"লেভেল- ২ হতে আমার অর্জন - By @hsiddiqui79 " || ১০ শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20220220_094344.jpg

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন। আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে সবাই ভাল আছেন। সবার সুস্থতাই আমার একান্ত কাম্য। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি লেভেল -২ এর লেকচার শিট,এবিবি স্কুল আয়োজিত লেভেল-২ এর পাঠদান,লেকচার শিট ও বিভিন্ন পোস্ট অধ্যায়ন করে যা কিছু আয়ত্ত করতে পেরেছি তা আমি লেভেল - ২ এর প্রশ্ন পত্রের আলোকে উত্তর লেখার চেষ্টা করছি।

১নং প্রশ্ন :Posting key এর কাজ কি ?

উত্তর :

আমার বাংলা ব্লগ এর মত ব্লগিংয়ের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য লগ ইন করা থেকে পোস্ট লেখা, পোস্ট পড়া, কমেন্ট করা,ভোট দেওয়া, পছন্দনীয় পোস্ট রিস্ট্রিম করা,কাউকে ফলো দেওয়া অথবা আনফলো করা, মিউট করা, সাধারণভাবে ওয়ালেট দেখা,ডাউনলোড দেওয়া ইত্যাদির জাতীয় যাবতীয় কর্মকাণ্ড গুলো আমরা পোস্টিং কি এর মাধ্যমে করে থাকি। তাই এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং
প্রতিটি কী এর মত পোস্টিং কীও যথেষ্ট সতর্কতার সহিত সংরক্ষণ করতে হবে।

২ নং প্রশ্ন : Active key এর কাজ কি ?

উত্তর :

অ্যাক্টিভ কি দিয়ে আমরা নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করতে পারি। যেমন :
আমাদের ওয়ালেট থেকে ব্যালেন্স ট্রান্সফার করা,পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা, এস বিডি কে স্টিম এবং স্টিমকে এসবডিতে রূপান্তরিত করা, উইটনেস ভোট দেওয়া, কোন একচেঞ্জে বেচা-কেনা করা, নতুন নতুন মেমে তৈরি করা,প্রোফাইলের তথ্য পরিবর্তন করা সহ আর্থিক কাজগুলো আমরা একটিভ কী এর মাধ্যমে সম্পাদন করতে পারি। সুতরাং এই কী আমাদের যথেষ্ট নিরাপত্তার সহিত সংরক্ষণ করে রাখতে হবে।

৩ নং প্রশ্ন : Owner key এর কাজ।

উত্তর :

ওনার মানে মালিকানা। সুতরাং বুঝা যাচ্ছে ওনার কী মানে এই কী এর মালিকানা। এই কী যার কাছে থাকবে সেই একাউন্টের মালিকানা দাবি করতে পারবে। এই কী যাতে অন্যের কাছে কোন ভাবে না পড়ে যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নতুবা আপনার দীর্ঘ দিনের কষ্টের ফসল যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে। কারণ এ কী এর মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা রিকভার করতে পারি। এছাড়া ওনার কী এর মাধ্যমে ওনার কী, একটিভ কী ও পোস্টিং কী আমরা রিসেট করতে পারি এবং আমাদের ভোটের অধিকার ও প্রত্যাখান করতে পারি। সুতরাং বুঝাই যাচ্ছে
যে কী এর গুরুত্ব কতটুকু। অতএব আমাদের এই কী কে অতি গুরুত্বের সহিত সংরক্ষণ করতে হবে।

৪ নং প্রশ্ন : Memo key এর কাজ কি ?

উত্তর :

সাধারণত অন্যান্য কী এর মতো মেমো কী এর সচরাচর ব্যবহার না হলেও কিছু কিছু ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। যেমন এর মাধ্যমে আমরা প্রাইভেট মেসেজ পাঠাতে পারি এবং এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে পারি ও দেখতে পারি। মেমো কী এর গুরুত্ব অন্যান্য কী এর মত না হলেও সকল কী এর মত একে আমরা সযত্নে সংরক্ষন করে রাখবো।

৫ নং প্রশ্ন : Master password এর কাজ কি ?

উত্তর :

পোস্টিং কী, একটিভ কী, ওনার কী, মেনু কী অর্থাৎ এই সবগুলো কী মাস্টার পাসওয়ার্ড এর আদলে তৈরি করা হয়েছে। তাই আমরা সবগুলো কী এর কার্যক্রম মাস্টার পাসওয়ার্ডের মাধ্যমে করতে পারি। যদি আমরা একে কী বলি সাধারণত এটি একটি পাসওয়ার্ড এবং এটি আমাদের সচরাচর ব্যবহার করা উচিত নয় বিশেষ প্রয়োজন ছাড়া। তাই মাস্টার পাসওয়ার্ড কে আমাদের বিশেষভাবে সংরক্ষণ করতে হবে। কেননা অন্যান্য কি গুলো হারিয়ে গেলে এর সবগুলো কর্মকাণ্ড আমরা এই পাসওয়ার্ডের মাধ্যমে সম্পাদন করতে পারবো এবং রিসেট করতে পারবো। সুতরাং বোঝাই যাচ্ছে অন্যান্য কী এর চেয়ে মাস্টার পাসওয়ার্ড এর গুরুত্ব সবচেয়ে বেশি।তাই এ পাসওয়ার্ড সংরক্ষণের ক্ষেত্রে আমাদের বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে।

৬ নং প্রশ্ন : Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর :

মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণের জন্য আমি নিম্নলিখিত পদ্ধতি গুলো গ্রহণ করেছি।প্রথমে আমি একে পিডিএফ ফাইলে রূপান্তর করেছি এবং গুগল ড্রাইভের সংরক্ষণ করে রেখেছি,প্রিন্ট আউট করে গোপন নথিপত্রের সাথে রেখেছি এবং আমার গুরুত্বপূর্ণ গোপনীয় ডায়েরিতে লিখে তালাবদ্ধ করে রেখেছি।

৭ নং প্রশ্ন : পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর :

নিজের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ খুবই জরুরি। পাওয়ার আপ বৃদ্ধি করার মাধ্যমে আমরা আমাদের নিজের একাউন্ট কে খুব সহজে শক্তিশালী একটি অ্যাকাউন্ট এ রূপান্তরিত করতে পারি। যার ফলে আমরা ইচ্ছে মত পোস্ট, কমেন্ট এসব কাজ চালিয়ে যেতে পারি। আপডেটের মাধ্যমে আমরা বড় ধরনের রিওয়ার্ড আশা করতে পারি। আর তাছাড়া পাওয়ার আপ করার ফলে যেকোনো কমিউনিটিতে তার দীর্ঘ স্থায়িত্বের একটি বড় সম্ভাবনাও দেখা দেয় এবং সম্মানজনক অবস্থান অর্জন করা যায়।

৮ নং প্রশ্ন : পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর :

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি যা জানি তা হল-

1

IMG_20220219_233246.jpg

2

IMG_20220219_233324.jpg

3

IMG_20220219_233416.jpg

4

IMG_20220219_233501.jpg

5

অবশেষে অ্যাক্টিভ কি দিয়ে সাইন ইন করলেই পাওয়ার আপ প্রসেসটি সম্পন্ন হবে।

IMG_20220219_233602.jpg

৯ নং প্রশ্ন : সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর :

সেভিংস এর থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০ নং প্রশ্ন : মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর :

মেমো ফিল্ড এর মাধ্যমে একজন ইউজার আরেকজন ইউজারের কাছে এনক্রিপ্ট করে মেসেজ পাঠাতে পারে এবং অন্য কারো এনক্রিপ্ট করা মেসেজ দেখতে পারে।
স্টিম ট্রান্সফার এর সময় কি কারনে এ স্টিম ট্রান্সফার করা হবে, সে মেসেজ লেখার জন্যও মেমো ফিল্ড ব্যবহার করা হয়।

১১ নং প্রশ্ন : ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর :

ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২ নং প্রশ্ন : ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর :

আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করার কিছুদিন পর আরো 100 এসপি ডেলিগেশন করলে, তখন ডেলিগেশনের পরিমাণ লিখতে হবে 200+100=300 এস.পি।
অর্থাৎ তখন 300 এস.পি লিখতে হবে।

অতএব উপরোক্ত অধ্যায়ন হতে আমি একথা বুঝতে পারি যে আমাকে একজন দক্ষ,আদর্শ ও স্মার্ট ব্লগার হতে হলে ব্লগিং সম্পর্কিত যাবতীয় দিক নির্দেশনা ও তার সর্বশেষ আপডেট সম্পর্কে সঠিক জ্ঞান আহরণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে। পাশাপাশি সকল ধরনের কি গুলোর কাজ ও যথাযথ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে বাস্তবের প্রয়োগ ঘটাতে হবে এবং কীগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে। নয়তো যেকোনো সময় আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারি।তাই আমি মনে করি এই লেবেলটি আমাদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ অধ্যাযন ছিলো।
পরিশেষে আমার বাংলা ব্লগ এর কর্ণধার সহ সকল কলাকুশলীদের সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে,তারা আমাদেরকে এ সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য এবিবি স্কুল. বিভিন্ন লেকচার শিট প্রদান, ডিসকর্ড, প্রশ্নোত্তর পর্ব সহ বিশেষ বিশেষ পোস্টের মাধ্যমে আমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি মনে করি এই কার্যক্রমগুলো ব্লগিং প্ল্যাটফর্মের জন্য একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।সুতরাং এ বিষয়টি আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত হবে বলে আমি মনে করি।

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ এ পর্যন্তই।

আল্লাহ হাফেজ

আমি @hsiddiqui79 "আমার বাংলা ব্লগের" লেভেল - ২ এর একজন সদস্য। সবার একান্ত স্নেহ ও ভালবাসাই আমার কাম্য।

Sort:  
 3 years ago 

খুবই ভালো একটা কাজ করেছেন আপনি। লেভেল গুলো খুব সুন্দর ভাবে যদি আপনি করে পার করতে পারেন তাহলে ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য। আমি নিজেও এই ক্লাসগুলো করে আজ ভেরিফাইড হয়েছে। আপনি এভাবেই বাকি ক্লাস গুলো করে তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি সব সময় একটা কথা বলে থাকি, সেটা অর্জিত কোন কিছু বর্জন হয়না। মনে হচ্ছে আপনি যদি ভালোভাবে অর্জন করতে পারেন, সেটাই আপনার কাজে লাগবে ভবিষ্যতে। ভবিষ্যতে কাজে আসার জন্য এখন থেকে মনোযোগ দিয়ে এবিবি স্কুলের ক্লাস গুলো করে নিন।অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে আপনার জন্য সব সময় ।

 3 years ago 

এবিবি স্কুল থেকে যে টপিকস গুলো সম্পর্কে ধারণা নিয়েছেন সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে যদি একটি কাগজে এবিবি স্কুলের লেভেল টু এর পরীক্ষার বিষয়টি নিয়ে একটা ছবি উঠতেন তাহলে মনে হয় পোষ্ট টি আরো ভালো হতে পারতো। যাইহোক আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং দোয়া করি সামনের দিকে এগিয়ে যান।

 3 years ago 

অনেক সুন্দর ছিল ভাইয়া আপনার উপস্থাপনা। প্রত্যেকটি ধাপ বেশ সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন আপনি। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আপনার পোস্টে। আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63701.73
ETH 2723.12
USDT 1.00
SBD 2.56