ঠান্ডা জ্বরে ভুগছি

in আমার বাংলা ব্লগ10 months ago

1000028423.jpg
source

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

এখন বাবু অনেকটাই সুস্থ আছে, তবে তা পুরোপুরি নয়। যেহেতু গতদিন আমি বাজারে গিয়েছিলাম এবং পুরো মাসের বাজার বিশেষ করে মাছ-মাংস কেনার জন্য তখনই সন্ধ্যা বেলার ঐদিকে বৃষ্টির পানি কিছুটা মাথায় পড়ে ছিল, হয়তো আমার এবারের অসুস্থতার সূত্রপাত ওখান থেকেই।

কয়েকদিনের টানা গরম। আবার গরম কমতে না কমতেই লাগাতার বৃষ্টি, সব মিলিয়ে বিরক্তিকর একটা পরিস্থিতির ভিতর দিয়ে সময় যাচ্ছে। গত কয়েকদিন আগে গরমের মাঝে বেশ কয়েকবার প্রতিনিয়ত ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছিলাম, আজ যেন সেই ঠান্ডা পানি খাওয়ার ফল ভীষণভাবে বুঝতে পারছি।

গতকাল থেকে গলা খুসখুস করছিল আর আজকে হালকা জ্বর, সন্ধ্যার পর থেকে প্রচন্ড মাথা ব্যাথা, সব মিলিয়ে আবারো অসুস্থতার শিকার আমি। এমন পরিস্থিতিতে আসলে নিজেকেই দোষারোপ করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কেন যে সেদিন, ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছিলাম বা গতকাল কেনই বা সন্ধ্যার দিকে বৃষ্টির ভিতরে বাজারে মাছ মাংস কেনার জন্য গেলাম।

এমনভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে, সত্যিই ভীষণ খারাপ লাগে। বিশেষ করে বাবুর জন্য কিছুটা চিন্তা হয়, তারপরেও মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখার জন্য মনোবল এখনো হারাইনি। তবে এভাবে কতক্ষণ টিকে থাকতে পারব তা আমি জানিনা। শরীর ভেঙ্গে পড়লে তো আর কিছুই ভালো লাগেনা। তাছাড়া এই গরম আর বৃষ্টির কারণেই আশেপাশে প্রতিনিয়তই শুনছি সবারই কমবেশি ঠান্ডা জ্বর লেগেই আছে।

আসলে ঋতুর পরিবর্তন কখন কিভাবে হচ্ছে কিছুই যেন বুঝে ওঠা যাচ্ছে না। তবে এভাবই হঠাৎই শীত চলে আসবে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। যাইহোক সকলেই এমন আবহাওয়ায়, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

ধন্যবাদ সবাইকে

1000006401.gif

1000007984.png

Sort:  
 10 months ago 

আপনার দ্রুত সুস্থতা কামনা করি।এই হঠাৎ গরম,হঠাৎ ঠান্ডার কারনে প্রায় সবাই রোগাক্রান্ত হচ্ছে৷ ডাক্তার এর পরামর্শ মত ঔষধ সেবন করুন, আর সাবধানে থাকবেন। অবশ্যই বিশ্রাম নেবেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনি আবার সিক হলেন জানলাম।আসলে গরমে ফ্রিজের পানি পান করা খুব ক্ষতিকর।যতোই গরম পরুক না কেন ঢান্ডা পানি আমি পান করিই না।আসলে আমি পানি ফ্রিজেই রাখিনা।রাখলেই খেতে ইচ্ছে করবে।তবে বরফ এক বক্স রেখে দেই।কখন কি কাজে লাগে।আমিও সেদিন অনেক ভিজলাম বৃষ্টিতে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে।ছেলে ও দেখলাম খেলতে গিয়ে ভিজে গেছে।তাই দেরি করিনি বৃষ্টির মধ্যে ই রিকশা নিয়ে চলে এলাম।আর এসে সাথে সাথেই গোসল করে নিয়েছি।আসলে আপু কিছু ছাড়তে হবে ভালো থাকতে হলে।ঠান্ডা পানি একদম নয় খাওয়া।আর বৃষ্টিতে ভিজে গেলে এসে সাথে সাথে গোসল করে নেবেন।ইনশা আল্লাহ ভালো হয়ে যাবেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলে বাজারে গিয়েছিলাম সন্ধ্যায় আর তখন তো গোসল করা সম্ভব নয়।তবে এরপর থেকে মাথায় রাখবো কথাটা।ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার সন্তান এখন মোটামুটি আগস্ট থেকে ভালো আছে এটা জেনে বেশ ভালো লাগলো। দোয়া করি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা প্রায় একটা ভুল করে থাকি সেটা হলো, অধিক গরম থেকে সে ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে থাকি। এটা আমাদের দেহের জন্য যে কতটা ক্ষতিকর যদি আমরা বুঝতাম তাহলে এটা থেকে বিরত রাখতাম নিজেকে। আর বর্তমান সময়ে আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে এতে করে মানুষ প্রতিনিয়ত ঠান্ডা ঝরে ভুগছে। তবে এসব থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

বর্তমানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই এরকম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। বাজারে গিয়েছিলেন সেখান থেকে বৃষ্টির জল মাথায় পড়ে ছিলো তাতেই জ্বর ঠান্ডা লেগে গেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেনো আপনাকে সুস্থতা প্রদান করে।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আহারে আপু, বিগত অনেক দিন থেকেই কিছু না কিছু অসুস্থতা লেগেই রয়েছে আপনার এবং বাবুর। জেনে খারাপ লাগলো। সাবধানে থাকবেন আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অনেক সাবধানে থাকি তারপরও এমন টা হচ্ছে। দোয়া রাখবেন আপু।

 10 months ago 

প্রথমে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি মহান আল্লাহতালার কাছি। আসলে কিছুদিন অনেক গরম পড়ার পরে আবারও কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাই আবহার পরিবর্তনের মানুষের জ্বর ঠান্ডা সর্দি সবকিছুই একটু বেশি আঁকড়ে ধরেছে। আমার কাছে মনে হয় বাজারে গিয়ে বৃষ্টির জল মাথায় পড়ার কারণে আপনি অসুস্থ হয়েছেন। ডক্টর দেখিয়ে নিজের শরীরের যত্ন নিন তাহলে আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য।

 10 months ago 

আমি মনে করি আপু ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে যখন বিরত থাকতে পারবেন তখনই আপনি সুস্থ থাকবেন। কারণ ফ্রিজের ঠান্ডা পানি খুবই মারাত্মক স্বাস্থ্যের জন্য। যতটুকু সম্ভব যদি পারেন নরমাল পানি খাবার চেষ্টা করলে ভালো হয়। আর বর্তমানে তো আমাদের দেশের আবহাওয়াটা খুবই খারাপ পরিস্থিতি। তো সেই সাথে যদি একটু পরিবেশের সাথে এডজাস্ট করে চলা যায় তাহলে আমরা ভালো থাকতে পারবো। আপনার সুস্থতা কামনা করছি অনেক ধন্যবাদ।

 9 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81