পুথির ব্রেসলেট। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

GridArt_20220813_084245212.jpg

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভিন্ন ডাই নিয়ে। সেটি হল পুঁথি দিয়ে একটি ব্রেসলেট তৈরি। ছোটবেলায় এভাবে পুঁথি দিয়ে অনেক ধরনের ব্রেসলেট, নুপুর, মালা তৈরি করতাম। হঠাৎ করে এগুলো মনে পড়ে গেল। তাই একটি ব্রেসলেট বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক আমি কিভাবে পুথি দেয়ে ব্রেসলেট তৈরি করেছি।

20220811_175101.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • সাদা সুতা
  • সুচ
  • বিভিন্ন কালারের পুঁথি।

20220811_172537.jpg

20220811_172531.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220811_173304.jpg

20220811_173402.jpg

প্রথমে একটি সুতার সাথে সুচ লাগিয়ে নেই। এরপর একটি করে বড় গোল্ডেন কালারের পুথি এবং একটি করে সাদা ছোট পুঁথি সুতার সাথে গেঁথে নেই। এভাবে পাঁচটি বড় পুথি এবং পাঁচটি ছোট পুথি গেথে নেই। এবার গোল করে বেঁধে নেই।

ধাপ ২ঃ

20220811_173500.jpg

20220811_173514.jpg

এরপর সাদা তিনটি পুথি সুতার সাথে গেঁথে নেই। এরপর গোল বৃত্তের সাথে পুথি ৩ টি গেথে নেই।

ধাপ ৩ঃ

20220811_173654.jpg

20220811_173759.jpg

এভাবে ছবির মত করে পুঁথিগুলো সুতার সাথে গেঁথে নেই।

ধাপ ৪ঃ

20220811_173938.jpg

এরপর ব্রেসলেট টির মধ্যের অংশ প্রায় সম্পন্ন হবে।

ধাপ ৫ঃ

20220811_174110.jpg

20220811_174454.jpg

এরপর দুটি সাদা পুঁথি এবং একটি লাল পুথি দিয়ে ব্রেসলেট এর মাঝখানে গেঁথে নেই।

ধাপ ৬ঃ

20220811_175113.jpg

20220811_175038.jpg

এরপর ছবির মত করে ব্রেসলেট এর দুই পাশে চারটি বড় সাদা পুঁথি, ছয়টি ছোট সাদা পুথি এবং দুইটি লাল বড় পুথি গেথে নেই । এবার আমার ব্রেসলেটটি কমপ্লিট হয়ে গেছে।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

ছোটবেলায় আসলেই এভাবে প্রতি দিয়ে ব্রেসলেট পায়েল এবং আংটি তৈরি করতাম।
আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনার তৈরি করা এই ব্রেসলেট টি অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

প্রায় সব মেয়েরাই ছোটবেলায় এ ধরনের ব্রেসলেট, আংটি এবং আরো অনেক ধরনের পুঁথি দিয়ে জিনিসপত্র বানাত।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে সাদা সুতো দিয়ে পুথির ব্রেসলেট তৈরি করে শেয়ার করেছেন।ছয়টি ছোট সাদা পুথি ও দুইটি লাল পুথি গেথে একটি ছবি তুলে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ব্রেসলেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আমার বানানো ব্রেসলেট টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

পুথি দিয়ে খুব সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। এটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। পুথি দিয়ে তৈরি যে কোন জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আপনি ব্রেসলেট টি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আমার বানানো ব্রেসলেট টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুতি দিয়ে অনেক সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার ব্রেসলেট তৈরি দেখে। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এই উপস্থাপনা দেখে যে কেউ একই রকম ব্রেসলেট তৈরি করতে পারবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক চমৎকারভাবে পুতির ব্রেসলেট তৈরি করেছেন ছোটবেলায় আমরা এই প্রতি দিয়ে বিভিন্ন ধরনের কানের দুল ব্রেসলেট গলার হার এবং নুপুর বানাতাম। পড়তে অনেক আনন্দ বোধ করতাম একজনকে উপহার দিতাম আজ আপনার এই ব্রেসলেট দেখে ছোট করার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

আমিও ছোটবেলায় এ ধরনের ব্রেসলেট তৈরি করতাম। অনেকদিন পর হঠাৎ মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করেছি।

অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর একটি ব্রেসলেট পুঁতির সাহায্যে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটি দেখতে সেই রকম আকর্ষণীয় ও সুন্দর লাগছে। ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ব্রেসলেট আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুঁই সুতার কম্বিনেশনে আপনি চমৎকার একটি ব্রেসলেট তৈরি করেছেন আপু । খুবই সুন্দর হয়েছে আসলে । হাতে পড়লে ভালই লাগবে । ধাপে ধাপে খুব সুন্দর করে বানানোর প্রক্রিয়াটি দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি বেসলেট তৈরি করে আপনি আমাদের মত শেয়ার করেছেন আপনার পরিচিত এই বেসলেট দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে খুবই দক্ষতার সঙ্গে আপনারা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আমার ব্রেসলেট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি অনেক সহজেই পুতির ব্রেসলেট আমাদের মাঝে ধাপে ধাপে বানিয়ে দেখেছেন । আসলেই আপনার পুতির ব্রেসলেটি দেখে অনেক ভালো লাগলো ।এমন ধরনের ব্রেসলেট কাউকে গিফট দিলে অনেক খুশি হবে।

 2 years ago 

আমার বানানো ব্রেসলেট টি আপনার কাছে অনেক ভালো লেগেছে বলে খুবই ভালো লাগলো।

 2 years ago (edited)

একেই বলে ক্রিয়েটিভিটি, আপনার এতো সুন্দর জিনিস তৈরির ধাপ আপনি অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনার কাজ দেখে খুবই ভালো লাগছে আপু।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52