ফুডপান্ডা/খাবার ডেলিভারি সার্ভিস - ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা রেস্তোরাঁ এবং আমার অভিজ্ঞতা।

শহুরে জীবনে 'ফুডপান্ডা' একটা সস্থির নাম। এমন না যে রেগুলার ফুডপান্ডা বা অন্য ডেলিভারি সার্ভিস থেকে খাবার নেয়া হয়। কিন্তু মাঝে মাঝে এই সার্ভিসগুলো সত্যিই অনেক কাজের।

925c761d6a39eaa73a07059f1c3e83b8_collage1_450.jpg

এই যেমন আজকে...

আজকের বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে ভাবলাম কাচ্চি বিরিয়ানি বা ভুনা খিচুড়ি খাই। কিন্তু বাসায় অলরেডি রান্না শেষ। খাবার ভালই ডাল, ছোট মাছ দিয়ে আলুভাজি, লাল শাক আর রুই মাছ। কিন্তু বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করায় সিদ্ধান্ত নিলাম এই রান্না করা খাবার রাতে খাবো, এখন কাচ্চি খাই।

received_1151386162039659.jpeg
কাচ্চি বিরিয়ানী । ভাবছেন, ফুডপান্ডায় অর্ডার করে আবার রান্নার ছবি কেন? পড়তে থাকুন, বুঝতে পারবেন।

...অনেক শখ করে গেলাম ফুডপাণ্ডার এপে, খুঁজতে থাকলাম ভালো কোন রেস্টরেন্টে।

ঢুকেই দেখি ফুডপান্ডাতে কম রেটিং যে দোকানগুলো আছে সেগুলো কেন জানি শো করছে । একটু অবাক হলাম, কি করবো ভাবছিলাম। পরে চিন্তা করে দেখলাম রিস্ক নিয়ে লাভ কি, তাই স্ক্রল করে খুঁজছিলাম কোথা থেকে অর্ডার দেয়া যায়। অবশেষে একটা রেস্টরেন্ট আর তাদের রিভিউ দেখে মনে হল এখন থেকে অর্ডার দেয়া যায়। একটা কাচ্চি আর একটা তেহারি অর্ডার করলাম। কিছুক্ষণ পর অর্ডার চলে আসলো।

Screenshot_20210704-212852~2.png
অর্ডার এর স্ক্রীনশট, আলাদা ভাবে কাচ্চি আর তেহারি অর্ডার করেছিলাম। এটা তেহেরির অর্ডার ছিল।

প্যাকেট খুলে খুব একটা লোভনীয় লাগলো না। তাই একটু টেস্ট করার সিদ্ধান্ত নিলাম। খেয়ে দেখলাম খুব একটা স্বাদের না । এখন কি করি!

received_864294944189609.jpeg
দুঃখিত ছবিটা কিছুটা ব্লার হয়ে গেছে।

received_3797334797038610.jpeg
তেহারি

একে তো বাসার রান্না রিফিউজ করেছি, তারউপর কাচ্চি মনের মত না।

পরে ২ টা খাবারেই একটু আলাদা করে 'রেডিমিক্স' মসলা দিয়ে রেডি করলাম যেন খেতে পারি । দুইটা খাবারেই মসল্লা কম ছিল, আর মাংসের পরিমাণ ও কম ছিল। কি আর করা এখন এইগুলাই খেতে হবে।

received_310110694140249.jpeg

received_337139627989020.jpeg
রেডিমিস্ক বিরিয়ানী মসলা কাচ্চি আর তেহেরিতে যোগ করেছি। ভাপে কিছুক্ষণ রেখে নামিয়েছি, স্বাদ আগের চেয়ে অনেক ভালো হয়েছে।

অবশেষে একটু নিজের কারিগরি আর একটু রেডিমেড খাবার দুটো মিলে বেশ ভালই খাওয়া হল।

IMG_20210704_151713.jpg
কাচ্চি হাতে আমি।

তো যা বলার জন্য এত কথা বলা...

যারা রেগুলার রেস্টুরেন্ট বা বাইরে খায় তাদের বাইরের খাবার নিয়ে বেশ ভালই অভিজ্ঞতা আছে। আমিও তেমনই একজন। কাজের কারণে, অফিসের মিটিংয়ে বা ঘুরতে যেয়ে প্রচুর বাইরে খাওয়া হয়। ফুডপান্ডা তেও প্রচুর অর্ডার দেয়া হয়। সব রেস্টরেন্ট যে ভালো টা বলার কোনো ফুষরত নেই। বরং দামের সাথে মান সবসময় পাওয়াই দায়!

দামের সাথে মান না মিললে কেউই সেখানে দ্বিতীয়বার যেতে চাইবে না, সে আপনি যতই ডিসকাউন্ট দেন না কেন। ব্যাঙের ছাতার মত রেস্টরেন্ট গড়ে উঠেছে। আমার তো মনে হয়, রেস্টরেন্ট এর তুলনায় এত প্রফেশনাল আর অভিজ্ঞ বাবুর্চি নেই; থাকা সম্বভ না। ব্যবসা তো চলবেই কোনো না কোনো ভাবে দেড় কোটি মানুষের শহরে। কিন্তু সেই ব্যবসা টা কতটুকু নৈতিক হল তাই ভাববার বিষয়।

এখন আর কেউ মনে হয় এগুলো নিয়ে ভাবে না...

যাইহোক, ভাল মন্দে মিলিয়ে দুপুরের খাবারটা হল। এই আর কি!

jo.jpg

আমি জনি, বাংলাদেশ থেকে। একটু ঘরকুনো মানুষ। ভালোবাসি পরিবারের সাথে সময় কাটাতে। সময় পেলে মুভি, ডকুমেন্টারি বা খেলা দেখা হয়। মোবাইলে টুকটাক ছবি তুলি। ক্রিপ্টো নিয়েও আগ্রহ গড়ে উঠছে।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

এটা সত্য কথা টেকনোলজির কারণে আসলে আমাদের রুচিবোধেও পরিবর্তন এসেছে। সবকিছু হাতের নাগালে চলে এসেছে। যাইহোক ফুডপান্ডা ভালো সার্ভিস দিচ্ছে ।এটা সম্পর্কে আমার জানা আছে,কারন আমি কিছুদিন আগে যখন ঢাকায় গিয়েছিলাম তখন আমি তাদের অ্যাপস ব্যবহার করে খাবার অর্ডার করেছিলাম।ধন্যবাদ আপনাকে,আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

ফুড পান্ডা তো মনে হয় সারা দেশেই সার্ভিস দেয়।
রেস্টুরেন্টে যেমন খাবার ভালো না লাগতে কিছু বাড়িয়ে কমিয়ে, বা কিছু বলা যায়। এখানে কিছুই করার নেই, নেগেটিভ রিভিউ দেয়া ছাড়া।
আমি প্রায়ই অর্ডার দেয়, তবে আজকের সহ আরো কিছুদিনের অভিজ্ঞতা ভালো ছিল না।
ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য।
আসলে প্রযুক্ত যত উন্নত হচ্ছে সেটার অপব্যবহারও ততো বেশী হচ্ছে। এটাই বাস্তবতা।

খুব সত্যি কথা। ফুড ডেলিভারি সার্ভিসগুলো অনেক উপকারে আসে, কিন্তু অনেক রেস্টরেন্ট অ্যাড হওয়াতে ওদের কোয়ালিটি মেইনটেইন করতে অসুবিধা হয়।
ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।দামের সাথে মান সবসময় পাওয়াই দায়? এটা প্রতিটি দেশ বা স্থানের প্রতিটি জিনিসের ক্ষেত্রে শুধু খাবারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60811.44
ETH 2350.21
USDT 1.00
SBD 2.52