কবিতার নাম "কাকতাড়ুয়া" [ ইবনে বিন রাফেক]


কাকতাড়ুয়া

  • ইবনে বিন রাফেক


  • চোখ আছে তবুও সে
    কোন কিছু দেখেনা
    শেখালে ও কখনো সে
    কোনো কিছুই শেখে না।


    পা আছে নড়ে না
    মুখ আছে পড়ে না
    হাত আছে তবুও সে
    কোন কিছু ধরে না।


    খেতে দিলে খাায় না
    দাঁড়িয়েছে থাকে শুধু
    কোথাও সে যায়না।


    বাতাসে গভীর রাতে
    দোলে সে দোল দোল
    তাই তাকে অনেকেই
    ভূত ভেবে করে ভূল


    মাথায় রয়েছে এক
    ইট ভাটার টাক
    কাকতাড়ুয়া নাম তার
    তাড়ায় সে কাক।

    ScarecrowinBangladesh.jpg
    Sources

    ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।😊

  • ধন্যবাদ সবাইকে
  • Sort:  
     3 years ago 

    ভালো লিখেছেন ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য ।

    ধন্যবাদ আপনাকে ও

    Coin Marketplace

    STEEM 0.15
    TRX 0.12
    JST 0.026
    BTC 56095.11
    ETH 2533.38
    USDT 1.00
    SBD 2.23