সকালে ঘটে যাওয়া দূর্ঘটনা
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
ছেলেটার এত পরিমাণে রাগ হয়েছে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজ সকালবেলা ঘর মুছতে এসেছিল দিদি। আসলে আমার বাসায় একজন হিন্দু মহিলা কাজ করেন। উনি খুব ভালো। বাবুকে খুব আদর করে উনাকে দেখলে বাবুও খুব খুশি হয় এবং কোলে উঠে থাকতে চায়।উনি কিছুক্ষণ কোলে নিয়ে ঝাড়ু দেওয়া ছোট ছোট কাজ করে। ঘর মোছা এবং কাপড় ধোয়ার সময় যেহেতু পানির কাজ এ কারণে একটু দূরে দূরে রাখার চেষ্টা করে বাবুকে কিন্তু কিছুতেই আটকাতে পারি না।
প্রতিদিনের মত আজকেও দিদি এসেছেন সকালে এবং অনেকক্ষণ দিদির কোলে থাকার পর আমি ওকে নিয়ে বিছানায় বসি এবং দিদি কাজ করছিল। ও বারবার নামার জন্য চেষ্টা করছিলো কিন্তু আমি ওকে বারবার বাঁধা দিচ্ছিলাম। তো কিছুক্ষণ চুপ করে থাকার পর আবারও যাওয়ার চেষ্টা করছিল এবং আমি যখনই বাধা দিয়েছি ওর হাতে একটা খেলনা ছিল যা দিয়েও আমার মাথায় ছুড়ে মেরেছে এবং আমার কপালে লেগে ভ্রু টা বেশ অনেক খানি কেটে গিয়েছে।
অনেক কষ্ট করলাম নিজের রাগ কন্ট্রোল করার জন্য কিন্তু কিছুতেই পারলাম না। পরে খেলনাটা হাতের কাছে পেয়েছি ছুড়ে মেরে ভেঙ্গে ফেলেছি। কারণ আর তা না হলে বাবুর উপরে রাগ গিয়ে পড়তো। আসলে হুটহাট করে গায়ে ব্যথা লাগলে প্রচন্ড পরিমাণে রাগ উঠে যায় যা কন্ট্রোল করা খুবই কঠিন।আপনাদের এমনটা হয় কিনা জানিনা তবে হঠাৎ করে ব্যথা পেলে আমার মাথায় কেন জানিনা প্রচুর রাগ উঠে যায়।
যাইহোক প্রচুর ব্যথা পেয়েছি। মাথাটা প্রচুর ব্যথা করছে এবং অনেকটা কেটে গিয়েছে আর রক্ত পড়েছে খুব। তো আপনাদের ভাইয়া আমার কাঁটা জায়গায় অবশ্য ব্যান্ডেজ করে দিয়েছিলেন। পরে বলেছিল আমাকে সেলাই দিতে কিন্তু আমি ভয়ে আর যাইনি। অল্পের জন্য হয়তো চোখটা আমার বেঁচে গেছে।
এখন থেকে ভেবেছি দিদি আসলে ঘরে দরজা দিয়ে ওকে নিয়ে ঘরে বন্ধ হয়ে থাকবো না হলে ছাদে চলে যাব। কারন ও দিদিকে দেখলে একদম চুপ থাকতে চায় না। সব সময় দিদির কাছে থাকতে চায়। আর দিদির তো অন্য বাসায় কাজ আছে। যার কারণে খুব একটা সময় দিতে পারে না।
আর বাচ্চার এত রাগ এই রাগ কমানোর কোনো উপায় বা করণীয় কিছু আছে কিনি আপুরা বা ভাইয়ারা দয়া করে একটু জানাবেন।
আসলে আপু বাচ্চার রাগ কমানোর কোন ওষুধ লাগবে না। সময় হলে রাগ কমে যাবে। তবে বাচ্চার হাতের নিশানা কিন্তু খারাপ না। যাইহোক আপু আশা করি খুব তাড়াতাড়ি আপনার ব্যথা সেরে যাবে।
আপু আপনার পোষ্টটি পড়ে সত্যি ভীষণ খারাপ লাগলো ।আসলে বাচ্চারা যখন রেগে যায় তখন ওরা ওদের রাগ কন্ট্রোল করতে পারে না ।তাই খেলনা ছুড়ে মারে। এটা নিয়ে ভয়ের কিছু নেই। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ।তবে বাচ্চাদের জিদটাকে প্রশ্রয় দিতে নেই। আপনি ঠিক চিন্তাই করেছেন ওই দিদির থেকে একটু দূরে দূরে রাখাই ভালো। বেশি এটাস্ট হয়ে গেলে আবার বিপদে পড়তে হবে ।যাই হোক বাবুকে সাবধানে রাখবেন ।ধন্যবাদ।