কবিতার নাম " বারণ" [ ইবনে বিন রাফেক]


বারণ

  • ইবনে বিন রাফেক

  • পুরনো কথা ভুলে গেলে
    নতুন করে বলতে নেই।
    ভালো কথা স্মরণ হলে
    কখনো তা বলতে নেই।


    আগে পিছে না ভেবে
    বোকার মতো কাজ করতে নেই।
    অন্যের কোন ছোট ত্রুটি
    বড় করে ধরতে নেই।


    একের কথা অন্যের কাছে,
    শত্রু হলেও বলতে নেই।
    পরের ভালোই সিংহ করে
    আপন মনে জ্বলতে নেই।


    গুরুজনের ভুল হলে তাই
    বড় করে তুলতে নেই।
    নিজের ভূলের কিছু কথা
    সারা জীবন ভুলতে নেই।

    download (5).jpeg
    Source

    ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।😊

  • শুভেচ্ছান্তেঃ

    @ibr456

  • Sort:  
     3 years ago 

    ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে ।

    ধন্যবাদ ভাই

    Coin Marketplace

    STEEM 0.19
    TRX 0.13
    JST 0.029
    BTC 58000.61
    ETH 3105.20
    USDT 1.00
    SBD 2.42