আজ কাল ঐতিহ্য গুলো দিন দিন আমাদের মাঝ থেকে উঠেই যাচ্ছে বলা চলে।আগে দেখতাম নবান্নের দিনে বাড়ি বাড়ি নতুন চালের ভাত, নতুন চালের পায়েস, কত রকমের পিঠেপুলি। আজকাল আর এসব দেখাই মিলে না। ভালো লাগলো যে আপনাদের ওখানে এখনো নবান্ন পালন করা হয়।
আজ কাল ঐতিহ্য গুলো দিন দিন আমাদের মাঝ থেকে উঠেই যাচ্ছে বলা চলে।আগে দেখতাম নবান্নের দিনে বাড়ি বাড়ি নতুন চালের ভাত, নতুন চালের পায়েস, কত রকমের পিঠেপুলি। আজকাল আর এসব দেখাই মিলে না। ভালো লাগলো যে আপনাদের ওখানে এখনো নবান্ন পালন করা হয়।
হ্যাঁ আপু,, আমরা সবাই আধুনিকতার ছোঁয়ায় চোখে সানগ্লাস লাগিয়ে আছি শুধু। অন্যদিকে আমাদের নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য বিলুপ্তির পথে। কি আর বলবো। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। ভালো থাকবেন।