উন্মুক্ত চিন্তা ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আশাকরি সকলে ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এই কামনাই করি । আজকে আমার চিন্তাধারা থেকে নতুন একটি গদ্য লেখার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে ।

IMG_20220305_081944_1.jpg

ঝিঁঝিঁ পোকার শব্দে যখন আমার ঘুম ভেঙে যায়, তখন হুট করে চোখ দুটো খুলে দেখি, রাত্রি তখন হয়তো একটার ঘরে ।

হুটহাট ঘুম ভাঙা লক্ষণ কিন্তু খুব একটা ভালো না । এমন তো আমার আগে কখনো হয়নি, আজ তাহলে কেন এমনটা হল । কাউকে কি নিয়ে ভাবছি নাকি কেউ এসে উঁকি দিচ্ছে আমার মনের ঘরে ।

লাভ নেই বাছা, এ ঘর আমার পূর্ণ। যে চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলতাম, সেই বালিশ আজ শুকনো । হয়তো ঘুম ভেঙে যাবে, সময়গুলো কিছুটা নিরবতায় কাটবে । তবে উঁকি দেওয়ার ফল আগের মতো আর সুমিষ্ট হবে না।

IMG_20220305_081846.jpg

বাড়ি এসেছি তো তাই হয়তো অতীত মনে পড়ছে । তাই হয়তো মাঝরাতে ঘুম ভেঙে গেছে । শৈশব-কৈশোর যেখানে কেটেছে, সেখানে কিছু ছিটেফোঁটা অতীত থাকবে এমনটাতো নিতান্তই স্বাভাবিক।

আজ হয়তো বসন্তের বাতাস হালকা উষ্ণ, ফাগুন আর আগের মত আগুন ঝড়ায় না । তাই বলে তো আর অতীতকে ভুলে থাকা যায় না । অতীত আবেগপ্রবণ, মাঝে মাঝে মনে উঁকি দেয় আর এই রকম হুটহাট মাঝরাতে ঘুম ভেঙে দেয় ।

IMG_20220305_081859_1.jpg

এই নিশি আর কভু নাহি আসুক, যে ঘুম ভেঙেছে একবার, এমন ধারাবাহিকতা আর না হোক ,এই প্রত্যাশাই করছি এই মাঝরাতের উন্মুক্ত চিন্তায় ।।

Sort:  
 3 years ago 

আপু,একদম ঠিক কথা বলেছেন, অতীতকে কখনো ভুলে থাকা যায় না। অতীত বড়ই আবেগপ্রবণ হয়ে থাকে, আর এই অতীতের কারণেই হুট হাট করে মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়। এই অতীত আমাদের জীবনকে ধায়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যাইহোক আপু, অতীতকে আমাদের পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। "আমার এ ঘর পরিপূর্ণ" তাই অপূর্ণতার কথা আর কখনো মনে ঠাই দেয়া যাবে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জীবন এমনি ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আজ হয়তো বসন্তের বাতাস হালকা উষ্ণ, ফাগুন আর আগের মত আগুন ঝড়ায় না । তাই বলে তো আর অতীতকে ভুলে থাকা যায় না । অতীত আবেগপ্রবণ, মাঝে মাঝে মনে উঁকি দেয় আর এই রকম হুটহাট মাঝরাতে ঘুম ভেঙে দেয়

আপু আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমাদের অতীত গুলো অনেক বেশি আবেগপ্রবণ ছিল। সময়ের সাথে সাথে আমাদের জীবনের অতীত গুলো আজ অতীতের পাতায় গেঁথে গেছে। আজ আর ফাগুনের আগুন লাগে না। বসন্তের মৃদুমন্দ বাতাস শুধুই উঁকি দিয়ে যায়। আপনার এই লেখাগুলোর মাঝে আপনার মনের অনুভূতি প্রকাশ করেছেন আপু। সাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99357.59
ETH 3318.45
USDT 1.00
SBD 3.07