বর্ষায় চুলের যত্ন-কি করছি আপনি আমি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,
আমি তানিয়া আক্তার, ঢাকা, বাংলাদেশ হতে।

এখন সময়টা বর্ষাকাল, অনেকেই যেমন এই সময় পছন্দ করেন ঠিক তেমনি আমার মতো অনেকেই আবার বর্ষাকালকে অপছন্দ করেন। কারন আমরা মেয়েরা সবচেয়ে বেশী অস্বস্তিবোধ করি বৃষ্টির সময়, যদিও আমরা সবচেয়ে বেশী বৃষ্টি উপভোগ করে মেয়েরা কিন্তু সেটা অবস্থান বিবেচনা করে। সাভাবিক দৃষ্টিতে বৃষ্টি আমার অপছন্দ কিন্তু যখন বাড়ীতে অবসর থাকি তখন কিন্তু বেশ উপভোগ করি।

যেমন দরুন জানালার পাশে এক কাপ কফি হাতে, বাহিরের বৃষ্টির রিমঝিম শব্দ কানে ভাসছে, তখন কেমন অনুভূতি কাজ করবে আপনার মাঝে? আমার কাছে এই সময়টা সবচেয়ে বেশী উপভোগ্য মনে হয় এবং আমি যখন বাড়ীতে থাকি তখন যদি বৃষ্টি হয়, এইভাবে কফি নিয়ে সেটা উপভোগ করি। তবে স্কুল জীবনে থাকতে বাড়ীর ছাদে গিয়ে খুব ভিজতাম, তখন সেটাতে খুব বেশী মজা পেতাম। কিন্তু এখন ভিজতে ভালো লালে না, তাছাড়া বাড়ীর সবাই এটা অপছন্দ করেন।

IMG_20210808_211735.jpg

আজকের বর্ষা নিয়ে লেখার মূল উদ্দেশ্য হলো, এই সময়টা আমার মাথার চুল সবচেয়ে বেশী পড়ে। যদিও অন্যান্য সময়ে মাথার চুল পরে কিন্তু প্রকৃতিগত কারনে বর্ষার সময় চুল পড়ার পরিমান কিছুটা বৃদ্ধি পায়। যদিও আমি অনেক কিছু ব্যবহার করি এই সময়টা চুলের পরিমান পড়ার সংখ্যা হ্রাস করার জন্য। তাই আমি আজ একটি পদ্ধতি মানে যেটা আমি চুল পড়া রোধ করার জন্য ব্যবহার করছি সেটা শেয়ার করবো।

IMG_20210808_211747.jpg

একটা কথা অবশ্য আমরা ভুল বুঝি আর সেটা হলো শ্যাম্পুর ব্যবহার, আমরা অনেকেই মনে করি শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া রোধ হয়। আসলে বিষয়টা এই রকম না, শ্যাম্পু ব্যবহার করার কারনে চুল পড়া রোধ হয় না। কারন আপনি যখন শ্যাম্পু ব্যবহার করবেন, তখন মনে হবে চুল ঠিক আছে কিন্তু কয়েক দিন যেতে না যেতে দেখবেন চুল পড়া আবার শুরু হয়েছে। তাই আমাদের চুলের যত্ন নিতে হবে, যাতে চুল পড়া রোধ করা সম্ভব হয়।

IMG_20210808_211801.jpg

বর্ষার সময় আমি দুটো জিনিষি আমি বেশী ব্যবহার করি একটা হলো অলিভ অয়েল, এটি প্রাকৃতিক উপদানে ভরপুর। তাই আমাদের উচিত এই তেলটি ব্যবহার করা, আমি সপ্তাহে দুইদিন ব্যবহার করার চেষ্টা করি। আর দ্বিতীয় পদ্ধতি হলো মধু ও ডিম, যদিও অনেকেই ডিম ও পেয়াজ এর রস ব্যবহার করেন। কিন্তু সেটা হতে মধু ও ডিম এর মিশ্রন বেশী কার্যকর। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন, ফলপ্রসূ হবে।

ফটোগ্রাফি ডিভাইস রেডমি এসটু স্মার্টফোন।

ধন্যবাদ।


Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Promo-2.gif

Sort:  
 3 years ago 

ছেলেদের জন্য ও কিছু টিপস দিয়েন চুলের আপু😊

 3 years ago 

একবার মনোবলে স্থির করে উদ্যোগ নিয়েছিলাম চুলের যত্ন নিতে ।দুই-একদিন নেওয়ার পর আর ভালো লাগেনা । চুলের একদমই যত্ন নেওয়া হয় না এখন আর।

 3 years ago 

খুব ভালো লিখেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

নাহ! আমি মোটেও চুল নিয়ে সচেতন না, আমার মাথায় অনেক চুল ছিলো কিন্তু এখন কমতে কমতে অর্ধেক হয়েগেছে :(

আপু চুলের যত্ন কি আর নেব !! সব চুল উঠে তো দিন দিন মাথাটা ফুটবল খেলার মাঠ হয়ে যাচ্ছে 😭😥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43