অপেক্ষা করছি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আশাকরি সকলে ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । যাইহোক আমি আমার চিন্তাধারা থেকে আজকে নতুন একটি গদ্য লেখার চেষ্টা করছি। আশাকরি আমার যারা পাঠক আছে, তাদের কাছে বিষয়টি ভালো লাগবে ।

বৃষ্টির আজকাল কোনো ঠিক ঠিকানা নেই । আগে বর্ষাকালে হতো , এখন মনে হয় শীতকালকেই বর্ষাকাল মনে হচ্ছে । ব্যাপারটা যে শুধু আমি একাই খেয়াল করছি, তা কিন্তু না । আমি মনে করি আমার আশেপাশে যারা আছে, তারা সকলেই একই রকম চিন্তায় আপাতত মশগুল।

20220125_120213.jpg

এমনিতেই হাড় কাঁপানো শীত। তার ভিতরে হুটহাট এমন বর্ষা , কোথায় মানুষ উষ্ণতা খুঁজবে বরং তার মধ্যে আলগা বিপত্তি যেন বেড়েই গিয়েছে। মানুষ যেন আজকাল উষ্ণতার খোঁজে কাঙ্গাল হয়ে গিয়েছে ।

আজ সবাই কাঙ্গাল । একসময় মানুষ খাদ্যের কাঙ্গাল ছিল। এখন মানুষ উষ্ণতার কাঙ্গাল । কে কোথায় ছড়িয়ে পড়ছে, কে কোথায় জড়ো হয়ে থাকছে, কে কোথায় উষ্ণতার জন্য হাহাকার করছে , এটা বলা খুব মুশকিল । তবে যাই বলুন না কেন , এমন পরিস্থিতিতে উষ্ণতা বড্ড দরকার ।

20220125_120451.jpg

এমন মিশ্র প্রতিক্রিয়া চলে যাক । আবহাওয়ায় শান্তি ফিরে আসুক। শীতের প্রকোপ কমে যাক এবং বসন্তের হাওয়া লাগুক। ফাগুনের আগুনে প্রাণবন্ত হয়ে উঠুক প্রকৃতি, এমন কামনাই হয়তো আমার মত আরো অনেকেই করছে ।

20220125_120213.jpg

বসন্ত আসুক, ফুলে ফুলে চতুর্দিকে ছড়িয়ে যাক। ফাগুন আসুক ফাগুনে বিচরণ করব এই পৃথিবীতে নতুন অতিথিকে নিয়ে, নতুনভাবে। প্রাণের সঞ্চারন করব এবং নতুন ভাবে নিজেকে বিকশিত করব ফাগুনের মাতাল হাওয়ায় । আপাতত অপেক্ষা করছি, ফাগুনের জন্য । দেখি কি হয় ফাল্গুনে ।

Sort:  
 2 years ago 

এমনিতেই হাড় কাঁপানো শীত। তার ভিতরে হুটহাট এমন বর্ষা , কোথায় মানুষ উষ্ণতা খুঁজবে বরং তার মধ্যে আলগা বিপত্তি যেন বেড়েই গিয়েছে। মানুষ যেন আজকাল উষ্ণতার খোঁজে কাঙ্গাল হয়ে গিয়েছে ।

আপু আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে এর আগে কখনো এভাবে বৃষ্টি হয়নি। আবহাওয়া পরিবর্তন হচ্ছে দিনে দিনে। তাই শীতকালে এরকম বর্ষা শুরু হয়েছে। এমনিতেই শীত তার উপরে যদি বর্ষা হয় তাহলে মানুষ আরো ভোগান্তিতে পরে। আপনি একদম ঠিক কথাই বলেছেন আপু হাড় কাঁপানো শীতে সবাই উষ্ণতা খুঁজতে ব্যাকুল হয়ে গিয়েছে। আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন এখন এমন এক অবস্থায় আমরা পৌঁছে গেছি বুঝতেই পারছি না এটা শীতকাল বর্ষাকাল। অথচ এর আগে এক এমন কখনো হয়নি শীতকালে মুষলধারে বৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলাফল। একদিকে প্রচন্ড রোদ অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়াতে যেন দ্বিগুন বেড়ে যাচ্ছে। এই হাড় কাঁপানো শীতে সত্যি নিজেকে মানিয়ে নিতে পারছিনা। ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

বসন্ত আসুক, ফুলে ফুলে চতুর্দিকে ছড়িয়ে যাক। ফাগুন আসুক ফাগুনে বিচরণ করব এই পৃথিবীতে নতুন অতিথিকে নিয়ে, নতুনভাবে। প্রাণের সঞ্চারন করব এবং নতুন ভাবে নিজেকে বিকশিত করব ফাগুনের মাতাল হাওয়ায় । আপাতত অপেক্ষা করছি, ফাগুনের জন্য । দেখি কি হয় ফাল্গুনে।

আপু আপনার লেখা এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লেখা কথাগুলোর মাঝে অনেক ভাললাগা মিশে আছে। ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি যেন রূপ বদলায়। তবে প্রকৃতি মাঝে মাঝে তার রূপের মাঝে ভিন্নতা প্রকাশ করে। আপনি ঠিক কথাই বলেছেন আপু বর্তমানে শীতকাল হওয়ার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। কিন্তু আবহাওয়ার তারতম্যের কারণে এই শীতেও বৃষ্টি হচ্ছে। অনেক সুন্দর একটি পোষ্ট সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69731.54
ETH 3810.82
USDT 1.00
SBD 3.84