মুহূর্তগুলো এখন শুধুমাত্র ছবি ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20210916_195500.jpg
গত পর্বে আমি বলেছিলাম যে, আমার বড় ভাইয়ের মেয়ে দীর্ঘদিন পরে আমার বাড়িতে এসেছে এবং সত্য কথা বলতে গেলে কি যে, সে আমাদের বাড়ির মধ্যমণি কিন্তু মুহূর্তেই সবকিছু এখনরশুধুমাত্র ছবি হয়ে থাকল। কারণ প্রত্যেকটা বিষয় এর বিদায় অনেক কঠিন।


এক বছর পরে যখন দীর্ঘ 400 কিলোমিটার জার্নি করে আমাদের বাড়িতে এসেছিল, তখন পরিবেশটা অনেক আনন্দঘন হয়েছিল। বিশেষ করে তার মা এবং আমার ভাতিজি পুরো বাড়িটাকে একদম আনন্দমুখর করে রেখেছিল। কিন্তু আজ দুদিন পরে সেই আনন্দ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কারণ তারা চলে যাবে আর যেহেতু দীর্ঘদিন পরে ভাবি এসেছে তার নিজের দেশে, তাই সে তার বাবার বাড়িতে যাবে, এটাই স্বাভাবিক।
IMG_20210916_192002.jpg
গত দুইদিন বাড়িটা একদম আনন্দমুখর পরিবেশে ভরে উঠেছিল কারণ আমার ভাতিজি ভীষণ মিশুক স্বভাবের মেয়ে, আর যার কারণে সবার সঙ্গে সে আন্তরিক ভাবে মিশে গিয়েছিল এবং সবার মনে আলাদা একটা জায়গা তৈরি করে ফেলেছিল এবং বাড়ির সবাই তাকে বিভিন্ন রকম চকলেট অন্যান্য খাবার দিয়ে তাকে সহযোগিতা করেছিল প্রতিনিয়ত। কারণ এগুলো তার পছন্দ ছিল। যাইহোক এই দুইদিন আমাদের কাছে অনেক আনন্দঘন মুহূর্ত ছিল কিন্তু আজ হঠাৎ করেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। কারণ সবকিছু মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল।
আসলে আনন্দঘন মুহূর্ত বেশিক্ষণ থাকে না। তবে আমি মনে করি স্বল্পসময়ের আনন্দের মাঝে সুখগুলোকে স্মৃতি করে নিয়ে বেঁচে থাকতে হয়। কারণ এগুলোই পরবর্তী সময়ের জন্য অনেকটা নিজেকে খুশি রাখতে বাধ্য করে।

IMG_20210916_195425.jpg

যদিও তারা আমার ছেলেকে দেখার জন্য এসেছিল। তবে তার প্রতি আমার আলাদা একটা মায়া প্রথম থেকেই কাজ করে, কারণ সে আমাদের বংশের প্রথম সন্তান। যার কারণে তার প্রতি আমার ভালোলাগার জায়গাটা একটু আলাদা। যাইহোক আমি বিশ্বাস করি তারা আবারও আমাদের বাড়িতে আসবে এবং আমরা আবারও সেই রকম আনন্দঘন সময় কাটাবো,এই প্রতীক্ষায় থাকলাম। আপাতত ছবিগুলো থাক স্মৃতি হিসেবে।

Sort:  

সত্যি সময় এর সাথে পুরনো কিছু আনন্দময় সময় একবার চলে গেলে সেগুলো স্মৃতি হয়ে থাকে। আর এটা মেনে আমাদেরকে আগামীর পথে চলতে হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপু।স্মৃতির সময় গুলো নতুন করে উপভোগ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

তবে আমি মনে করি স্বল্পসময়ের আনন্দের মাঝে সুখগুলোকে স্মৃতি করে নিয়ে বেঁচে থাকতে হয়।

ঠিকই বলেছেন আপু।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আসলেই এমন এমন মুহূর্ত মন থেকে হারায় না তা সবসময় স্মৃতিতে রয়ে যায় এবং সারা জীবন এই অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে হয়। অনেক সুন্দর লাগলো আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন

 3 years ago 

সত্যি বাড়ীতে আত্নীয় স্বজন বাড়িটি জাঁকজমক আনন্দ মুখরিত থাকে।যখন তাঁরা চলে, বাড়িতে লোক থেকেও মনে শুন্য শুন্য ও নিঃসঙ্গ। আসলে এটাই নিয়ম।মেনে নিতে হবেই।সবমিলে আপনাার পোস্টটি অনেক সুন্দর হয়েছে,সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39