পাস্তা রান্নার রেসিপি। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু পাস্তা রান্না রেসিপি। পাস্তা খেতে আমার বেশ ভালোই লাগে। এই রেসিপিটি খুব কম সময়ে তৈরি করা যায়। সকাল বা বিকেলে নাস্তায় পাস্তা খেতে বেশ ভালোই লাগে। আমরা বাসায় মাঝে মাঝে এভাবে পাস্তা রান্না করে খেয়ে থাকি। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক আমি কিভাবে পাস্তা রান্না করেছি।

20220805_201120.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220802_182141.jpg20220802_182127.jpg20220802_182049.jpg
উপকরণের নামপরিমাণ
পাস্তা১ প্যাকেট
পেয়াজ কুচি১ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
ডিম২ টা
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220802_182549.jpg20220802_182253.jpg

প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান নেই। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ গরম করে নেই। পানি গরম হয়ে গেলে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেই।

ধাপ ২ঃ

20220802_183656.jpg20220802_183513.jpg

এরপর পাস্তা গুলো সিদ্ধ হয়ে গেলে একটি চালুনিতে ঢেলে নেই।

ধাপ ৩ঃ

20220802_191602.jpg20220802_183706.jpg

এরপর একই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নেই। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেই।

ধাপ ৪ঃ

20220802_184337.jpg20220802_184240.jpg

এরপর এর মধ্যে ডিম দিয়ে দেই এবং ডিম কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেই।

ধাপ ৫ঃ

20220802_184511.jpg20220802_184359.jpg

এরপর সিদ্ধ করে রাখা পাস্তা গুলো এর মধ্যে দিয়ে দেই।

ধাপ ৬ঃ

20220802_184856.jpg

এরপর প্যাকেটের ভেতরে যে মসলা ছিল এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেই।

ধাপ ৭ঃ

20220805_201120.jpg

এবার একটি প্লেটে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

পাস্তা রেসিপি টা অনেক ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। এইটা আগে খেতাম না কিন্তু এখন কোথাও গেলে চিকেন পাস্তা খাওয়া হয়। এখন ভালো লাগে। আপনার উপস্থাপনা টা সুন্দর ছিল। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য। পাস্তা খেতে আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

পাস্তা খুবই মজাদার একটি খাবার। আমি গত কয়েকদিন আগে রান্না করে খেয়েছিলাম। আপনার রান্না করা রেসিপিটা দেখে আবার খেতে মন চাইতেছে।
ধন্যবাদ আপু।

 2 years ago 

পাস্তা খেতে আমার অনেক ভালো লাগে। আমরা মাঝেমধ্যে বাসায় এভাবে পাস্তা রান্না করে খাই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পাস্তা আমার খুবই ফেভারিট আপনি ডিম দিয়ে লোভনীয়ভাবে প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।

 2 years ago 

খেতে বেশ মজাই হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পাস্তা রান্নার রেসিপি করেছেন। পাস্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাস্তা খেতে আমারও ভীষণ ভালো লাগে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই মজাদার একটি পাস্তা রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।পাস্তা রান্না পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। এত মজাদারের লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65074.63
ETH 2635.72
USDT 1.00
SBD 2.83