সামছুল মিয়ার জীবন কাহিনী | প্রথম পর্ব

in আমার বাংলা ব্লগlast year

storm-g8d97a6978_1920.jpg
সোর্স

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি আমার পরিচিত চাচার জীবনের গল্প শেয়ার করবো আপনাদের সাথে কয়েকটি পর্বে। কেননা আমি আমার চোখের সামনে তার সংসারের খুটি নাটি দেখেছি। সেদিন বাবার বাড়িতে গিয়ে আবারো কিছু ঘটনা আমি দেখি। তাই ভাবলাম তার জীবনের ঘটনা গল্প আকারে লিখি। আসলে তার জীবনে যেসব ঘটনা তা লিখেও শেষ করা যাবেনা। যাই হোক প্রথম পর্ব শুরু করে দেই।

সামছুল মিয়া একজন মধ্যবিও ঘরের কর্তা।তার দুই মেয়ে এক ছেলে এবং বউ কোহিনুর বেগমকে নিয়ে তার সুখের সংসার। সামছুল মিয়া পেশায় একজন গাছের দালাল। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গাছ কেনা বেচা করেন। ভালোই চলছিলো তাদের সংসার। বড় মেয়ের বিয়ের বয়স হয়েছে ছেলেটা কলেজে পড়ে আর ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।

সামছুল মিয়ার সাথে এক বয়স্ক লোক কাজ করে। সেই সুবাদে তার পরিবারের সাথে সামছুল মিয়ার পরিবারের খুব ভালো সম্পর্ক। ওই বয়স্ক লোকের একটা মেয়ে আছে যার বয়স সামছুল মিয়ার বড় মেয়ের মতো। মাঝেমধ্যেই যাওয়া আসা লেগেই থাকতো দুই পরিবারের। এরই মধ্যে হঠাৎ একটা অঘটন ঘটে যায়। সামছুল মিয়া ওই বয়স্ক চাচার মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে।

তারপর থেকে শুরু হলো অশান্তি। দিন রাত ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোট বউ যা বলতো সামছুল মিয়া তাই শুনতো। সামছুল মিয়া ছোট বউয়ের কথায় বড় বউ এবং ছেলে মেয়েদের উপর খুব অত্যাচার করতো। এক পর্যায়ে বড় বউ কোহিনুর বেগম আর সেই সংসারে টিকতে পারলো না। বাধ্য হয়ে বাবার বাড়ি চলে গেলো। সব ছেলে মেয়েদের সাথে নিয়ে যেতে পারেন নি তার বাবা মার কথা ছিলো সামছুল মিয়ার ছেলে মেয়েদের তারা দেখবে না।তাই কোহিনূর বেগম শুধু ছোট মেয়েটাকে সাথে নিয়ে যায়। তারপর সামছুল মিয়া এবং কোহিনূর বেগমের ডিভোর্স হয়ে যায়।

এদিকে সামছুল মিয়া তার ছোট বউয়ের সাথে সংসার শুরু করে। বড় মেয়েটার বিয়ে হয়ে যায়। ছেলেটা আর পড়াশোনা করতে পারেনি সৎমার কারণে। তাই সে ঢাকা শহরে যায় চাকরির জন্যে।আর এদিকে সামছুল মিয়া আর তার ছোট বউ দিব্যি চলছে।কখনো বউ কো দূরে ছেলে মেয়েদের খবরও নেন নি।

এই ছিলো প্রথম পর্বের ঘটনা। আরও অনেক গল্প লুকিয়ে আছে সেটা জানার জন্য পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর এই পর্ব কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আসলে আপু আমাদের সমাজ এমন সামছুল মিয়ার জন্য অনেক সন্তানের জীবন ধ্বংস হয়ে গেছে।আর কোহিনূর এর মতো সরল মেয়েরা স্বীকার হয়েছে নানা অশান্তির। যাইহোক আপু পরবর্তী পর্বে জন্য অপেক্ষা থাকলাম।

 last year 

ধন্যবাদ আপু গল্প পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন আপু এমন লোকের জন্য কত জীবন নষ্ট হচ্ছে।

 last year 

সামসুল মিয়া পাগল নাকি। এতো সুন্দর সংসার ভেংগে নতুন বিয়ে করলো। নতুন বউটাও কি বজ্জাত। ছেলেটাকে পড়াশুনা করতে দিলোনা। এখন ভালো থাকলেও সামসুল মিয়ার আরো একটু বয়স হলে আর ভালো থাকবেনা।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। সামছুল মিয়ার বয়সকালে কি অবস্থা হয়েছে সেটা পরের পর্ব গুলোতে তুলে ধরার চেষ্টা করবো।

 last year 

বাস্তবতার এক দৃষ্টান্ত রূপ ফুটে উঠেছে আপনার এই পোস্ট এর মধ্যে। আসলে এক একটি মানুষের জীবন বৈচিত্রময়। কারো সাথে কারোর জীবন কাহিনী মিলে যায় আবার একজনের থেকে আরেক জনের কাহিনী ভিন্নতা পায়। এভাবেই জীবন ইতিহাস। শামসুল এর বেপরোয়া জীবনটাও ঠিক তেমন।

 last year 

এটা বাস্তব ঘটনা ভাইয়া আমার পাশের বাড়ির এক লোকের। ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

এই সমাজে এমন সামসুল মিয়া অনেক আছে। এই সামসুল মিয়াদের জন্য অনেক সন্তানের জীবনে দু:খ নেমে আসে। কোহিনুর বেগমের মত সহজ সরল মানুষের জীবন হয়ে যায় দুর্বিসহ। যাই হোক কষ্টের গল্প। পরবর্তীতে কি হয়, তাই জানার অপেক্ষায়। ধন্যবাদ আপু।

 last year 

জ্বী আপু সমাজে এমন লোকের অভাব নেই। যাদের কারনে হাজারো সুখের সংসার তছনছ হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সামছুল মিয়ার ছেলে মেয়েদের জন্য খুবই খারাপ লাগলো। এত বড় সুখের সংসার ভেঙে দিল অন্য একটি মেয়েকে বিয়ে করে। নিজের মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করলেন এটি কোন কথা হলো। এরকম কারণেই তো সুখের সংসার ভেঙে যায়। ওনার জন্য ওনার ছেলেও পড়াশোনা করতে পারল না। পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

এরকম ঘটনা তো এখন বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে। এরকম ব্যবহার আমার একেবারে পছন্দ না।নিজের মেয়ের সমবয়সী একটি মেয়েকে বিয়ে করলেন সামছুল মিয়া। কোহিনুর এবং ওনার ছেলে মেয়েদের জন্য খুবই খারাপ লাগলো। ছোট মেয়েকে তো উনি নিজের সাথে নিয়ে গিয়েছেন। কিন্তু ছেলেটির পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছে তার ভবিষ্যতের কি হবে। সত্যি সুখের সংসার এরকম কারণেই ভেঙে যায়। পরের পর্বে কি আসবে তার অপেক্ষায় থাকলাম।

 last year 

জ্বী আপু এরকম ঘটনা এখন আমাদের আশেপাশে অনেক ঘটে। ধন্যবাদ আপু গল্পটি সময় নিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

একটা ছোট্ট সুখের সংসারে যখন অশান্তি বিরাজ করে ৷ তখন আর সেই সংসার টিকে না ৷ যেমন সামছুল চাচা তার মেয়ের বয়সি একটা মেয়েকে বিয়ে করে ৷ এরপর শুরু হলো অশান্তি৷
যা হোক তারপর দেখা যাক পরের পর্বে৷

 last year 

জ্বী ভাইয়া সংসার ছোট হোক কিংবা বড় হোক যখন সংসারে অশান্তি বিরাজ করে তখন সেই সংসার টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63924.41
ETH 3120.23
USDT 1.00
SBD 3.88