পিছনের গল্প || @shyfox-10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীর সবথেকে কঠিন একটা সত্য কথা হচ্ছে, কোন কিছুর পিছনের গল্প কেউ জানতে চায় না। তাৎক্ষণিক সামনে যা দেখে, সেটা দেখে সবাই মন্তব্য করতে বসে এবং এটাই চিরন্তন সত্য কথা। আর এটাতেই আমরা মোটামুটি অভ্যস্ত।


গ্রামীণ জনপদে যখন একটু হালকা করে শহুরে জীবন যাপনের ভাব লেগেছে। তখন যেন মুহূর্তে আমরা ভুলে যাচ্ছি আমাদের অতীতকে। এবং বর্তমানে যা আছে সেটাকে কেন্দ্র করেই আমরা ভবিষ্যত নিয়ে চিন্তা করছি। এমনটাই হচ্ছে প্রতিনিয়ত। তবে সময়ের সঙ্গে এমন চিন্তা ভাবনা সবার আশা একদম স্বাভাবিক।
বর্তমান সময়ে কেইবা চায়, সেই মেঠো পথ দিয়ে ধুলোমাখা পথে হেঁটে এসে বাজার করতে যাবে। কেইবা চাবর বৃষ্টির দিনে কাদামাখা পায়ে বাজারে আসবে। এখন ভাই সময়ের পরিবর্তন হয়েছে। সঙ্গে মানসিকতারও অনেকটা পরিবর্তন চলে এসেছে সবার মাঝে।
পেছনের গল্প কেউ জানতে চায় না। কয়েক বছর আগেও এখানে বাঁশের সাঁকো ছিল এবং সেখান দিয়েই মানুষ কষ্ট করে এই বাজারে ঢুকতো এবং তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলো কিনে নিয়ে আবার সেই বাঁশের সাঁকো দিয়েই সবাই আবার বাড়ি ফিরে যেত। কিন্তু এখন তাদের সবার উচ্চাভিলাষী জীবনযাপন কিছুটা ছুঁয়ে গিয়েছে। তাই তারা আর অতীতকে মনে করতে চায় না এবং অতীতে কি ছিল সেটাও আর ভাবতে চায় না। কারণ তারা চায় এখন সেই শহুরে জীবনের বিলাসিতা।
আমি বলছি না যে, পরিবর্তনের দরকার নেই! আমি বলছি যে, পরিবর্তনগুলো হচ্ছে ঠিকই সেইসঙ্গে আমাদের মনে হয় অতীত গুলো কেও মনে রাখতে হবে। কারন সবার ভাগ্যে তো আর শহরের জীবনের সৌভাগ্য ও বিলাসিতা জোটে না। তবে এই গ্রামের এখনো কিছু মানুষ আছে, যারা এখনো ওই বাঁশের সাঁকো পাড়ি সেই বাজারে যাওয়ার স্বপ্ন বিভোর এবং সেই দিনগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছে৷
PhotoCollage_1629813757313.jpg

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দর কথা বলেছেন আপু।পরিবর্তন দরকার কিন্তু তার সাথে অতীত কেও মনে রাখতে হবে।নতুনের আশায় কখনই অতীতকে ভূলতে দেওয়া যাবে না।

 3 years ago 

আপনার একটি কথা আমার অনেক ভালো লেগেছে, পরিবর্তন দরকার তার সাথে অতীতকে মনে রাখা দরকার। আসলে আমরা যখন বর্তমানে অনেক বড় কিছু করে ফেলি আমরা নিজের অতীতকে ভুলে যাই, অতিত ভুলা ঠিক না আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 62710.59
ETH 3048.49
USDT 1.00
SBD 3.77