মেলায় কাটানো কিছু মুহূর্ত🥰

in আমার বাংলা ব্লগ9 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। অনেকদিন পর মেলায় গিয়েছিলাম এবং সেখানকার কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমাদের শহরে পুরাতন বন্দরে মেলা হচ্ছে এটা আমরা জানি না আমার যে কাজের দিদি আছেন উনি গতকাল সকালবেলা বললেন। তাই বিকেল বেলা সবাই দেরি হয়ে মেলায় গেলাম। মেলায় গিয়ে পুরাই অবাক হলাম। কারণ অনেক বড় মেলা বসেছে। এটাকে সম্ভবত হিন্দু ধর্মের হরিবাসর বলা হয়। যে টাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন।

20231125_171606-01.jpeg

মেলায় অনেক কসমেটিক্স পাওয়া যায় যেগুলো বড় বড় দোকানে পাওয়া যায় না। তো প্রথমে গিয়ে একটি খেলনার দোকানে বাবুর জন্য কিছু খেলনা দেখছিলাম কিন্তু কোনটাই পছন্দ হচ্ছিল না তেমন। তাই আর কেনা হয়নি। পরে সেখান থেকে অন্য একটি দোকানে গিয়ে ছোট বোনের জন্য কিছু পায়েল এবং মাথার ক্লিপ কিনেছিলাম। এই পন্য গুলো মার্কেটের বড় দোকানে খুব একটা পাওয়া যায় ন। পায়েল এবং ক্লিপ গুলো দেখতে খুবই সুন্দর ছিল।

20231125_171621-01.jpeg

20231125_171821-01.jpeg

মেলায় যাব আর পাপড় খাব না এটা তো হতেই পারে না। মেলায় অনেক বড় বড় যে পাপড়গুলো পাওয়া যায় প্লেটের মতো। যে গুলো আমার খুবই পছন্দের তাই বেশ কয়েকটি পাপড় কিনে নিয়েছিলাম। এরপর দেখলাম অনেকগুলো আচারের দোকান। আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি যেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

20231125_171842-01.jpeg

20231125_171837-01.jpeg

মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে মিষ্টি এবং জিলাপি আমরা একটি দোকানে গিয়ে বসে জিলাপি খেয়েছিলাম।এরপর বাসার জন্য অনেকগুলো খাবার কিনেছিলাম মেলা থেকে। খাওয়া দাওয়া করে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর একটা দোকানে গিয়ে দেখলাম কাঠের রুটি বেলা পিড়ি বিক্রি করছে।আমার বাসার রুটি বেলা পিড়িটা নষ্ট হয়ে গেছে।তাই একটি রুটি বেলা পিড়ি এবং বেলান কিনে নিয়েছিলাম।এই মেলার প্রধান আকর্ষণ ছিল কাসার তৈজসপত্র। এগুলো কি আর কখনোই অভিজ্ঞতা হয়নি আমার তবে প্রচুর দাম ছিল এগুলোর।

20231125_173307-01.jpeg

20231125_174619-01.jpeg

যাই হোক মেলা মানে আনন্দ। প্রচুর ঘুরাঘুরি করেছি খাওয়া দাওয়া করেছি এবং বাবুও খুবই আনন্দ করেছে। এর দু'ঘণ্টা মেলায় ঘুরেছি এরপর বাসায় চলে এসেছি। সব মিলিয়ে বেশ ভালো সময় কেটেছে মেলায়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 9 months ago 

মেলাতে এমন অনেক জিনিসই পাওয়া যায় সেটা সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না। মেলায় গেলে বাড়ির বাচ্চাদের জন্য খেলনা কেনা টা যেন বাধ্যতামূলক হয়ে যায়। আর মেলায় গিয়ে পাপড় খাওয়ার প্রতি যেন একটা আকর্ষণ থেকেই যায়। পাশাপাশি জিলেপি খাওয়ার ব‍্যাপার টা তো আছেই। আপনার মেলায় ঘোরার বিষয়টি বেশ ভালো লাগল আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের মেলায় গেলে অনেক বায়না থাকে।কিন্তু আমার ছেলের কোন জিনিস নিয়ে জেদ করে না ওকে একবার নিষেধ করলেও সেটা শুনে। আর মেলায় যে পাপড় গুলো বিক্রি হয় সেগুলো আমার খুবই পছন্দের। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

 9 months ago 

খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে মেলায় কাটানো মুহূর্তগুলো অনেক আনন্দের হয়। আজকে আপনারা এই মেলায় কাটানো মুহূর্ত ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মেলায় কাটানো মুহূর্তগুলো অনেক আনন্দের হয়। বিশেষ করে আমার ছেলে খুবই আনন্দ পেয়েছে।

 9 months ago 

মেলা মানে হচ্ছে আনন্দ। আমিও কিছুদিন আগে একটি মেলায় গিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম। মেলায় গিয়ে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার লেখা এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 9 months ago 

মেলায় বিভিন্ন ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকে তাই মেলায় গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনিও ভালো থাকবেন ভাইয়া আপনার জন্যও শুভকামনা রইল।

 9 months ago 

আসলে আপু মেলা মানে আনন্দ। আপনারা মেলায় গিয়ে সুন্দর একটি সময় কাটিয়েছেন। আসলে সবাই মিলে মেলায় ঘোরার মজাই আলাদা। সত্যিই আপু মেলাতে যাব আর জিলাপি খাব না তাই কি হয়। যাইহোক আপু আপনাদের কাটানো সুন্দর মূহুর্ত জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

জ্বি আপু গুড় দিয়ে তৈরি জিলাপি আমার খুবই পছন্দের। আর মেলায় গিয়ে জিলাপি খাব না এটা কি হয়।আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগলো আপু।

 9 months ago 

মেলায় গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আপনি বোনের জন্য অনেক কিছু কেনাকাটা করলেন।আবার জিলাপি ও খেয়েছেন।আবার বাসার জন্য বেশকিছু খাবারও নিয়ে গেলেন।আপনার সুন্দর অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

মেলায় গেলে টুকিটাকি কেনাকাটা এবং মেলার খাবার দাবার কিন্তু আমার খুবই ভালো লাগে। তাইতো ছোট বোনের জন্য কেনাকাটা এবং বাসার খাবার জন্য খাবার কিনেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 9 months ago 

ঠিক বলেছেন হরিবাসরের মেলায় যা যা পাওয়া যায় অন্য কোথাও তা পাওয়া সম্ভব হয় না সচরাচর। আপনার দিদি তো দেখছি বেশ ভালোই কখনো রান্না শিখিয়ে দেয় আবার কখনো মেলার খবর😊।ঠিক বলেছেন মেলায় কাসার অনেক তৈজস পত্র পাওয়া যায় আর আসলেই খুব দাম এই কাসার জিনিস গুলোর।মেলার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 9 months ago (edited)

হুমম আপু আমার দিদি টা খুবই ভালো। আর সত্যি কথা বলতে মেলায় গিয়ে বেশ ভালোই সময় কেটেছে। আরে বাবা ঐসব জিনিসপত্রের যে দাম। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম শুনে।

 9 months ago 

শুভ ভাইয়ের পোস্ট পড়ে জানতে পেরেছিলাম আপনারা মেলায় ঘুরতে গিয়েছেন। যাইহোক মেলায় ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে যেটা বাহিরে পাওয়া যায় না, কিন্তু মেলায় ঠিকই পাওয়া যায়। মেলায় গিয়ে গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক খাওয়া দাওয়া এবং ঘুরাঘুরি করে দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়েছে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

জি ভাইয়া মেলায় গিয়ে বেশ খাওয়া-দাওয়া এবং ঘুরাঘুরি করছি আর সেই মুহূর্তগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 9 months ago 

আপনারা মেলায় দেখতেছি,দারুন সময় কাটিয়েছেন আপু। আমার কাছেও মেলায় যেতে ভীষণ ভালো লাগে । ছোটবেলায় তো মেলায় যেতে অনেক এক্সাইটেড থাকতাম কিন্তু ,এখন আর তেমন ইচ্ছাই করে না। যাইহোক, মেলায় গিয়ে ছোট বোনের জন্য কিছু পায়েল এবং মাথার ক্লিপ এনেছেন। জেনে খুশি হলাম। আমার কাছেও মেলার যেতে ভালো লাগে কারণ মিষ্টি জিলাপি খেতে পারি। মেলায় গিয়ে বেশ ভালো আসবাবপত্র জিনিস কিনেছেন।হুম আপু, মেলা মানেই আনন্দ। যাই হোক, অনেক সুন্দর ভাবে আপনারা ঘোরাফেরা করেছেন এবং দু'ঘণ্টা মেলায় করেছেন, জেনে ভীষণ ভালো লাগলো।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য। সত্যি ভাইয়া মেলা মানেই আনন্দ মেলায় গিয়ে খুব ভালো সময় কাটিয়েছি এবং টুকি টাকি কেনাকাটা করেছি।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য। সত্যি ভাইয়া মেলা মানেই আনন্দ মেলায় গিয়ে খুব ভালো সময় কাটিয়েছি এবং টুকি টাকি কেনাকাটা করেছি।

 9 months ago 

আপু আপনার কাজের দিদি কাছ থেকে মেলার খবর জানতে পেরে সেখানে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। মেলায় ঘোরাঘুরি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনারা সেখানে দুঘন্টা কাটিয়েছেন মানে তো অনেক সময়। ঠিক বলেছেন আপু মেলা মানেই জিলাপি, পাপড় ভাজা আর আচারের সমারোহ। মেলায় গিয়ে এগুলো না খেলে ভালোই লাগে না। ধন্যবাদ আপু মেলায় ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 9 months ago 

মেলাটা অনেক বড় আপু তাই ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। সবমিলিয়ে বেশ ভালোই সময় কেটেছে মেলায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54357.85
ETH 2282.80
USDT 1.00
SBD 2.31