পরিনীতি || @shy-fox 10 % beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211011_155949.jpg

ষষ্ঠীর আলোতে যখন
নিজেকে জানান দিয়ে ছিল,
তখন কিন্তু পিছপা হয় নি ।
হাসি মুখটা দেখে
বরং নিজেকে নত করে,
হাত ধরার জন্য এগিয়ে গিয়েছি।

সপ্তমীতে একি হলো,
ঐ গন্ধ আমার বারবার মনে পড়ছে।
কি এক উম্মাদনা, কি এক অস্থিরতা
আমি মায়ায় পড়ে গেছি,
পারছি না ভুলতে আমি।

অদ্ভুত ভাবে অষ্টমীতে আগমন
শেষ বেলায় এসে, কেন আমাকে
নিজের মায়ায় জড়ালে !
কেন বাড়িয়ে দিলে অজানা উষ্ণনতা,
আমি কিন্তু প্রহোর গুনছি।

এলেই যদি নবমীতে
তবে কেন অল্প সময়ের জন্য।
আমি তো আপন করে
পাবার জন্য নিতে চাই।
নিজেকে নিমজ্জিত করো আমার মাঝে।

অদ্ভুত এক সময় এলো
তোমার রুপের পরিবর্তন হলো।
ছেড়ে যেতে চাও কেন,
কেন করলে এসব ছলাকলা।
বিসর্জন ই দিলে,তাও আবার দশমীতে।

Sort:  
 3 years ago 

আপু খুব সুন্দর কবিতা লিখেছেন দুর্গাপুজা নিয়ে।
ভালো হয়েছে আপনার কবিতা।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আপু আপনি তো দেখছি খুব সুন্দর কবিতা লিখেন।
আপনার লেখার মাঝে আপনি কোনো পুজোকেই যেনো তুলে ধরেছেন।বেশ ভালো লেগেছে ব্যাপারটা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি আপু বিসর্জন আপনাদের জন্য কতটা কষ্টের
আজ নিজের চোখে শুরু থেকে শেষ অবদি পুজো না দেখলে বুঝতেই পারতাম না

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66699.04
ETH 3509.12
USDT 1.00
SBD 2.71