"কিভাবে ব্যাংক একাউন্ট বা হিসাব খুলবেন" // ১০% বেনিফিশিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20220209_021050.jpg

সুপ্রিয়,

আমার বাংলা ব্লগের সদস্যগণ। আমার সালাম ও অভিবাদন গ্রহণ করুন। আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

কিছুদিন পূর্বে ডআমার বাংলা ব্লগেরড সদস্যদেরকে বিশেষডাবে অবগত করা হয় সবাইকে ব্যাংক একাউন্ট খোলার জন্য। যাতে সবাই যেন তাদের আর্থিক লেনদেন সমূহ ব্যাংক একাউন্টের মাধ্যমে স্থানান্তর করতে পারে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি।কেননা ব্যাংক একাউন্টের মাধ্যমে যদি আমরা আমাদের লেনদেনগুলো সম্পন্ন করি তাহলে আমাদের লেনদেনগুলো সঠিক উপায়ে হবে এবং বৈধতা পাবে এবং নানা প্রকার বিড়ম্বনা হতে আমরা মুক্ত মুক্ত থাকতে পারবো।

আমি বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছি।তাই আমি মনে করি এ সম্পর্কে কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারবো। তাই আজ আমি আপনাদের জন্য ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কানুন বা কিভাবে সহজে ব্যাংক হিসাব খোলা যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
আশা করি আমার এই লেখাটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে।

তাহলে চলুন বিস্তারিত আলোচনায়:

ব্যাংক হিসাব বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এগুলো আমার আজকের আলোচ্য বিষয় নয়।

সাধারণত ব্যাংক একাউন্ট দুই ধরনের।

যথা :
১• ব্যক্তিগত হিসাব বা সেভিংস একাউন্ট।
২• চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট।

তাহলে আমাদের জন্য কোন হিসাবটি প্রযোজ্য হবে ?
আমরা যারা ব্লগিং করছি তাদের জন্য ব্যক্তিগত বা সেভিংস একাউন্ট করতে হবে।

ব্যক্তিগত অ্যাকাউন্ট করতে খুব বেশি কাগজপত্রের প্রয়োজন হয়না। যাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট আছে তারা খুব সহজেই সেভিংস একাউন্ট খুলতে পারবেন।

* এক্ষেত্রে এনআইডি কার্ড বা পাসপোর্ট এর ফটোকপি;

* সাথে দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে একাউন্ট খোলা যাবে;

* সাথে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটি কপি যদি থাকে সেটি নিলে ভালো হয়। না থাকলে কোন সমস্যা নেই।

আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে,যেহেতু ব্যাংক হিসাবে আপনার যাবতীয় তথ্যাদি ইংরেজিতে পূরণ করতে হবে সেহেতু আপনার নাম,বাবার নাম,মায়ের নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা অবশ্যই ভালোভাবে সঠিকভাবে ইংরেজিতে পূরণ করবেন। কারণ আপনার এন আই ডি তে শুধু আপনার নামই ইংরেজিতে থাকে বাকি সব তথ্য বাংলাতে থাকে। তাই এ বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কেননা ভুল বানানের জন্য পরবর্তীতে নানা রকম সমস্যায় পড়তে পারেন। যদিও যেকোনো সময় প্রয়োজনে উপযুক্ত কাগজপত্রের মাধ্যমে যেকোনো ভূল সংশোধন করা যায়। তবে বুদ্ধিমানের কাজ হবে আপনাকে প্রথমেই উল্লিখিত নাম ঠিকানাগুলো সঠিক বানান এর মাধ্যমে পূরণ করা

এখানে আরেকটি বিষয় জানা দরকার।
সেটি হল আপনার বয়স যদি ১৮ বছর হয় তবে আপনি নিজের নামে একাউন্ট করতে পারবেন। নতুবা আপনার অভিভাবক এর মাধ্যমে অর্থাৎ বাবা-মা বা পরিবারের অন্য কাউকে অভিভাবক নিযুক্ত করে একাউন্ট খুলতে হবে। যতদিন না আপনার বয়স ১৮ হচ্ছে ততদিন আপনি নিজে হিসাব পরিচালনা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যাকেই অভিভাবক নিযুক্ত করবেন তিনি হিসাব পরিচালনা করবেন। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন।

এবার আসুন যাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট নেই তারা কি হিসাব খুলতে পারবেন না?

হ্যাঁ আপনারাও হিসাব খোলতে পারবেন। যদি আপনার বয়স ১৮ বা তার ঊর্ধ্বে হয় এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল :

আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে তাহলেও আপনি হিসাব খুলতে পারবেন। তবে এক্ষেত্রে এর সাথে আপনার
যেকোনো একটি ফটো আইডি দিতে হবে।

এর জন্য আপনাকে আপনার এলাকার চেয়ারম্যান থেকে একটি চেয়ারম্যান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেই চেয়ারম্যান সার্টিফিকেট এর উপর আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর চেয়ারম্যানের সীল সহ স্বাক্ষর থাকতে হবে। এখানে আমি একটি নমুনা দিচ্ছি।

IMG_20220209_020951.jpg

এটিও যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আরেকটি উপায় আছে। সেটি হল আপনার যদি এসএসসি, এসএসসি বা ডিগ্রির কোন ছবি সম্বলিত কাগজ যেমন সার্টিফিকেট বা রেজিস্টেশন কার্ড থাকে, যেখানে আপনার নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য গুলো থাকে তাহলে এর সাথে শুধু জন্ম নিবন্ধন দিয়ে ও অ্যাকাউন্ট খুলতে পারবেন ।

অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন এর সাথে যে কোন একটি ফটো আইডি থাকতে হবে। তাহলেই আপনি আপনার কাঙ্খিত ব্যক্তিগত হিসাব বা একাউন্টি খুলতে পারবেন।

এখানে আরেকটি কথা বলে রাখছি শুধু তাদের জন্য যাদের এনআইডি বা পাসপোর্ট নেই। তাদের কিন্তু যে ব্যাংকে একাউন্ট বা হিসাব খুলবেন সেই ব্যাংকে একাউন্ট আছে এমন একজন ব্যক্তির স্বাক্ষর লাগবে যে আপনাকে ব্যক্তগতভাবে চিনে ও জানে।আশাকরি আপনাদের সবারই এমন কোন না কোন পরিচিত ব্যক্তি থাকবে।

সুতরাং যাদের এনআইডি নেই তাদের ভয় পাওয়ার কিছুই নেই। সবাই ব্যক্তিগতভাবে একাউন্ট খুলতে পারবেন যদি আপনার বয়স ১৮ বা এর উর্দ্ধে হয়ে থাকে। তাহলে শেষ হলো আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলোর কথা।

এবার আসুন নমিনি প্রসঙ্গে ;

আপনার একাউন্টে একজন নমিনি সংযুক্ত করতে হবে বা দিতে হবে ।
আপনার মত একই কাগজপত্র লাগবে। অর্থাৎ তার বয়স ১৮ বা তার উর্ধে হলে শুধু এক কপি ছবি ও এনআইডি দিলেই চলবে।

আর যদি এনআইডি না থাকে তাহলে আপনার মতই বাকি কাগজপত্রের নিয়মগুলো অনুসরণ করতে হবে।
তবে আপনি ইচ্ছা করলে নমিনি ছাড়াও একাউন্ট বা হিসাব খুলতে পারবেন। কেননা পরবর্তীতে যে কোন সময় আপনি নমিনি দিতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন।

আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং যাদের এনআইডি নেই তাদের একাউন্ট খোলা সম্পর্কিত ভয় দূর হয়ে গেছে। তারপরও যদি যদি পুরোপুরি বুঝে না থাকেন তাহলে আপনার নিকটস্থ কোন ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন। প্রয়োজনে আমাকে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন।

আজ এ পর্যন্তই। আমার লেখাগুলো পড়ে যদি আপনাদের সামান্য একটু উপকারে আসে তাহলে আমার লেখাটি স্বার্থক হবে বলে আমি মনে করি। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারো হাজির হব নতুন কোন বিষয়াদি নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

আমি @hsiddiqui79আমার বাংলা ব্লগের' লেভেল ওয়ানের একজন সদস্য। আপনাদের সবার ভালোবাসা, স্নেহ ও দোয়াই আমার একান্ত কাম্য।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর ও সমসাময়িক একটি বিষয় নিয়ে উপস্থাপন করেছেন। আসলে এই বিষয়টি সম্পর্কে আমার তেমন জ্ঞান ও অভিজ্ঞতা ছিলনা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এই লেখাগুলো পড়ার জন্য। এছাড়া এতে যদি আপনাদের সামান্য কিছু উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 
আসলে খুব সহজেই ব্যাংক একাউন্ট কিভাবে খোলা যায় এবং কোন ব্যাংক একাউন্ট আমাদের জন্যও প্রযোজ্য হবে। দারুন ভাবে বুঝিয়ে দিয়েছেন। অনেক ভালো লাগলো আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আলোচনা করার জন্য
 3 years ago 

যেহেতু বর্তমান আমি ব্যাংকে কর্মরত আছি এবং এই মুহূর্তে আমার বাংলা ব্লগে সবার জন্য এই পোস্টটি আমি আমার পক্ষ থেকে করা উচিত বলে মনে করেছি। যদি এতে আপনাদের সামান্য উপকারেও আসে তাহলে আমার লেখাটা সার্থক হবে বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

কিভাবে ব্যাংক একাউন্ট বা হিসাব খুলবেন এই নিয়ে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে মতামত প্রদর্শনের জন্য এবং কষ্ট করে লেখা টি পড়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে খুব সহজেই ব্যাংক একাউন্ট খোলার অনেক সহজ একটি পদ্ধতি সম্পর্কে আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করেছেন কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে হবে। এত সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনিও আমার লিখাটি পরে অনেক ঘঠন-মূলক ভাবে মন্তব্য করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লেখাটা পড়ার জন্য। সেই সাথে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কিভাবে ব্যাংক একাউন্ট করতে হয় সেই সকল বিষয় নিয়ে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি চেষ্টা করব কয়েকদিনের মধ্যেই একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা ধারণা আমাদের সবাইকে দেবার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

বাহ অনেক উপকারী একটি পোস্ট ছিল। আমাদের সবারই ব‍্যাংক একাউন্ট প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে কাগজপত্র যোগার করতে আমাদের অনেক বেগ পেতে হয়। কিন্তু আপনি সম্পূর্ণ টা আপনার পোস্টে লিখে দিয়েছেন। সুন্দর ছিল পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আমি আমার পক্ষ থেকে সামান্য চেষ্টা করেছি মাত্র।আপনার আমার পোস্টটি ভাল লেগেছে জেনে আমি খুবই আনন্দিত। দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89955.66
ETH 3105.10
USDT 1.00
SBD 2.98