সন্তুষ্টি খুঁজি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার মাঝে মাঝে মনে হয়,পৃথিবীর সবার চিন্তা ভাবনা যদি এক রকম হতো,তাহলে হয়তো পৃথিবী অনেক আগেই বদলে যেত। তাহলে পৃথিবীতে মনে হয় কখনোই ঝুট-ঝামেলা থাকতো না এবং প্রতিনিয়তই শান্তি বিরাজ করত। তবে যেহেতু সবার চিন্তা-ভাবনা ভিন্ন, তাই মানুষের মনোভাব ও অভিরুচি সম্পূর্ণ আলাদা। তাই এখানে এত ঝুটঝামেলা তৈরি হয়। কারণ সন্তুষ্টি খুঁজে পাওয়া আসলেই ভীষণ মুশকিল । কার সন্তুষ্টি কোথায়, কিভাবে সন্তুষ্ট থাকতে পারে, এটা একমাত্র স্রষ্টায় বলতে পারবে।
IMG_20210903_115547_1.jpg
ছবিতে যে পুকুরটা দেখা যাচ্ছে, সেটা আমার বাড়ির সামনে এবং ঐ যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদের গ্রামের বাড়ি। মূলত আপাতত এখানেই বসবাস করছি। দিনশেষে আমার সন্তুষ্টি এখানেই,ভালো আছি। কারণ আমি এটার মাঝেই সুখী। এখানে ভালোভাবে বেঁচে আছি, তিনবেলা পেট ভরে খেতে পাচ্ছি। গ্রামীণ পরিবেশে থাকতে পারছি, আমি মনে করি জীবনের সার্থকতা এখানেই আমার কাছে।
IMG_20210903_115545_1.jpg
আমি আপাতত নিজের সন্তুষ্টি নিয়ে ভাবার চেষ্টা করছি, তবে বাহিরের বিষয় নিয়ে খুব একটা বেশি চিন্তা করছি না। কারণ আমি মনে করি, যত উপরের দিকে দেখা যাবে ততো ঝামেলায় ভুগতে হবে এবং তত সন্তুষ্টির ক্ষেত্রে একটু অসুবিধা লাগতে পারে। তাই মোটামুটি আমার ক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করি, মূলত আমার যা আছে সেটার মধ্যেই আমি সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি।
IMG_20210903_115544_1.jpg বিকেল বেলা যখন বাড়ির পিছনের টং এর উপর বসে ছিলাম, তখন এই সুন্দর দৃশ্য আমাকে মনমুগ্ধকর করেছে। আমি মনে করি বেঁচে থাকার জন্য এরকম প্রকৃতির সৌন্দর্য পূর্ণ দৃশ্য এবং ও নিজের সন্তুষ্টি যথেষ্ট। আমি মনে করি যে, এটাই আমার কাছে অনেক বেশি কারণ এভাবে জীবন চললেই এনাফ।

Sort:  
 3 years ago 

আসলে অল্পতেই যারা খুশি, তারাই তো আসল মানুষ।মানুষের আকাংখা মৃত্যুর পুর্ব পর্যন্ত থাকবে।এটা কখনো শেষ হয় না।।যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাস্তব তুলে ধরেছেন আপু।যাহার যতো বেশি আছে সে ততো আরো চায় এই চাওয়াটা বোধহয় কখুনই ফুরাবে না।ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59171.28
ETH 2598.57
USDT 1.00
SBD 2.42