বাংলাদেশী এবং বাঙ্গালী - কি এবং কেন?

অনেকদিন আগে আমার একজন বিদেশী ক্লাইন্ট বলেছিল, ' বাংলাদেশী ' আর ' বাঙ্গালী ' দুরকম বলা হয় কেন?

আসলে এটা খুব কমন প্রশ্ন।

পৃথিবীর অনেকেই জানেন না, বাংলা একটা ' শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ '। মানে, একই ভাষা দুই দেশের, দুই মানচিত্রের মানুষ ব্যবহার করেন। এটা একটা ' লোকাল ল্যাঙ্গুয়েজ ' যেমন ঠিক, এটা এক অর্থে আন্তর্জাতিক ও বটে।

images.png
সোর্স

ইন্ডিয়া / ভারতের এক অংশের মানুষ যেমন বাংলায় কথা বলেন, বাংলাদেশের অধিবাসীরাও বাংলায় কথা বলেন। শুধু বাঙালি বলতে দুই দেশের অধিবাসী / ভাষাভাষী কেই বোঝায়। যেখানে ' বাংলাদেশী ' বলতে বাংলাদেশে বসবাসকারী বোঝায়। এবং বাংলাদেশে যেহেতু বাংলা ভাষার জনগোষ্ঠী ছাড়াও আরো ভাষাভাষী (ক্ষুদ্র নৃগোষ্ঠীর) আলাদা ভাষা আছে , তাই বাংলাদেশী বলতে আসলে আমাদের ' ন্যশনালিটি / জাতীয়তা ' বোঝায়, শুধুমাত্র বাঙালিদের নয় ।

আসলে, দোষটা আমাদেরই। আমরা বাঙালিরা নিজের ভাষা নিয়ে লজ্জিত থাকি। বাইরে আমরা এই ভাষায় কথা তো বলিই না বরং আমরা যে বাঙ্গালী সেটাই লুকিয়ে রাখার চেষ্টা করি।

অথচ, বাংলা ভাষায় ইতিহাস অনেক ব্যাপক। এটা যেহেতু সংস্কৃতের সাথে যুক্ত তাই এটা অনেক আধুনিক, মননশীল, সাবলীল ও বটে।

আমরা মনে করে দেখতে পারি, ফেসবুক বাংলা লেখার জাগরণের কথা। মানুষ অনেক উদ্ভুদ্ধ হয়েছিল এবং সেটা এখনো চলছে। Steemit এও আমরা সেটা করতে পারি ধীরে ধীরে। বরং আমি বলবো, এখানে আরও বেশি মানুষকে রিচ করা সম্ভব, কারণ এখানে পুরো বিশ্বের অনেক মানুষই যুক্ত এবং খুব একটিভলি সবাই যোগাযোগ করে।

যে যাই হোক, আমাদের ভৌগলিক অবস্থান সেটাই হোক না কেন, এই বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। তাই নয় কি?

...এই কমিউনিটির সাফল্য কামনায়।

আমি বাংলাদেশ থেকে 'জনি'। Gboard দিয়ে পোস্টটি লিখেছি। তথ্যে কোনো ভুল থাকলে শুধরিয়ে দিবেন এবং বানানে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

Sort:  
 3 years ago 

"যে যাই হোক, আমাদের ভৌগলিক অবস্থান সেটাই হোক না কেন, এই বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। তাই নয় কি?" সহমত পোষণ করছি। খুব সুন্দর লিখেছেন।

ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ার জন্য।

খুব সুন্দর বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ।

 3 years ago 

সবার আগে মাতৃভাষা আর সেই মাতৃভাষায় কোনো কিছুরই চৰ্চা না করলে একদিন আমাদের মাতৃভাষা বাংলা হারিয়েই যাবে । বাংলাদেশে ইংলিশের দাপটে আর আমাদের পশ্চিমবঙ্গে হিন্দি আর ইংলিশের দাপটে বাংলা এখন বেশ কোনঠাসা । প্রতিনিয়ত আমরা যে হরে বাংলা ভাষায় হিন্দি আধিক্য দেখাচ্ছি তাতে বাংলা ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে ক্রমান্বয়ে একটা খিচুড়ি ভাষায় পরিণত হচ্ছে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77