, পরে ঝামেলায় পড়ে গিয়েছি তাই আর কাটিনি। ধন্যবাদ আপনাকে ফিডব্যাকের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56922.13
ETH 2347.73
USDT 1.00
SBD 2.43