ডিম দিয়ে তেল পিঠার রেসিপি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220103_182932.jpg
ডিম দিয়ে তেল পিঠার রেসিপি
হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর কিভাবে এই পিঠাটি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।

inCollage_20220109_230852306.jpg

উপকরণসমূহ

inCollage_20220109_230920739.jpg

চালের গুঁড়া,
ডিম, চিনি,
আদা-রসুন বাটা,
জিরার গুঁড়া
হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া
লবণ, তেল,পানি

প্রস্তুত প্রনালী

প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে কিছুটা পানি দিয়ে পানি ফুটিয়ে নিতে হবে। তারপর মসলাগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে।
আবারো পানিগুলো কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এরপর চুলা বন্ধ করে দিয়ে পানিগুলো একটা পাত্রে ঢেলে নিতে হবে এবং নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করতে হবে। যেনো পানি কুসুম গরম থাকে।

inCollage_20220109_230949396.jpg

পানি যখন হালকা কুসুম গরম থাকবে তখন এর মধ্যে চালের গুড়া এবং ডিম দিয়ে দিতে হবে এবং সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো তেলের মধ্যে সুন্দরভাবে ফুলে উঠবে।
এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর একটি চামচের সাহায্যে কিছুটা মিশ্রন তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যস তৈরি হয়ে যাবে মজাদার ও সুস্বাদু ডিম ও চালের গুঁড়া দিয়ে ঝাল এবং মিস্টি পিঠা।

inCollage_20220109_231008420.jpg

যেহেতু এই পিঠা মরিচ এবং চিনি একএে করে তৈরি করা হয়, তাই এটা খেতে ঝাল এবং মিস্টি লাগে।এটা খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন।

বন্ধুরা পরবর্তীতে কিন্তু আমার এই পিঠার রেসিপির ভিডিও আসবে। দেখতে অবশ্যই কিন্তুু চোখ রাখুন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 
তেল পিঠা খুবই মজার হয়। তবে ডিম দিয়ে তেল পিঠা পড়লে তা অনেক বেশি ফুলে ওঠে এবং খেতেও এর স্বাদ অনেকগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে আপনি ডিম দিয়ে তেলের পিঠার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

আপু,আপনার তৈরি করা এই তেল পিঠা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ আমিও ডিম দিয়ে তৈরি তেল পিঠা খেয়েছি,তবে এভাবে ঝাল-মিষ্টি একসাথে নয়, শুধুমাত্র মিষ্টি পিঠা খেয়েছি। আপনার তৈরি এই পিঠা আমার কাছে নতুন লাগলো।ধন্যবাদ আপু এই পিঠার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু,তেল পিঠা আমার খুবই পছন্দের আমার মা খুব সুন্দর ভাবে তৈরি করতেন। তবে আপু,আপনার এই পিঠাটি আমার কাছে একদম ইউনিট লাগছে।কারণ আমরা এই পিঠা সচারাচর চালের গুঁড়া চিনি অথবা গুড় দিয়ে তৈরি করে থাকি।যাইহোক আপু, আপনার এই পিঠাটি তৈরি করা দেখে আমি শিখে নিলাম কিভাবে তেল পিঠা ডিম দিয়ে তৈরি করতে হয়। আপু,তেল পিঠা তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

  • অসাধারণ একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন আপু। এটা দেখেই তো খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার বাসা আশেপাশে থাকলে বিনা নিমন্ত্রণে চলে যেতাম। খুবই ভালো লেগেছে এটি দেখতে। উপস্থাপনা ওটাও খুব অসাধারণ ছিল আপনার। এত সুন্দর একটি পিঠা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি, এই পিঠা কখনো খাওয়া হয় নি।পিঠার রেসিপি দেখে মনে হচ্ছে খুব সহজেই এটি তৈরি করা সম্ভব হবে। আর আপনার উপস্থাপন করাও বেশ ভালো লাগলো। পিঠা দেখেই তো লোভ লাগতেছে কি করর যে খাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ঝাল তেল পিঠা খেতে আমি খুবই পছন্দ করি। আপু ডিম দিয়ে তেল পিঠা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এই পিঠা আমার খুবই প্রিয়। অনেক মজাদার ও লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার রান্নার জাদু দেখে আমি মুগ্ধ। আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি সব সময় আমাদের সাথে শেয়ার করেন। যেগুলো খুবই ভালো লাগে আমার কাছে। দেখেই বোঝা যাচ্ছে এই পিঠা খেতে খুবই সুস্বাদু হয়েছে। মনে হচ্ছে আপনার বাসায় দাওয়াত নিতে হবে। তবে যাইহোক অনেক সুন্দর ভাবে পিঠা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

তেলের পিঠা আমার খুবই পছন্দের কিন্তু সেটা যদি আবার ডিমের তেলের পিঠা হয় সেটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। আপনি খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন। আর আপনার এই পিঠটা খেতে অনেক বেশি সুস্বাদু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভাবী তেল পিঠা যে ঝাল দিয়ে তৈরি করা যায় এটা জানতাম না। আমরা তেল পিঠা গুড় বা চিনি দিয়ে তৈরি করি।ভাবী আপনি তো অনেক করে ইউনিক একটি পিঠা তৈরি করেছেন। পিঠা দেখতেও অনেক সুন্দর হয়েছে ভাবী।আপনাকে ধন্যবাদ ভাবী নতুন একটি পিঠা শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু অতি লোভনীয় একটি পিঠার রেসিপি করেছেন আপনি। এরকম তেলে ভাজা পিঠা খেতে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। ডিম দিয়ে তেল পিঠা তৈরির প্রসেস গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি রেসিপি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76553.02
ETH 3040.86
USDT 1.00
SBD 2.64