জীবন কোন না কোন উপায়ে ঠিকই খুঁজে নেয় // প্রকৃতি থেকে শিক্ষা।

বিকেলে ছাদে গিয়েছিলাম। আজ ব্যাংক বন্ধ, তাই ব্যাংকের সাথে কাজ খুব অল্প ছিল। নাহ, ব্যাংকে চাকরি করি না; তবে ব্যাংকের সাথে আমাদের কিছু কাছ থেকেই যায়। বাসা থেকে অফিস করছি বরাবরের মতো। আজ ভাবলাম ছাদে যেয়ে একটু ঘুরে আসি।

USER_SCOPED_TEMP_DATA_orca_share_media1627832954423_6827626272071794904.jpeg

এই ফুলটাকে খুঁজে পেলাম। আমার নয় তবে আমাদের কোন প্রতিবেশীরই হবে। কিছুদিন আগেও গাছটা খুব নেতানো ছিল, আর গাঁদা ফুলের গাছটা তো ছিলই না। আজ দেখে অবাক হলাম, কি সুন্দর ফুল ফুটেছে। সাথে আবার গাঁদা ফুলের একটা চারাও গর্জে উঠেছে। কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল হয়তো সেটাই ওদের সাহায্য করেছে বাড়তে।

এইতো জীবন। জীবনটাও ঠিক এমন। একটু যত্ন, একটু ঠিকঠাক কর্ম, এগুলোর ফল আমরা ঠিকই পেয়ে যাই। জীবন থেমে থাকেনা। কোন না কোন উপায় ঠিকই খুঁজে নেয়।

না কোনো প্রিয়জন হারানোর দুঃখ, না আমাদের জীবনের কোনো প্রতিবন্ধকতা। কোন কিছুই আসলে আমাদেরকে থামাতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমরা হাল ছেড়ে দেই, ততক্ষন জীবন আমাদের কোনো না কোনো পথ দেখিয়েই চলে।

USER_SCOPED_TEMP_DATA_orca_share_media1627832954826_6827626273762508072.jpeg

তো যেই গাছের কথা বলছিলাম। সেই গাছের পাশেই আরেকটি গাঁদা ফুলের গাছ খুঁজে পেলাম। এই গরমে সাধারণত গাঁদা ফুল ফোটে না। অথচ কী আশ্চর্য, এই রক্ত গাঁদাটা সবাইকে অবাক করে দিয়ে তার সৌন্দর্য কি লাগছে। এমনই জীবন, তাই না? শুধু একটু ভালো কাজের যোগান, আর আমাদের মনোবলই পারে জীবনকে এগিয়ে নিয়ে যেতে, শতধারায় প্রস্ফুটিত হতে।

ভাবছেন হেঁয়ালি করে কথা বলছি? আসলে নয়। প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এটাই সব সময় বিশ্বাস করে এসেছি।

এই যান্ত্রিক জীবনে মাঝে মাঝে মনে হয় জীবন তো থেমে আছে। সেই একই কাজ প্রতিদিন করে যাই, সেই একই জীবন যাপন। বলতে গেলে, এসব থেকে কিছুটা পরিবর্তন হবার জন্যই এই প্লাটফর্ম তাকে আঁকড়ে ধরা আসলে। হয়তো খুব বেশি কিছু অর্জন করতে পারব না এখান থেকে। তারপরও জীবন থেকে একটু ছুটি অথবা অন্য কিছুর স্বাদ এখানে এসে পাওয়া যায়। তারচেয়েও বেশি, নিজের মস্তিষ্কের ভিতরে যে কথাগুলো ঘোরাঘুরি করতে থাকে, সেগুলো এখানে এসে বলা যায়, যে কথাগুলো হয়তো কাউকে বলা হয়ে ওঠেনা।

অনেক কথা বলে ফেললাম। কোথা থেকে শুরু করে কোথায় যে এসে থামলাম, নিজেও জানিনা।

এই যান্ত্রিক জীবনে ছোট্ট একটা ফুল অথবা ফুলের জীবন, সেগুলো নিয়ে ভাববার অবকাশ কোথায়! তারপরও আজ একটু অবকাশ বের করে যে এত কিছু ভাবতে পেরেছি, তাতেই জীবনটা আশীর্বাদময় মনে হচ্ছে।

আপনারাও সময় পেলে চেষ্টা করবেন প্রকৃতির সাথে নিজেদেরকে একাত্ম করার, প্রকৃতি থেকে ছোট ছোট শিক্ষাগুলো নেয়ার। আমি জানি, আপনারা হতো সেটা করেনই। তারপরও কিছু কিছু জিনিস আছে আমাদের চোখের সামনেই থাকে, অথচ আমরা তাদের দেখতে পারি না, অথবা বুঝতে পারি না অন্যরকম করে।

সেই প্রচেষ্টাটুকু করলেই জীবন শান্তিময় করার উপায় আমাদের হাতের মুঠোয় আসে।

তাই নয় কি?

ছবিগুলো আমার নিজের তোলা, বনশ্রী - ঢাকার অ্যাপার্টমেন্টের চাদবাগান থেকে, শাওমি নোট ৭ মোবাইল দিয়ে তুলেছি।

jo.jpg

আমি জনি, বাংলাদেশ থেকে। একটু ঘরকুনো মানুষ। ভালোবাসি পরিবারের সাথে সময় কাটাতে। সময় পেলে মুভি, ডকুমেন্টারি বা খেলা দেখা হয়। মোবাইলে টুকটাক ছবি তুলি। ক্রিপ্টো নিয়েও আগ্রহ গড়ে উঠছে।

ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ভাইয়া।আসলে বাড়ির প্রতিটি কোনায় থাকা জিনিস থেকে আমাদের কিছু শেখার আছে।আমাদের বাড়িতে ও এই দুই ধরনের ফুল আছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতির কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো সবথেকে বেশি শিক্ষনীয় হয় যাইহোক অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং ভালো লেগেছে আমার ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই লেখাটা পড়ার জন্য।
ভালো থাকবেন।

 3 years ago 

আজকের লেখগুলো অসম্ভব ভালো লেগেছে আমার কাছে, কিছু দিন পূর্বে আমিও প্রকৃতি নিয়ে লিখেছিলাম এবং প্রকৃতি হতে শেখার আছে অনেক কিছু এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন । ধন্যবাদ

ধন্যবাদ ভাই। আমিও আপনার লেখাটা পড়েছিলাম। আসলেই আমাদের অনেক কিছই শেখার আছে প্রকৃতি থেকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42