কবিতা "শ্রেষ্ঠ মানব" [ ইবনে বিন রাফেক] ২৭-০৬-২০২১
শ্রেষ্ঠ মানব
জীবন মোদের বড়ই ছোট
কাজ কিন্তু নয়
জীবনটাকে করতে হবে
সদাই কর্মময়।
জীবনটাকে করাতে হবে
এমন কিছু ভাই
মরন হবার পরেও যেন
স্মরণ সবাই পায়।
পৃথিবীতে শান্তি চাইলে
পাপ করো না ভাই
পাপী সকল দুঃখের মূল
পূর্ণ করো তাই।
জ্ঞানীগুণী সবাই জানে
মূল পাপের মূল
মিথ্যা বললে ভাববে তুমি
করেছ বিরাট ভুল।
খোদার দেয়া পৃথিবীতে
মানুষ সবার বড়
মানুষ হয়ে জন্মে'ছি যখন
ভালো কিছুই করো।
ধ্যনবাদ সবাইকে
ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ
টাইটেলের নাম ঠিক কর বন্ধু (বাফেক) হয়েগেছে। ধন্যবাদ
ধন্যবাদ বন্ধু
মিসিং হয়ে গেছে লক্ষ করি নাই ঐ ভাবে