কয়েকটি ফলের ফটোগ্রাফি এবং ফল কেনার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ6 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। সব সময় চেষ্টা করি আলাদা আলাদা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। আজ শেয়ার করব কয়েকটি ফলের ফটোগ্রাফি এবং ফল কেনার মুহূর্ত।আমি যখনই শহরে যাই তখনই ছেলের জন্য বেশ কয়েক প্রকার ফল কিনে আনি।বিশেষ করে আমার ছেলে পেয়ারা, বেদানা,আপেল খেতে পছন্দ করে।আর আমরা এখন যেখানেই যায় না কেন মূল উদ্দেশ্য থাকে ফটোগ্রাফি করার। তাই আমিও সুযোগের ব্যবহার করলাম। ফল কেনার সাথে সাথে বেশ কিছু ফটোগ্রাফি নিয়েছি।আর সেগুলো এখন আমাদের সাথে শেয়ার করছি।

ফটোগ্রাফি-১

প্রথমেই যে ফলের ফটোগ্রাফিটি শেয়ার করছে এগুলো হচ্ছে আমলকি। আমলকির গুনাগুন সম্পর্কে বলে শেষ করা যাবে না এটা চুলের জন্য খুবই উপকারী। তবে আমলকির দাম শোনার পর আমি তো অবাক হয়ে গিয়েছিলাম সম্ভবত এটা ১০০০ টাকারও বেশি ছিল প্রতি কেজি। যদিও আমলকি আমাকে বাজার থেকে কিনতে হয় না আমার মেজো খালা মনের বাসায় আমলকির গাছ আছে সেখান থেকেই পাঠিয়ে দেয়।

1000015429.jpg

ফটোগ্রাফি-২

এগুলো হচ্ছে পেয়ারা। এগুলো থাই জাতের পেয়ারা। খেতে বেশ ভালো হয়। আমার ছেলে খুবই পছন্দ করে পেয়ারা খেতে। ওর জন্য বাসায় অন্য কোনো ফল রাখি আর না রাখি পেয়ারা আমার সবসময় রাখতেই হয়। তাই সবসময় দু তিন কেজি করে পেয়ারা ঘরে রাখি।

1000015443.jpg

ধাপ-৩

তেঁতুলটা সবসময় ঘরে রাখি। কেননা বিভিন্ন সময় ফুচকা চটপটি ইত্যাদি যখন বাসায় বানানো হয় তখন তেঁতুলের টকের প্রয়োজন পড়ে। তেঁতুল আমি অনেকটা করে কিনে রাখি। বাসার তেঁতুল শেষ হয়ে গিয়েছিল তাই আমি হাফ কেজি খোসা ছাড়ানো তেঁতুল কিনেছিলাম। আর তখনই একটা ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।

1000015430.jpg

ধাপ-৪

এগুলো হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না এবং ছেলেও পছন্দ করে না। তবে আমার ছোট বোন খেতে ভীষণ পছন্দ করে। তাই ওর জন্য ড্রাগন ফল কিনতে চেয়েছিলাম কিন্তু ড্রাগন ফল গুলো দেখার পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি।কারণ এগুলো উপর থেকে অনেকটাই কাঁচা ছিল দেখতে। তাই আমি আর সেগুলো নেইনি।

1000015434.jpg

ফটোগ্রাফি-৫

আমি মনে হয় এর আগেও বলেছিলাম অস্ট্রেলিয়ান এই আপেলগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। খেতে ভীষণ মিষ্টি হয়। তাই আমি কিছু আপেল কিনেছিলাম। আপেলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই ভালো লাগছিল। তাই আমি সেটার একটা ফটোগ্রাফি নিয়েছিলাম। আপনারা কে কে এই আপেল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।

1000015433.jpg

ফটোগ্রাফি-৬

এটা হচ্ছে একটা ফলের পুরো দোকান। আমার ফলের দোকান গুলো কেন ভালো লাগে জানেন এখানে ফলগুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে রাখে। যেগুলো দেখতে আমার ভালো লাগে বেশি। আঙুর কত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে আর ফলগুলো কত সুন্দর করে তাক তাক করে সাজিয়ে রেখেছে। আমি সেটার একটা ফটোগ্রাফি নিয়েছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমার কাছে তো ভালো লেগেছিল, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।

1000015431.jpg

তো এই ছিলা আমার বেশ কয়েক প্রকার ফলের ফটোগ্রাফি এবং ফল কেনার মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 6 days ago 

বাপরে এত ফলের ছবি দেখে তো খিদে বেড়ে গেল। বিভিন্ন রকম ফলের ছবি আপনি তুলে ব্লগে পোস্ট করেছেন দেখে দারুণ ভালো লাগলো। সব রকমের ফল দিয়ে দিয়েছেন তো। এমনকি সেখানে ড্রাগন ফলও রয়েছে। অসাধারণ একটি ফলের ফটো অ্যালবাম আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 2 days ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

আমার ছেলেও পেয়ারা খেতে খুব পছন্দ করে। তার জন্য অনেক সময় পেয়ারা কিনে রাখা হয়। আর আমলকির দাম শুনেই তো অবাক হয়ে গেলাম,এত টাকা দাম হয় কিভাবে?যাইহোক ফল কিনতে গিয়ে অনেকগুলো ফলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 days ago 

সত্যি কথা বলতে আমলকির দাম শুনে আমিও অবাক হয়ে গিয়েছিলাম আপু। আপনার ছেলেও পেয়ারা পছন্দ করে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 6 days ago 

ফল দেখলে যেমন ভালো লাগে তেমনি খেতে ইচ্ছে করে। আমার ফল খেতে খুবই ভালো লাগে তাই সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ফল খাওয়ার। বিশেষ করে মৌসুমী ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আপনার শেয়ার করা প্রতিটি ফলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখে।

 2 days ago 

ঠিক বলেছেন আপু মৌসুমী ফল গুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ সেগুলো ফরমালিনমুক্ত হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 days ago 

বেশ কয়েক রকমের ফলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বিশেষ করে তেঁতুল এবং আমলকি এর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে। ফলের ফটোগ্রাফি দেখে খুবই লোভনীয় লাগছে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে কেনাকাটা করেছেন। ধন্যবাদ আপনাকে ফলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 days ago 

ধন্যবাদ আপু ফলের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

আমলকি টা ঔষধিগুণসম্পন্ন একটা ফল। তবে একেবারে সাধারণ ভাবে এটা খাওয়া হয় অনেক কম। আপেল এবং পেয়ারা আমার বেশ পছন্দের। দেখে বেশ দারুণ লাগল আপু। ফলের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 2 days ago 

বুঝলাম আমলকি ঔষধিগুণসম্পন্ন ফল তাই বলে এত দাম ভাইয়া। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম দাম শুনে। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 16 hours ago 

ড্রাগন ফল খেতে আমারও ভালো লাগে না। তবে অস্ট্রেলিয়ান আপেল আমার খুব পছন্দ। বিভিন্ন ধরনের ফলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। তবে আমলকীর দাম শুনে তো অবাক হয়ে গেলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33