কবিতা "শ্রেষ্ঠ মানব" [ ইবনে বিন রাফেক] ২৭-০৬-২০২১


শ্রেষ্ঠ মানব


  • ইবনে বিন রাফেক

  • জীবন মোদের বড়ই ছোট
    কাজ কিন্তু নয়
    জীবনটাকে করতে হবে
    সদাই কর্মময়।

    জীবনটাকে করাতে হবে
    এমন কিছু ভাই
    মরন হবার পরেও যেন
    স্মরণ সবাই পায়।

    পৃথিবীতে শান্তি চাইলে
    পাপ করো না ভাই
    পাপী সকল দুঃখের মূল
    পূর্ণ করো তাই।

    জ্ঞানীগুণী সবাই জানে
    মূল পাপের মূল
    মিথ্যা বললে ভাববে তুমি
    করেছ বিরাট ভুল।

    খোদার দেয়া পৃথিবীতে
    মানুষ সবার বড়
    মানুষ হয়ে জন্মে'ছি যখন
    ভালো কিছুই করো।

    images (17).jpeg
    Source

  • ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।

  • ধ্যনবাদ সবাইকে
  • শুভেচ্ছাতে
  • Sort:  
     4 years ago 

    ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ

    টাইটেলের নাম ঠিক কর বন্ধু (বাফেক) হয়েগেছে। ধন্যবাদ

    ধন্যবাদ বন্ধু

    মিসিং হয়ে গেছে লক্ষ করি নাই ঐ ভাবে

    Coin Marketplace

    STEEM 0.29
    TRX 0.27
    JST 0.044
    BTC 101737.75
    ETH 3684.84
    SBD 2.55