যৌতুকের বলি || জেনারেল রাইটিং steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

1000026362.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারো হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। আসলে আমাদের জীবনে এবং চারপাশের অনেক ঘটনায় ঘটে যেগুলো আমরা গল্প আকারে লিখেও শেষ করতে পারবো না। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার আশেপাশের ঘটে যাওয়া ঘটনা গুলো গল্প আকারে আপনাদের সাথে শেয়ার করার।আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যৌতুকের কারণে একটি মেয়ের শেষ পরিনতি। তো চলুন শুরু করা যাক।

নিরু দেখতে শুনতে অনেক সুন্দর। কিন্তু সে গরিব পরিবারের মেয়ে। অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তারা অনেক গরিব বলে অনেকেই বিয়েতে রাজি হয় না। আর যদিও রাজি হয় অনেক মোটা অংকের যৌতুক দাবি করে যা নীরুর বাবার পক্ষে দেয়া সম্ভব নয়। দিন যায় মাস যায় নীরুর বাবা মার কপালে চিন্তার ভাঁজ। কি করে তারা মেয়েকে বিয়ে দিবে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে বেশিদিন ঘরেও রাখা যায় না।এরমধ্যে হঠাৎ একদিন ঘটক এসে বিয়ের প্রস্তাব দেয়। ছেলের বাড়ির আর্থিক অবস্থা ভালো। কিন্তু ছেলে একবার বিয়ে করেছিল বউ মারা গিয়েছে তারা কোন শর্ত ছাড়াই নিরুকে তাদের ঘরের বউ করতে চাই।

নিরুর বাবা-মা এককথায় রাজি হয়ে যায়। নিরু বাবা মার ওপরে কোন কথা বলে না। বেশ ঘরোয়া ভাবে নিরুর বিয়ে হয়ে যায়। বিয়ের পর বেশ কয়েক মাস হাসিখুশিতে নিরুর সংসার জীবন কাঁটে।হঠাৎই তার স্বামী এবং শ্বশুর-শাশুড়ির মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই। স্বামী রাত করে ফেরা গায়ে হাত তোলা এ ধরনের নানান কাজ নিরুর স্বামী করতে থাকে। শশুর শাশুড়িকে বললে তারা কোন প্রতিবাদ করে না। কারণ তারা বলে ছেলেমানুষ এরকম একটু দেরি করে ঘরে ফিরতেই পারে। আর স্বামী গায়ে হাত তুললে কিছু হয় না।

হঠাৎ একদিন রাতে নীরুর স্বামী নীরুকে বলে তার বাবার কাছ থেকে কিছু টাকা এনে দিতে। নীরু তখন বলে তার বাবা গরীব কিভাবে তাকে এত টাকা দিবে। আর শ্বশুরবাড়ি থেকে তো বলাই হয়েছিল কোন টাকা পয়সা নিবে না। তাহলে এখন কেন টাকার কথা আসছে। এভাবে মাঝেমধ্যে রাতে নিরুকে মারধর করত টাকা পয়সা আনার জন্য। নিরুপায় হয়ে সে বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে একটু একটু করে কিছু টাকা পয়সা এনে দিয়েছে।

আবারও একদিন নীরুর স্বামী নীরুর কাছে মোটা অংকের যৌতুক দাবি করে। তখন নিরু কিছুতেই রাজি হয় না। কারণ তার বাবার পক্ষে কোনভাবেই সম্ভব নয় এত বড় অংকের টাকা দেওয়া। এদিকে বারবার তার শশুর শাশুড়ি এবং স্বামী খুব চাপ দিচ্ছে টাকার জন্য। কিন্তু নীরু জানে তার বাবার কি অবস্থা। তাই না সে কিছুতে তার বাবাকে জানাতে চায় না। তখন তার স্বামীর রেগে মেগে নিরুকে এলোপাথাড়ি মারতে থাকে। সঙ্গে শাশুড়ি ও যোগ দেয়।এভাবে সবাই মিলে মারতে মারতে নিরু জ্ঞান হারায়।

তখন সবাই খুব ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত তারা একটি বুদ্ধি বের করে। ঘরে থাকা বিষ এনে নীরুর মুখে ঢেলে দেয়। যাতে সবাই মনে করে নিরু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এবং ঠিক তেমনটাই হয়। সকালবেলা নিরুর বাবার বাড়িতে খবর পাঠানো হয় যে নীরু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বাবা মা এসে অনেক কান্নাকাটি করে। এরপর নিরুকে দাফন করা হয়। তারা কেউ জানতেও পারেনা তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। প্রথম বউকেও তারা এভাবেই মেরে ফেলেছে। আবারো যৌতুকের কারণে তাদের হাতে বলি হল নিরুর মত নিষ্পাপ একটি প্রাণ।

যৌতুক সামাজিক ব্যাধি এটা নিলেও অন্যায় আর দিলেও অন্যায়। তাই আসুন যৌতুক কে না বলি। অবশ্য এখন যৌতুক নেওয়ার ধরন পাল্টে গেছে। ছেলের বাড়ি থেকে বলা হয় খুশি করে কিছু দিবেন। আপনার মেয়ে জামাই ব্যবহার করবে।থাক আমি বকবক করলে তো আর সে সব সমস্যার সমাধান হবে না। কারণ ওই যে একটা কথা আছে আমরা শুধু নামমাত্রই মানুষ। আমাদের ভিতরে মনুষ্যত্ব নেই।

আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 11 months ago 

যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি আমাদের সমাজে এখনও রয়ে গেছে। যৌতুকের জন্য কত মেয়ের আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিছু মানুষ নামের জানোয়াররা যৌতুকের জন্য নিজের স্ত্রীকে হত্যা করছে। নিরুর মতো এমন কত মেয়ে অকালে ঝরে যাচ্ছে শুধু যৌতুকের জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য।

 11 months ago 

আসলে এই ঘটনাটা বেশিরভাগ সময় দেখা যায় আশেপাশে। কিছু মানুষ রয়েছে বিয়ের সময় ভালো ব্যবহার করে, কিন্তু বিয়ের পরে তাদের আসল চেহারা সামনে আসে। নিরুর জীবনের এই গল্পটা পড়ে সত্যি অনেক বেশি খারাপ লেগেছে আমার কাছে। মেয়েটার জীবনটাই চলে গেল যৌতুকের জন্য। আর সেই মানুষরূপী পশুদের কারণেই সমাজে এরকম হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই বন্ধ করা।

 11 months ago 

জ্বি আপু কিছু মানুষরূপী অমানুষদের কারনেই এমনটা হয়ে চলেছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

"যৌতুক" এই কাজটা আমার একেবারেই পছন্দ না। যারা যৌতুক দেয় এবং যারা যৌতুক নেয় এই দুই মানুষকে আমি একেবারে পছন্দ করি না। নিরু এই যৌতুকের কারনে নিজের জীবনটাকে হারিয়েছে, তার সুন্দর জীবনটা চলে গিয়েছে। ওই পশুগুলো তাকে হত্যা করেছে যৌতুকের জন্য। মেয়েটার বাবা মা জানতেই পারেনি তার মেয়েটাকে হত্যা করা হয়েছে। এরকম মানুষ গুলোর জন্য আমাদের সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে।

 11 months ago 

হ্যাঁ এমন কিছু মানুষের জন্য আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আসলে এ ধরনের কিছু মানুষ নামের পশু আছে যারা বিয়ের সময় ভালো ভালো কথা বলে। পরে মেয়েদের উপর অত্যাচার করে। যৌতুকের জন্য একটা মেয়ের জীবন এভাবে তারা নিয়ে নিতে পারল। এবং নিরুর মা বাবা জানতেও পারলো না মেয়েটিকে তারা এভাবে মেরে ফেলেছে। আসলে আমাদের সবার উচিত যৌতুক নেওয়া এবং দেওয়া সব বন্ধ করা।

 11 months ago 

যৌতুক কখনো বন্ধ হবেনা আপু তবে ধরন পাল্টে যাচ্ছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

যৌতুক একটি সামাজিক ব্যাধি তার সাথে ভয়ংকর মানসিক ব্যাধিও বটে।আহারে নিরুর জিবনটা তছনছ হয়ে গেলো,এমন হাজারো নিরু আছে আমাদের সমাজে এবং নীরুর শ্বশুড় বাড়ির মতো হাজারো শ্বশুরালয় আছে হয়তো সেগুলো চাপা পড়ে আছে। তবে কারো জিবন যেন নীরুর মতো না হয় এই কামনা।

 11 months ago 

ধন্যবাদ বৌদি সুন্দর মন্তব্যের জন্য। ঠিকই বলেছেন এমন হাজারো নিরু আর নিরুর শ্বশুরালয় আছে আমাদের সমাজে।

 11 months ago 

যতই স্লোগান দেওয়া হোক না কেনো,যৌতুক প্রথা যেন কোনভাবেই কমছে না। শুধুমাত্র যৌতুক নেওয়ার ধরণটা পাল্টে গিয়েছে। এখনো মাঝেমধ্যে শুনি বিয়ের সময় মেয়ের ফ্যামিলি, ছেলের পরিবারকে নগদ টাকা দিচ্ছে যৌতুক হিসেবে। সেই সমস্ত মেয়ের পরিবাররা একবারের জন্যও ভাবে না, বিয়ের আগেই যে ছেলে বা তার পরিবার যৌতুক চেয়ে নিচ্ছে, পরবর্তীতে তারা আরো কতো কিছুই করতে পারবে। যৌতুকের জন্য নীরুর মত কতো প্রাণ অকালে ঝরে যাচ্ছে তার কোনো হিসেব নেই। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

বাবা মা মনে করেন টাকা পয়সা দিলে হয়তো মেয়ে সুখে থাকবে আসলে তা না যার কাছে সুখী হবে তার কাছে টাকা পয়সা লাগে না এমনিই হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48