বন্দীদশার মুক্তি ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আশাকরি সবাই ভাল আছেন । সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । কেন গল্পের নাম এটা দিয়েছি , সেটা আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব । সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদে প্রতিনিয়ত বাচ্চারা গোল্লাছুট কানামাছি বৌছি খেলে । যেটা আমি বিগত দিন লিখে প্রকাশ করার চেষ্টা করেছিলাম । তারই ধারাবাহিকতায় আজকে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো , আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ।

IMG_20220217_171813_1.jpg

এই ইটপাথরের শহরের বাচ্চাগুলো অনেকটা বন্দিদশায় জীবন কাটায় । বলতে পারেন এমন ঘটনা প্রতিটা বিল্ডিংয়ে ঘটে থাকে। কারণ সারাদিন তাদের একঘেয়েমি সময় কাটে ছোট ছোট ঘর গুলোর মাঝে । কারণ এদের সবার বাবা-মা কর্মজীবী , বাচ্চাদেরকে নিয়ে যে একটু ঘোরাফেরা করবে সঠিকভাবে সময় দেবে এই সময়টা তাদের হাতে নেই । যার কারণে বাচ্চারা একাকীত্বে ভোগে ।


তবে দিনশেষে এদের বন্দিদশা অনেকটাই মুক্ত হয়ে যায় । যখন বেলা শেষে সূর্যের প্রখর তাপমাত্রা কমে যায় এবং সবাই যখন ছাদে উঠে আসে এবং তখন শুরু হয় সবাই মিলে হৈ হুল্লোর ও বিভিন্ন রকমের খেলা। আসলে এদের খেলার মাঠ বলতে এই ছাদটাকেই বুঝায় ।

IMG_20220217_171809_1.jpg

আমারও বিকেল বেলার সময়টা অনেকটা নিঃসঙ্গতায় কাটে । কারণ প্রিয়তম অফিসে চলে যায় । তারপরে বাবুকে নিয়ে এখন চেষ্টা করছি ছাদে যাওয়ার জন্য এবং সেই সব ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আমারও নিঃসঙ্গতা কাটে এবং ভালো একটা সময় কাটানো যায় ছাদে ।

এরা প্রতিনিয়ত এ ধরনের খেলা বিকেলবেলা করে খেলে থাকে ছাদে । যাইহোক আজকে যখন ওরা খেলছিল তখন আমি ভিডিও করছিলাম ওদের সেই মুহূর্তটাকে । যাইহোক বেশ ভালো লেগেছে এবং আমার বাবু খুব উপভোগ করেছে সময়টা । সর্বোপরি এই ছোট ছোট বাচ্চাগুলোর বন্দীদশা বিকেলবেলা করে মুক্তি পায় এই ছাদে ।

Sort:  
 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন প্রত্যেকটা বাসার বিল্ডিংয়ে এই একই চিত্র দেখা যায় সব বাচ্চারা জন্য একটা বন্দীদশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। আর আমাদের চারপাশের অবস্থা এতটা ভয়াবহ যে কোথাও কোনো নিরাপত্তা নেই। বাচ্চারা বাইরে মন খুলে ঘোরাফেরা করবে একটু খেলাধুলা করবে ছুটাছুটি করবে কিন্তু নিরাপত্তা কোথায়। সে কারণেই বাসার ছাদে কিংবা বাড়ির উঠোনে কিছুটা খেলাধুলা ও ছুটাছুটির মাধ্যমে এই বন্দীদশা থেকে মুক্তির পথ খুঁজতে চায়। ধন্যবাদ মূল্যবান কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আসলে চার দেয়ালের মাঝে আজকাল নিজেদের পৃথিবী বন্দি করে নিতে সবাই পছন্দ করে। কিন্তু ছোট ছোট বাচ্চারা এই চার দেয়ালের মাঝে বন্দী থাকতে চায় না। যাইহোক সকলে মিলে ছাদের উপরে নিজের বন্দিদশা কে মুক্তি করেছে এবং অনেক আনন্দ করছে দেখে খুবই ভালো লাগলো। শায়ান বাবুর হাসি মাখা মুখ দেখে প্রাণ জুড়িয়ে গেল আপু। তাদের খেলা দেখে শায়ান বাবু নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। শুভকামনা রইল সকলের জন্য।

 3 years ago 

একটা সময় এই খেলা কত খেলেছি।বাসার সামনে একটা মাঠ ছিলে প্রতিদিন বিকালের অপেক্ষায় থাকতাম। অনেক মিস করি,এখন তো দেখায় হয় না কর্ম ব্যস্ততার অজুহাতে। ওদের খেলা দেখে আমার মনে পরে গেলো।যাই হোক বাবু ও অনেক খুশি।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ সকলের সুন্দর মন্তব্য করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33