ঈদের দিনটা যেভাবে কাটালাম।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক।

ঈদের দিনটা আমি কিভাবে কাটালাম তা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজ ঈদ তাই দিনটা অনেক সকালেই শুরু হয়েছিল। একটু ভোরে উঠে রান্না বান্না কাজে ব্যস্ত হতে হয়েছে। ঈদে সাধারণত খিচুড়ি এবং সেমাই খাওয়া হয়ে থাকে। সেই সাথে আরো কিছু আইটেম থাকে। এগুলো রান্নাবান্না শেষ করতে বেশ সময় লেগেছে। ছোটবেলায় ঈদ অনেক আনন্দে কাটত। এখন আর ঈদে তেমন একটা আনন্দ পাই না। আগে ভোরবেলা উঠতাম গোসল করে সাজুগুজু করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। সাজুগুজু শেষ হলে সবাইকে সালাম করতাম। ছোটবেলায় সালাম মানে সালামী নেয়া। সালামি না দেওয়া পর্যন্ত সেখান থেকে যেতামই না। আমি অবশ্য বাড়ির বড়দেরই শুধু সালাম করতাম। তখন কি যে আনন্দ হতো তা বলার মত নয়। এখন কাজ কর্ম এবং বাচ্চা লালন পালন করতে করতেই দিন শেষ হয়ে যায়। রান্না বান্না শেষ করে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এরপর ওকে গোসল করালাম, নতুন জামা কাপড় পড়ালাম এবং খাওয়া-দাওয়া করালাম। আজ ঈদ বাচ্চারা তো ভীষণ খুশি। ওদের খুশি দেখতে ভীষণ ভালো লাগে। নতুন জামা কাপড় পড়বে, ঘুরতে যাবে। ছেলেকে রেডি করার পর আমি নিজেও একটু রেডি হলাম।রেডি হয়ে বাইরে ঘুরতে বের হলাম। বাইরে যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেল।

20220710_140609.jpg

আমাদের বাধ্য হয়েই গরমের মধ্যে দুপুরবেলা বাইরে ঘুরতে যেতে হল। কারণ সকালে ব্যস্ত ছিলাম আর বিকাল থেকেও আবার রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। তাই দুপুরটাই ছিল একদম ফ্রি টাইম। আমার ছেলে এবং আমার জার দুই মেয়ে মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম আমার হাজবেন্ডের সাথে। যেতে যেতে দেখছিলাম কোথাও কোথাও মাংস কাটছে, আবার রাস্তার মোড়ে মোড়ে সাউন্ড বক্স বাজছে।


20220710_130940.jpg

20220710_130931.jpg

20220710_130905.jpg

এর আগে মনে হয় কখনো কোরবানির ঈদে এভাবে বাইরে যাওয়া হয়নি। তাই আজ ঘুরতে বেশ ভালই লাগলো। বাচ্চাদের নিয়ে আমরা একটি কলেজের মাঠে গিয়ে নামলাম। সেখানে একটু রোদ কম ছিল। সেখানে ওরা একটু দৌড়াদৌড়ি করল। এরপর ঠান্ডা পানীয় খেয়ে সেখান থেকে বাসায় চলে আসলাম। এরপর ছেলেকে খাওয়া দাওয়া শেষ করে, দুপুরের পর বিকালের দিকে ঘুম পারালাম। এরপর আমিও একটু রেস্ট নিলাম। এভাবেই ঈদের দিন টা চলে গেল।

Photographer@iraniahmed
DeviceSamsung m01s
LocationBaitulaman,Faridpur
Sort:  
 2 years ago 

ঈদ মানে হাসি আনন্দ আর আমাদের থেকেও বাচ্চারা বেশি ইনজয় করে এই দিনগুলোতে। আপনার জায়ের মেয়েগুলোকে বেশ সুন্দর লাগছে। আপনি বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন।আপনকে ঈদ মোবারক।

 2 years ago 

ঈদে বাচ্চারা সত্যি অনেক আনন্দ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63