বর্ষণমুখর দিনে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

দুদিন থেকে টানা একদম বৃষ্টি হচ্ছে। খুব একটা বাহিরের অবস্থা ভালো না। চতুর্দিকে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। যার কারণে ঘরেও খুব একটা মন টিকছে না। তবে ঘর থেকে বাহিরের আবহাওয়া গুলো দেখছি আর মনে মনে ভাবছি ছোটবেলার কথা।
IMG_20210826_141617.jpg
আমার একটা সময় ছিল, যখন বৃষ্টি হলেই আমাদের মাঝে একটা আলাদা উন্মাদনা কাজ করতো। আমি বলছি সেই শৈশব জীবনের কথা, যখন আশেপাশের সব বাড়ির ছোট ছোট বাচ্চারা মিলে একদম বৃষ্টির মধ্যে ভেজার জন্য উম্মাদ হয়ে থাকতাম। সে যেন আলাদা একটা অস্থিরতা। আজ মনে পড়ছে হঠাৎ করে সেই দিনগুলোর কথা। আজ সবই আছে কিন্তু সেই গুলো সময় যেন আমার কাছে শুধুইমাত্র স্মৃতি।


এখন সময় পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর অতীত নিয়ে ভাবলে তেমন কোনো কিছু আসে যায় না। যেটা আসে সেটা শুধুমাত্র চোখের একটু কোনে জল। যাইহোক আমার আজকে খুব অতীতের জীবনের কথা মনে পড়ছে এবং মনে পড়ছে সেই ফেলে আসা জীবনের বন্ধু-বান্ধবের কথা।
IMG_20210826_141253.jpg
দুদিনের বৃষ্টিতে একদম জীবনটা নাজেহাল হয়ে গিয়েছে। আজ যখন সকালবেলা ঘরের ভিতরে বসে থেকে, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলাম। তখন আমার ফুল গাছ গুলোর দিকে নজর পড়লো। দেখছিলাম ফুল গাছের গোড়ায় বারবার পানি জমে যাচ্ছে এবং অতিরিক্ত পানি জমে গেলে সেটা অনেকটা ক্ষতিকারক হয়ে যায় গাছের জন্য।
IMG_20210826_141500_1.jpg
ফুল গাছটার যখন কাছে গেলাম। তখন সদ্য ফোটা ফুল গুলোর উপরে যখন দেখলাম হালকা বৃষ্টির পানি জমে আছে, সেগুলোর একটা আলাদা সৌন্দর্য বহন করছে। যা আমাকে মুহূর্তেই অনেকটা প্রফুল্লতা দিয়েছে মনের ভিতর। বৃষ্টির পানির সৌন্দর্যটা এমন, যেন এটা দেখে মনে হচ্ছে নিজের গায়ে হালকা করে বৃষ্টির পানির ফোঁটা পড়েছে। আর আমি আলাদাভাবে শিহরিত হচ্ছি। সত্যিই এজন্য একটা আলাদা উন্মাদনা নিজের ভিতর কাজ করছে। মনে হচ্ছে যেন এই গাছের ফুল গুলো আমি এবং আমাকে সতেজ করে তুলেছে বৃষ্টির পানি।
IMG_20210826_141606.jpgসত্যি বলতে কি বর্ষণমুখর দিনের চিন্তাভাবনাগুলো অনেকটা এলোমেলো ও কাল্পনিক। তবে স্মৃতিগুলো কিন্তু একদম আবেগপ্রবণ।

Sort:  
 3 years ago 

বাহ আপনার ফটোগ্রাফি খুব ভাল এবং ফুলের উপর বৃষ্টির ফোঁটাও রয়েছে।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আপু আমাদের দিকেও একই অবস্থা,টানা বৃষ্টিতে আমাদের জীবন অতিষ্ঠ।তবে আমার এখনো বৃষ্টি ভালোই লাগে। আপনার নয়ন তারা ফুলের ছবিটা সুন্দর হয়েছে আমার বাড়িতে একটি নয়নতারা ফুলের গাছ আছে।

 3 years ago 

আপনার বিষয়টি জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন কিছু কিছু সময় এমন দেখা যায় যে ওয়েদারের সাথে ডিপেন্ড করে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় বিশেষ করে অনেক সময় সন্ধ্যাবেলায় ছোটবেলার কথা একটু বেশি মনে পড়ে কারণ ছোটবেলায় সন্ধ্যাবেলায় মনে হতো আমাদের গণ্ডিটা বুঝি এই পর্যন্তই শেষ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আজকের বৃষ্টির এই দিনে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার। ভালো লাগলো অনেক। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57028.16
ETH 2358.36
USDT 1.00
SBD 2.40