বাবুকে নিয়ে আমার সময় || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার মা চলে যাওয়ার পর থেকে, বাবু অনেকটাই তার নানীর সঙ্গ হারিয়েছে। যার কারণে মূলত আমাকে এখন অনেকটা ব্যাস্ততার ভিতর থাকতে হয় । যার কারণে কয়েক দিন থেকে রেসিপি দিচ্ছি কিন্তু সেগুলোর ভিডিও শেয়ার করতে পারছি না । আসলে সেই রান্না করার সময়েও তাকে কোলে নিতে হয়, মোটামুটি একা হতে অনেক কিছু সামলাতে হচ্ছে।

IMG_20220217_172249.jpg

যার কারণে অনেক কঠিন সময় পার করছি। তবে এতো কিছুর মাঝেও বেশ ভালোই উপভোগ করছি সময় গুলো। আমি মনেকরি একজন মা হিসেবে আমার এটা করণীয়। আমি আমার সন্তানের খুব কাছ থেকে বেড়ে ওঠা দেখতে পাচ্ছি এবং তাকে নিয়ে খুব ভালো ভাবে সময় কাটাতে পারছি, এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার ।

inCollage_20220223_203102243.jpg

আমার জীবনটা অনেকটা এখন বাবু কেন্দ্রিক হয়ে গিয়েছে। সেই সকাল বেলা থেকে শুরু করে একদম রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত পুরোটা সময় এখন বাবুকে নিয়ে কাটে। যখন ও মাঝে মাঝে ঘুমিয়ে যায় তখন চেষ্টা করি একটু লেখালেখি করার জন্য এবং রান্না করার জন্য এবং সেগুলোর ছবি তোলার জন্য । যাইহোক বুঝতেই তো পারছেন আমার অবস্থাটা । আমি মনে করি আমার মত যারা সংসারী মহিলা আছে এবং যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তারা আমার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন ।

IMG_20220217_172203.jpg

IMG_20220217_171813_1.jpg

এত কিছুর মাঝেও আমি একটু ভালো সময় কাটানোর চেষ্টা করি বাবুকে নিয়ে। বাবুকে নিয়ে ইদানিং আমি ছাদে যাওয়া শুরু করেছি । কারণ এই বাড়িতে আরো অনেক ছোট ছোট বাচ্চারা থাকে,তারা বিকালবেলা করে ছাদে খেলাধুলা করে। বিশেষ করে বৌছি খেলা ।এটা আগে আমি ছোটবেলায় গ্রামে থাকার সময় খেলতাম ।

IMG_20220217_171809_1.jpg

inCollage_20220220_205550857.jpg

যাইহোক এখন যখন শহরের বাচ্চারা এই খেলা গুলো ছাদের উপর খোলা জায়গায় খেলছে এটা দেখে বেশ ভালই লেগেছে । আজকে যখন গিয়েছি, তখন যখন দেখি বাচ্চারা এগুলো খেলছে । এটা দেখে আমার বাবু বেশ খুশি হয়ে গিয়েছে । কারণ অন্যান্য বাচ্চারা আমার বাবুকে ভীষণ আদর করে । যাইহোক সর্বোপরি অনেক সুন্দর একটা সময় ছিল আজকে আমার কাছে এবং আমিও অনেকটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছি, অন্যান্য বাচ্চাদের এই খেলাটা দেখে ।

Sort:  
 3 years ago 

বাচ্চারা ও বাচ্চা দেরকে পছন্দ করে।আসলেই একা বাবু নিয়ে থাকা খুব কষ্টের আমি নিজেই ভুক্তভোগী। আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো আর কথাই নাই। সব সময় দৌড়ের উপর। তারপরও ওরা ঘুমিয়ে থাকলে ও ঘরটা মনে হয় পানিতে পরে আছে।ভালো লাগলো পোস্ট পরে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আপনার বাবুকে নিয়ে আপনার অনুভূতি গুলো জানতে পেরে অনেক ভালো লাগলো। বাচ্চারা নানু দের অনেক ভালোবাসে। আপনার বাবুর মন খারাপ তার নানু চলে যাওয়াতে। কিন্তু এখন মায়ের সঙ্গ পেয়ে হয়তো সে তার নানুর শূন্যতা ভুলেছে। আর ছাদের উপর বাচ্চাদের খেলা দেখতে সত্যি অনেক ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

বাবুকে নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করেছেন আপু। বাবুরা একটু জ্বালাতন করবেই এটাই স্বাভাবিক। বাচ্চারা বাচ্চাদের কে বেশি পছন্দ করে কারন তাদের খেলার সাথি বলে কথা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আপু, গৃহিণী আছেন বেশতো ভালোই আছেন আমার কাছে মনে হয়। কারণ আপনার বাবুকে আপনি পর্যাপ্ত সময় দিতে পারছেন। এতে করে আপনার বাবু মায়ের অভাব কি জিনিস সেটা বুঝতে পারছে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি খুব ভালো আছেন। কারন আমার স্ত্রী একজন শিক্ষক। সে সকাল নয় টায় বের হয়ে যায় ফিরে আসে সাড়ে চারটায়। এতক্ষণ পর্যন্ত আমার বাবু অন্যের কাছে লালিত পালিত হয়। এই বিষয়টা আমাকে বড়ই কষ্ট দেয়। আপনার বাবুকে নিয়ে ব্যস্ত সময় টুকু খুব ভালো ভাবে কাটাবেন এই কামনা করছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

সত্যিই ভাবী আপনি অনেক কঠিন সময় পার করছেন। একটা ছোট বাচ্চা সামলাতে দু-একজন মানুষ লাগেই। আর বাবুকে কোলে নিয়ে আপনি যে আমাদের সাথে সবসময় একটিভ থাকেনা এবং কি আমাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি গুলো শেয়ার করেন সত্যি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর বাবুকে নিয়ে আপনি ছাদে যাচ্ছেন কিছুটা ভালো সময় পার করছেন এবং অন্যান্য বাবুরাও খেলাধুলা করছে আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

এটা কিন্তু একদম ঠিক বলেছেন আপু, নিজের সন্তানকে কলোনি এর সময় কাটানো এটা কিন্তু একটা গর্বের বিষয়। আপনার সময়টার মুলৈ আমি বুঝতে পারছি। ছাদে অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করছে দেখতে বেশ ভালই লাগলো। আপনিও বাবাকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আপু আপনার মত অনেকেই আছেন যারা সংসার সামলে বাচ্চার সামনে আবার তাদের নিজেদের উপার্জনের জন্য চেষ্টা করে থাকেন এই বিষয়টি সত্যিই খুবই সম্মানের। আপনি এত কিছুর পরেও সবকিছু সামলানোর চেষ্টা করছেন এটা দেখে আমি সত্যিই বিমোহিত। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আসলে আপু একটি সন্তান পালন করতে একজন মায়ের অনেক কষ্ট করতে হয়। আর বাচ্চা যখন ছোটো থাকে তখন তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। আপনি ও খুবই ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। তবে আপনার বাআুকে নিয়ে আপনার অনুভুতি গুলো জেনে ভালো লাগলো। অনেক দোয়া রইল বাবুটার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26