শাড়িতেই নারী
"হ্যালো",
শাড়িতেই নারী কথাটা আসলেই সত্য। একটা কালো মেয়েও যখন শাড়ি পরে তাকেও দেখতে অনেক সুন্দর লাগে। শহরে শাড়ি পড়তে খুব একটা দেখা যায় না মহিলাদের। তবে গ্রামবাংলায় এখনো আমাদের মা চাচীদের শাড়ি পড়তে দেখা যায়। আমরা যদি কোনো অনুষ্ঠানে এক থেকে দেড় ঘন্টার জন্য শাড়ি পরে অনেক বিরক্ত হয়ে যায় শাড়ি সামলাতে।কিন্তু আমাদের মা চাচীরা ঘন্টার পর ঘন্টা শাড়ি পড়ে সংসারের যাবতীয় কাজ করেন। যাইহোক সে অনেক কথা পোশাক যার যার নিজেদের ব্যাপার।
আমার ছোট জা কিছুদিন যাবত আমার বাসাতে অবস্থান করছে। তার বিয়েতে শাড়ি পড়তে পারেনি সে। কেননা হঠাৎ করেই দেখতে গিয়ে আমার দেবর পছন্দ করেছিল এবং সাথে সাথেই বিয়ে হয়ে গিয়েছিল। তাই কোনো অনুষ্ঠান করার সময় হয়নি আর সাজগোজ করারও সুযোগ পায়নি সে। আমাকে দুইদিন যাবত বলছিল যে সে একটু শাড়ি পড়তে চাই। এখানে এসে তার নতুন বন্ধু হয়েছে। তার সাথে সব ঠিকঠাক করে যে সবাই মিলে শাড়ি পরবে। আমাকে অনেকবার বলছিল শাড়ি পড়তে কিন্তু আমি বাবুকে নিয়ে শাড়ি সামলাতে পারি না।
তাই ওরাই শাড়ি পড়ে সাজগোজ করছিলো।ওদের সাজগোজ করতে দেখে আমার ছেলে তো একদম পুরাই পাগল হয়ে গেছে নতুন জামা পড়ার জন্য। ও ভাবছে হয়তো আমি ওর বাবা আর সবাই মিলে বাহিরে যাব। যাইহোক কি আর করা বাবুকে একটু রেডি করে দিলাম। এরপর ওদের সঙ্গে কিছু ছবি তুললাম। আমার ছেলের কখনোই ভালো ছবি আমি তুলতে পারিনা। কারণ ও মুখের সামনে ক্যামেরা দেখলে ওর যে কি সমস্যা হয় আমি বুঝতে পারি না হয়তো ছোট বাচ্চারা এমনই হয়।
এরপর আমরা সবাই মিলে ছাদে গেলাম এবং ওরা অনেকগুলো ছবি তুলল, ভিডিও বানালো। এভাবেই আজকে আমাদের দিনটা কাটলো। সত্যি বলতে ওদের সবাইকে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমারও খুব ইচ্ছা হচ্ছিল ওদের শাড়ি পরা দেখে নিজে শাড়ি পড়তে।কি আর করার অনেক কিছুই অনেক সময় মেনে নিতে হয়।
আজ এ পর্যন্তই। দেখা হবে আবারো পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
সত্যি কথা বলতে বাঙালি নারীকে শাড়ি পরলে যেমন সুন্দর লাগে অন্য কিছু তো তেমন সুন্দর দেখায় না। আপনি একদম ঠিক বলছেন আমাদের মায়েরা কিন্তু শাড়ি পরে সংসারের সব কাজকর্ম করেছে। আমার কিন্তু শাড়ি পরলে অনেক ভালো লাগে নারীদের। মাঝে মাঝে চেষ্টা করি শাড়ি পরার। আপনার ছোট জা কে অনেক সুন্দর দেখাচ্ছে শাড়িটা পরে। তাহলে তো সারাদিন মিলে সুন্দর সময় পার করলেন।
সত্যি বলতে কি ওদের দুজনকেই শাড়িতে বেশ মানিয়ে ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
ঠিকই বলেছেন আপু যারা শাড়ি পড়ে অভ্যস্ত তারা শাড়ি পরেই সব ধরনের কাজকাম করে।আর আমরা যারা শাড়ি পড়ে অভ্যস্ত নই তারা অল্পতেই হাঁপিয়ে উঠি। আর বাচ্চা নিয়ে তো শাড়ি পড়া একেবারেই কষ্টকর হয়ে যায়। ছোট বাচ্চারা ক্যামেরার সামনে দাঁড়ালে একটু অন্যরকম বিহেভ করে এটা স্বাভাবিক। ভালোই লাগছে দুজনকে শাড়িতে।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
নারী শাড়িতেই অনেক সুন্দর। আর শাড়ি পরার কথা বললেও আপনি পড়েন নি কেমন হয়ে গেল না! পরে আবার সবার শাড়ি পরা দেখে আফসোস করছিলেন। আপু শাড়িতে অনেক সুন্দর দেখায় নারীকে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে ওদের সাজিয়ে দিয়ে পরে আর সময় ছিল না, তাছাড়া সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম।
আপু বলতে হবে আমাদের মা চাচিদের সেই রকম ধৈর্য্য আছে।না হয় কি মুখের কথা সারা বছর শাড়ি পড়ে থাকেন।আর শাড়িতেই নারী কে ফুটিয়ে তুলে।সব মিলিয়ে দারুণ লেগেছে আপু।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
এটা আসলেই মানতে হয় যে আমাদের মা চাচীদের ধৈর্য আসলে অনেক বেশি।
বাহ দারুন ব্যাপার তো। আসলে শাড়িই আমাদের ঐতিহ্য।প্রাচীণ কাল থেকে শাড়িই ছিল নারীদের প্রধান আভরণ।কিন্তু বর্তমানে বিশেষ অনুষ্ঠান ছাডা কেউ শাড়ি প্রায় পড়ে না বললেই চলে। আপনাদের শাড়ি পড়ার অভিজ্ঞতা ভাল লাগল।আর শায়ান কে নতুন জামাকাপড়ে আরো বেশি কিউট লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি তোমার সুন্দর মতামতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনি কথাটা একদম ঠিক বলেছেন আপু শাড়িতেই নারী কথাটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে। আমার দেখায় আমাদের গ্রাম অঞ্চলের মানুষের বয়স ৩০ থেকে ৩৫ বছর পার হলে তারা সব সময় শাড়ি পরে। আপনারা ছাদে গিয়ে ছবি তুলেছিলেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আমার কথার সঙ্গে সহমত পোষণ করার জন্য।