'আমার শহর, শহরের গল্প।' - আমার বাংলা ব্লগের রচনা প্রতিযোগিতা।

"এই শহরের রন্ধে রন্ধে
আমার বেড়ে ওঠার গল্প।
আমি এই শহরকে ভালোবাসি,
এই শহরে আমার স্বপ্নগুলো নিয়ে
বারবার ফিরে আসি।"

নাহ্, এটা কারো লেখা কবিতা না। আমিই গুছিয়েফেললাম কয়েকটা লাইন। এগুলো শুধু এলোমেলো কিছু শব্দ, সে অর্থে কোন কবিতা নয়।

তবে যাই হোক, কবিতা অথবা শব্দমালা; তার সাথে আমার এই শহরটার ভালোবাসার সম্পর্কের কোনো ঘাটতি হয় না।

received_852707728692564~2.jpeg
আমার শহরের ছুটে চলার গল্প। লোকেশন লিংক:

হয়তো বলবেন, শহরকে ভালোবাসা সম্ভব?

কি জানি! যার বেড়ে ওঠা, স্বপ্নবোনা; সবকিছু শহর ঘিরে তারতো শহরকে ভালোবাসা ছাড়া আর কোন উপায় নেই।।

কি আছে এই শহরে? কি দিয়েছে আমাকে এই শহর?

লিখে কি শেষ করা যাবে? অথবা বলে?

20190822_175220~3.jpg
শহরের চিকলি পার্কে কাটানো কিছু সময়। লোকেশন লিংক:

received_2938068709793928~2.jpeg
আমার স্কুল - জেলা স্কুল। আমার খেলার মাঠ, হাজারো স্মৃতির স্থান। লোকেশন লিংক:

এই শহরের একটা প্রাণ আছে। একটা অদ্ভুত ক্ষমতা কাছে টানার। আমার কত শত স্মৃতির এ শহর। আমার শৈশব-কৈশোর, বেড়ে ওঠা, আমার বন্ধুরা, খেলার অথবা সুখ - দুঃখ ভাগাভাগি করার সাথী, আমার মা - বাবা, আমার স্বপ্ন বোনা, সবই তো এই শহর ঘিরে।

তারপর একদিন, এই শহরটা ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে, জীবন এবং জীবিকার টানে। কিন্তু ওই বন্ধনটাতো আজীবনের।

যে শহর নিয়ে কথা এত বলছি, তার নাম - "রংপুর"। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা। এ শহরে আমার জন্ম, বেড়ে ওঠা। শহরটা খুব বেশী বড় না, এখনো রাজধানী শহরের মত এত ভিড়ভাট্টা নেই, এখনো লোকজনের মধ্যে আন্তরিকতা আছে। এখন আশেপাশে অনেক সবুজের দেখা মেলে। কিছু টুরিস্ট স্পট, কিছু পার্ক, আর অবিরত ছুটে চলার গল্প মিলিয়ে এই শহরটাকে অসাধারণ লাগে।

received_190688896346378~2.jpeg
শহরের পার্কে সবুজের মাঝে কাটানো কিছু সময়। লোকেশন লিংক:

আমার কোন গ্রামের বাড়ি নেই, এই শহরেই আমাদের বেড়ে ওঠা। হয়তো সে কারণে শহরের সাথে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক আমাদের করে উঠেছে। এখন অনেক দূরে থাকি,জীবনের ব্যস্ততার কারণে হয়তো খুব একটা যাওয়াও হয়ে উঠেনা প্রাণের শহরে কাছে। তুই তো এখনো হৃদয়ের খুব কাছের এ শহর।

একটা কবিতা দিয়ে শেষ করছি...

"তোমার শহর আর আমার শহর
এক নয়......
এইতো আমার শহর !!
তোমরা বলো কোলাহল !! আমি বলি গান......
এমন গান...... অদ্ভুত সুরের গান......
যা তোমার সান্ত্বনা, আমার প্রান...
তুমি দাও না ডুব
আমি বলি...... এইতো আমার সমুদ্র...
হোক না সে ক্ষুদ্র !!!
বেঁচে থাকতে এর বেশি আর কি লাগে ???"

--সাঈদ সোহরাব ওয়াতিন

স্থান: রংপুর শহর, বাংলাদেশ।
লোকেশন: লিংক
ডিভাইস: শাওমি নোট 7 প্রো।
এডিট: SbapSeed অ্যাপ।

jo.jpg

আমি জনি, বাংলাদেশ থেকে। একটু ঘরকুনো মানুষ। ভালোবাসি পরিবারের সাথে সময় কাটাতে। সময় পেলে মুভি, ডকুমেন্টারি বা খেলা দেখা হয়। মোবাইলে টুকটাক ছবি তুলি। ক্রিপ্টো নিয়েও আগ্রহ গড়ে উঠছে।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 4 years ago 

ভালো বর্ণনা করেছেন, বিশেষ করে শুরু ছন্দটা চমৎকার হয়েছে। ফটোগ্রাফিগুলোও আমার কাছে ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।।

 4 years ago 

আপনার শহরটি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Your post has been upvoted by Steem Sri Lanka Community Curation Trail.

Steem Sri Lanka Discord Channel

✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Join With
steem-sri.lanka
Curation Trail For Better Curation Rewards

Thanks for delegation

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86202.26
ETH 2221.19
USDT 1.00
SBD 0.68