প্রথমবার জামায় হাতের কাজ করলাম || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি,

আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন রেসিপি, রেসিপির ভিডিও, আমার দৈনন্দিন সব কিছু। আজকেও আমি আমার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

আমি বেশ কিছু দিন আগে একটি পোষ্ট শেয়ার করেছিলাম যে আমার ফোন নষ্ট হয়ে গেছে সেই কারণে আমার ভিষণ মন খারাপ। আর মন ভালো করার জন্য আমি আমার একটা জামায় হাতের কাজ করছি। আর এটা করতে আমার কি কি উপকরণ লেগেছে এবং কাজটি করার পর কিভাবে যত্ন নিতে হবে সবকিছু বলবো।

IMG_20220518_224530_1.jpg

উপকরনসমূহঃ

গজ কাপড়
ফেব্রিক্যাল কালার
তুলি
খাতার পৃষ্ঠা
পেনসিল
কার্বন
পেপার

ধাপ-১

আমি প্রথমে একটি খাতার পৃষ্ঠা এবং একটি পেনসিল নিয়ে এরপর নিজের মনের মতো করে একটি ডিজাইন এঁকে নিয়েছি।
IMG_20220518_170111.jpg

ধাপ-২

এরপর আমি গোল্ডেন কালার গজ কাপড় নিয়ে আমার জামার মাপ করে কেটে নিয়ে তার উপর এঁকে নেওয়া খাতার পৃষ্ঠা এবং কার্বন টি বসিয়ে জামায় ডিজাইন টি এঁকে নিয়েছি।
IMG_20220518_170128_1.jpg

ধাপ-৩

আমি পুরো জামা আঁকার পর একটি পেপার ভাজ করে মেঝেতে রেখে তার উপর কাপড়টি বসিয়ে নিয়েছি ভালো করে।
IMG_20220518_172803_1.jpg

ধাপ-৪

আমি এখানে দুই টি পেনসিল তুলি দিয়ে কাজ করেছি। একটি ০ সাইজের তুলি এবং একটি ৫ সাইজের তুলি। রং ব্যবহার করেছি ফেব্রিক্যাল একরেলিক মেরুন কালার।

IMG_20220608_100122_1.jpg

ধাপ-৫

আমি কাপড়ে যেরকম ডিজাইন এঁকে নিয়েছি তার উপর দিয়ে তুলি দিয়ে রং দিয়ে ডিজাইন করছি। এভাবেই আমি পুরো জামাটি কাজ করেছি।

IMG_20220608_100133.jpg

IMG_20220518_213212_1.jpg

IMG_20220518_213209.jpg

ধাপ-৬

কাজটি শেষ করার পর দুই থেকে তিন দিন জামাটি হালকা রোদে দিতে হবে। রোদ দেওয়ার পর উল্টো দিকে আয়রোন করতে হবে। এতে রং টা উঠে যায়না।
IMG_20220518_224530_1.jpg

আমি জানিনা আমার হাতের কাজ আপনাদের কেমন লাগবে এটা আমার প্রথম বার করা হাতের কাজ।আসলে নিজের হাতে বানানো যেকোনো কিছুর মধ্যে আলাদা একটা ভালোলাগা কাজ করে। সেটা ত্যারা বাঁকা যেমনই হোক।

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে আবারো চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার জামার ওপরে এত সুন্দর ডিজাইন দেখে মনে হচ্ছে না এটা প্রথমবার করেছেন। আমার কাছে আপনার এই ডিজাইন দেখতে অনেক ভালো লেগেছে। আমি কখনো এভাবে জামায় ডিজাইন করে দেখিনি তবে আপনার এই পোস্ট দেখে শিখে নিলাম। আমিও একদিন এভাবে ডিজাইন করে দেখব। খুব সুন্দর একটি ডিজাইন করেছেন। আমার কাছে আপনার আইডিয়াটা অনেক ভাল লেগেছে। প্রতিটা ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে জামায় হাতের কাজ করার ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67706.36
ETH 2616.68
USDT 1.00
SBD 2.72