" রঙিন কাগজের আকর্ষণীয় ফুল "। ১০% লাজুক শেয়ালের জন্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
  • আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজের আকর্ষণীয় ফুল। এই ফুলগুলো বানিয়ে পড়ার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। আমি এরকম ফুলগুলো বানিয়ে পড়ার টেবিলে সাজিয়ে রেখেছি। আপনারা চাইলে অন্য যেকোনো ফুল বানিয়ে নিতে পারেন, সাজিয়ে রাখার জন্য। আশা করি রঙিন কাগজের ফুল গুলো সবার ভালো লাগবে।

20220228_235647.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • পেন্সিল
  • কাঁচি।

20220228_231556.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে A4 সাইজের একটি গোলাপি কাগজ নেই। এবং কাগজটির উপরে কম্পাস এর সাহায্যে পেন্সিল দিয়ে একটি গোল বৃত্ত আকি।

20220228_231645.jpg

20220228_231922.jpg

ধাপ-২ঃ

  • এরপর পেন্সিলের দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নেই। গোলাকৃতি কাগজটিকে সমান দুই ভাগে ভাগ করে নেই।

20220228_232120.jpg

20220228_232208.jpg

ধাপ-৩ঃ

  • সমান দু'ভাগে ভাগ করার পর এক টুকরো কাগজ কে ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে নেই। এভাবে কয়েকটি ফুল বানিয়ে নেই।

20220228_232256.jpg

20220228_232348.jpg

20220228_233448.jpg

ধাপ-৪ঃ

  • এবার এক টুকরো সবুজ কাগজ নেই। এবং কাগজটিকে পেন্সিল এর সাহায্যে পেচিয়ে একটি স্টিক বানিয়ে নেই।

20220228_233842.jpg

20220228_234011.jpg

ধাপ-৫ঃ

  • স্টিকের সাথে ছবির মত করে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220228_234121.jpg

20220228_234330.jpg

ধাপ-৬ঃ

  • এভাবে আমি দুইটি স্টিক বানিয়ে স্টিকের সাথে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

20220228_235429.jpg

20220228_235722.jpg

ধাপ-৭ঃ

20220228_235647.jpg

20220228_235643.jpg

  • এবার একটি ফুলদানির মধ্যে ফুলগুলো রেখে দিয়েছি। হয়ে গেল আমার আজকে রঙিন কাগজের ফুল।

আজ এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সময় নিয়ে দেখার জন্য। শুভকামনা রইল সবার জন্য।

Photographeriraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ।ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে ।সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোষ্ট সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারন ফুল তৈরি করেছে। ছোট ছোট এই ফুলগুলো তৈরি করতে অনেক সময় লাগে। বেশ কিছুদিন আগে আমি একদিন এটি তৈরি করতে চেয়েছিলাম কিন্তু বাজগুলো মিলাতে পারিনা। ধাপে ধাপে খুব চমৎকারভাবে আপনি বর্ণনাও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

একবার ট্রাই করে দেখবেন, এটি বানানো খুবই সহজ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আকর্ষণীয় ফুল দেখতে চমৎকার লাগছে। আমার কাছে রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি নিখুঁতভাবে ফুলগুলো তৈরি করেছেন ।যেটা দেখে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ফুল গুলো ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আমি হলে এই ফুলের নাম দিতাম মাইক ফুল। ফুলগুলো রঙিন কাগজ দিয়ে কিছুটা মাইকের মত আকৃতি দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি নাম দিয়েছেন। জানলে হয়তো এই নামটাই দিতাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ইউনিক একটি ফুল তৈরি করেছেন আপনি। আমি আগে কখনো এমন ফুল দেখিনি। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার ফুল আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

রঙ্গিন কাগজের কাজ গুলো অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলের দেখতে অনেক সুন্দর লাগতাছে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে রঙিন কাগজ দিয়ে ফুলটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজের ফুলটি সত্যি আকর্ষণীয় লাগছে দেখতে। রঙিন কাগজ দিয়ে আসলে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তা কমিউনিটিতে চোখ বুলালে দেখতে পাওয়া যায়। কালার টি অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভকামনা আপনার জন‍্য।

 3 years ago 

হ্যাঁ, আসলেই রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল বানানো যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার রঙিন কাগজের ফুলটি খুব সুন্দর হয়েছে আপু। চমৎকার ভাবে বানিয়েছেন এটি। এরকম ভাবে বানিয়ে টেবিলে সাজিয়ে রাখলে টেবিলের সৌন্দর্য অনেক গুনে বেড়ে যাবে। উপস্থাপনা সুন্দর ছিলো বেশ। সব গুলো ধাপ বর্ননা করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে সত্যিই আপনি আকর্ষণীয় একটি ফুল তৈরি করতে সক্ষম হয়েছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে কিছুটা রজনীগন্ধার মত ফুলগুলো ফুটে আছে। আপনার এই আকর্ষণীয় ফুলটি তৈরি করার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে ফুল গুলো ভাল লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90284.37
ETH 3086.81
USDT 1.00
SBD 2.93