ভিন্নভাবে সকাল শুরু ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি মনে করি, মাঝে মাঝে ভিন্নভাবে জীবনটাকে একটু দেখা উচিত। আর যারা ভিন্নভাবে জীবনটাকে একটু দেখে, তারা দিনশেষে কিছুটা হলেও জীবনের ভিন্নতা কিছুর স্বাদ পায়। আমি মনে করি এই অভিজ্ঞতাগুলো,জীবনের চলতি পথে অনেক কাজে লাগে। যাইহোক আজকের সকালটা ঠিক তেমনভাবে আমার কাছে শুরু হয়েছিল এবং আমি চেষ্টা করব সেই ব্যাখ্যা দেওয়ার জন্য।
IMG_20211008_162747_1.jpg
আচ্ছা কেমন হয় যদি, ঘুম থেকে উঠে বাড়ির সামনে দেখেন অনেকগুলো ছাগল চলে এসেছে এবং সেগুলো আপনার শরীরের খুব কাছাকাছি নির্ভয়ে চলে এসেছে এবং আপনিও তাদের কাছাকাছি যেতে স্বাচ্ছন্দ বোধ করছেন, তাহলে বিষয়টা কেমন লাগবে একবার ভেবে দেখুন তো! ঠিক এইরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন আজ সকালবেলা আমি হয়েছিলাম। যাইহোক আমি চেষ্টা করব সেটা একটু গুছিয়ে বলার জন্য।


দুলালী আমার বান্ধবী। সেই স্কুল জীবন থেকে আমি ওর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি। যদিও ওর বিয়ে গ্রামেই হয়েছে। সেই সুবাদে আমিও যেহেতু আপাতত গ্রামেই আছি, তাই বাবুকে নিয়ে সকালবেলা ওইদিকে ঘুরতে গিয়েছিলাম। যাইহোক বিষয়টা ঠিক তখনই আমি খেয়াল করেছি। মূলত দুলালী এখনো চেষ্টা করে বাড়িতে সাংসারিক কাজের পাশাপাশি, ছাগল লালন পালন করার জন্য।
inCollage_20211013_110234133.jpg
দুলালীর শুরুটা কিন্তু খুব সহজ ছিল না। সে প্রথমে এক জোড়া বাচ্চা ছাগলছানা দিয়ে শুরু করেছিল। আজকে মোটামুটি তার সংগ্রহে, কমপক্ষে দশ জোড়ার উপরে আছে। যাইহোক আমি মনে করি তার কঠোর পরিশ্রম ও আন্তরিকতা ও ছাগল লালন পালনের প্রতি আগ্রহ,তার আজকের এই সফলতার কারণ।
যাইহোক সকালবেলা, যখন দুলালীর বাড়ির সামনে গিয়েছি এবং দুলালীকে ডাকবো তখন ঐ ছাগলছানা গুলো আমার কাছে চলে এসেছে এবং তারা এমনভাবে আমাকে অভ্যর্থনা জানালো যেটাতে আমি মোটামুটি খুশি হয়েছি। কারণ তারা আমার শরীরের আশেপাশে ঘুরঘুর করছিল এবং আমাকে বারবার দেখার চেষ্টা করছিল। যাইহোক যদিও পরবর্তীতে দুলালী এসে সবগুলো কে সরিয়ে নিয়ে গিয়েছে। তবে আমার কাছে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল। যাইহোক মোটামুটি সব মিলিয়ে যদি বলি, দুলালীর এই ছাগল পালন আমাকে ভালোই মুগ্ধ করেছে। আমি মনে করি এখান থেকে কিছু শেখার আছে।

Sort:  
 3 years ago 

যেকোনো পশুপাখি লালন পালন করলে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায় মানুষ । ছাগল পালনের দৃশ্য খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

ছাগল পালন বা পোষা অনেক লাভজনক পেশা।আর ছাগল যেহেতু গৃহপালিত পশু, তাই একবার যার সাথে ওদের পরিচয় হবে,তাদেরকে বন্ধু ভেবে তার নিকট যাবে,জিববা দিয়ে গা চাটবে।যাই হোক সুন্দর একটি পোস্ট লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 
  • ঐ ছাগলছানা গুলো আমার কাছে চলে এসেছে এবং তারা এমনভাবে আমাকে অভ্যর্থনা জানালো যেটাতে আমি মোটামুটি খুশি হয়েছি।

এই ব্যাপারটি আমিও খুব উপভোগ করি আপু। শহরে তো নেই, তবে গ্রামে গেলে এই ছোট খাটো ব্যাপারগুলো আমি অসম্ভব রকমের করে উপভোগ করার চেষ্টা করি। কারণ এতে মন ভালো হয়ে যায় একদম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

জীবনে কিছু করতে চাইলে শুরুটা কখনো সুখকর হয় না।শুরুর দিকটায় স্ট্রাগল করতেই হয়।এটাই বাস্তব সত্য।আপনার এবং আপনার বান্ধবী দুলালীর জন্য শুভকামনা রইল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 60166.58
ETH 2964.21
USDT 1.00
SBD 3.79