আলোকসজ্জা || @shy-fox 10 % beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

সময়ের পরিবর্তনে মানুষের রুচিবোধ ও মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। সত্য কথা বলতে গেলে কি, মানুষ দিন দিন চেষ্টা করছে নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করে তোলার জন্য এবং চেষ্টা করছে সৌখিনভাবে নিজেকে উপস্থাপন করতে সবার সামনে। এজন্য অবশ্য আধুনিকতার কারণে সবকিছু কিছু পরিবর্তন হয়েছে।
IMG_20210905_144519.jpg
বিষয়টা একটু গুছিয়ে বলার চেষ্টা করি। আসলে যে জিনিসগুলো আমাদের বিগত সময়েও ছিল, সেই জিনিস গুলো এখনো আছে। কিন্তু সেই গুলোর মাঝে প্রযুক্তির কারণে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। যেমন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা মূলত একটি টেবিল ল্যাম্প। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সময়ের পরিবর্তনের কারণে যারা এই জিনিসগুলো বানিয়ে থাকে, তারা মূলত সবদিক বিবেচনা করে একটু চেষ্টা করেছে টেবিল ল্যাম্পটাকে আধুনিকভাবে উপস্থাপন করার জন্য।
IMG_20210905_144533.jpg যেহেতু টেবিল ল্যাম্প বিষয়টি একদম কমন। তাই এটা যারা বানিয়েছে তারা মূলত চেষ্টা করেছে কাস্টমারের একটুও অ্যাটেনশন সিক করার জন্য। কারণ তারা চাইছে যে জিনিসের মাঝে একটু আলাদা সৌন্দর্য তৈরি করে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করবে।


বিষয়গুলো আসলে প্রতিনিয়ত এই ভাবেই ঘটে যাচ্ছে। আপনি আপনার আশেপাশে যত কিছু দেখছেন সব মূলত প্রযুক্তির কারণে প্রতিনিয়তও উন্নত হচ্ছে। কিন্তু বিষয়গুলো ঠিক আগেরটাই, কিন্তু বাহ্যিক ভাবে তাদের একটুও পরিবর্তন হচ্ছে আসলে মূলত প্রযুক্তির কারণে। মোটকথা প্রযুক্তির উন্নয়নের কারণেই দিনদিন সবকিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে।
IMG_20210905_144537.jpgযদিও আমার বাসায় টেবিল ল্যাম্প আছে, তবে হঠাৎ করে সেদিন যখন মার্কেটে গিয়েছিলাম। তখন সেটা দেখে ভালই লেগেছিল কিন্তু অতিরিক্ত দাম হওয়ার কারণে নিতে পারেনি। তবে বিষয়টা এমন ভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যেন আমি ভবিষ্যতে আমি ওটা নিতে চাই।

Sort:  

টেবিল ল্যাম্পির ছবি অনেক সুন্দর হয়েছে। আসলে যত দিন যাচ্ছে ততই মানুষ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আধুনিকতার এতোটাই ছোঁয়া লেগেছে টেবিল ল্যাম্প যেন স্বর্ণ অলংকারের মত লাগছে।কোন কিছুতে নিষেধাজ্ঞা থাকলে আমি সেটা করার জন্য বেশি আগ্রহ বোধ করি।
ভাগ্যিস আমি সেখানে যাই নি তাহলে তো টেবিল ল্যাম্প টা হাত দিয়ে ঘুরিয়েই ছাড়তাম🤗

image.png

ধন্যবাদ আপনাকে শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

হাহাহা ভালোই বলেছেন।

 3 years ago 

সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন-যাত্রার মানের ও পরিবর্তন হয়।

টেবিল ল্যাম্প টা আমার কাছে খুবই ভালো লাগেছে। এমন অনেক পছন্দের জিনিস আছে যা আমরা কোন কোন সময় ইচ্চা থাকলেও পূরণ করতে পারি না।
আপনার উপস্থাপন খুবই সুন্দর হয়েছে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago (edited)

লেখা ও ছবি অনেক সুন্দর হয়েছে, বিষয়টি অতি চমৎকার একটি বিষয়।আসলে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের পুরানো ঐতিহ্যকে গিলে ফেলেছে।আপনার মনে আছে-কেরোসিন তেল দিয়ে চালিত ল্যাম্প বা কুপা বা হারিকেনের কথা।যা আমাদের চোখের ক্ষতি করতো না।
কথাই বলে যে ওল্ড ইজ গোল্ড।
যাই হোক অনেক সুন্দর পোস্টটি লিখেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35