"রঙিন কাগজের তৈরি একটি ওয়ালমেট "। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে ভালই আছি। আজ আমি একটি ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানালেই অনেক সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট, ফুল যাই হোক না কেন বানাতে আমার খুবই ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজের একটি ওয়ালমেট। আশা করি সবার ভালো লাগবে।

20220216_235815.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • কাঁচি।

20220216_212255.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে ৫×১০ ইঞ্চি,৪×১০ ইঞ্চি,৩×১০ ইঞ্চি,২×১০ ইঞ্চি,১×১০ ইঞ্চি সাইজের 5 টুকরো নীল কাগজ নেই।

20220216_212629.jpg

ধাপ-২ঃ

  • এরপর কাগজগুলো কে ছবির মত করে ভাঁজ করে নেই।

20220216_212939.jpg

20220216_213345.jpg

ধাপ-৩ঃ

  • এবার ভাঁজ করা হয়ে গেলে মাঝখান থেকে দু ভাগ করে নেই। এবং দুইপাশ আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220216_214514.jpg

ধাপ-৪ঃ

  • এরপর লম্বা এক টুকরো হলুদ কাগজ নেই।

20220216_215423.jpg

ধাপ-৫ঃ

  • এরপর ১×১৫ ইঞ্চি সাইজের কয়েক টুকরো লাল কাগজ নেই।

20220216_215753.jpg

ধাপ-৬ঃ

  • এবার কাগজটির একপাশ থেকে পেচিয়ে রোলের মতো করে নেই। এভাবে কয়েকটি বানিয়ে নেই।

20220216_215837.jpg

20220216_220519.jpg

ধাপ-৭ঃ

  • এরপর হলুদ কাগজের টুকরোর সাথে নীল ফুলগুলো আঠা দিয়ে ছবির মত করে লাগিয়ে নেই। লাল কালারের রোলগুলো নীল ফুলের ওপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220216_220630.jpg

20220216_220835.jpg

ধাপ-৮ঃ

20220216_235815.jpg

  • এভাবে একটি একটি করে সবগুলো ফুল লাগিয়ে ফেলি। হয়ে গেল আমাদের সুন্দর আকর্ষণীয় একটি ওয়ালমেট। আশা করি সবার এই ওয়ালমেটটি ভালো লেগেছে।
আজকের মত এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য।
Photographeriraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 3 years ago 

রঙিন পেপার দিয়ে তৈরি করা ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি ধৈর্য দক্ষতা সহকারে ওয়ালমেট তৈরি করেছেন । তাছাড়া সুন্দর ওয়ালমেট তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনি অনেক সুন্দর মতামত শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন ।আপনার উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লেগেছে।শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা এই মর্মে ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সহজ পদ্ধতিতে আপনি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল,,,
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ গুলো কিভাবে কাটতে হয় কোথায় ভাত দিতে হয় সেগুলো ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সর্বশেষে সুন্দর একটি ওয়ালমেট উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার পোস্টে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি যথেষ্ট সুন্দর হয়েছে । রঙিন কাগজের ব্যবহার খুবই ভালো ছিল। আপনার দেওয়ালের সাথে সুন্দর মানিয়েছে ওয়ালমেটটি। এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মোটামুটি লেভেলের একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন👌 দেখতে ভালোই লাগছে 👌 কালারটা ও ফুটেছে 👌 ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹🌹

 3 years ago 

আপনার জন্য রইলো অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট আমার কাছে অসাধারণ লেগেছে এককথায় সিম্পল এরমধ্যে গর্জিয়াস। বিশেষ করে এর কালার টা অনেক সুন্দর হয়েছে। আপনাকে তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। লাল হলুদ আর নীল কালারের কাগজ দিয়ে তৈরি করার কারণে ওয়ালমেট টি আমার কাছে অসাধারণ লাগলো। আপনার উপস্থাপনা টা অসাধারন ছিল। গুছিয়ে সবকিছুই তৈরি করতে পেরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72