সোজাসাপ্টা জীবন আমার
আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, বিশেষ করে যাদের সঙ্গে আমার দীর্ঘদিন কথা হয়েছে এবং যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় আছে। তারা মোটামুটি আমার সম্পর্কে কম-বেশি খুব ভালোমতোই জানেন যে, আমি নিজেকে কিভাবে উপস্থাপন করতে সবসময় বেশি পছন্দ করি। আর আমি নতুন অনেককে বলবো বিশেষ করে যারা নতুন অনেকেই জয়েন হয়েছে বা যাদের সঙ্গে আমার নতুন করে কাজ করা হচ্ছে, তারা হয়ত আমার সম্পর্কে অনেকেই জানেন না। আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকের গল্পটা লেখার চেষ্টা করছি।
রেললাইন দেখেছেন কখনো, চেষ্টা করুন নিজেকে একদম রেললাইনের মত সোজা করে রাখার জন্য। হোক সেটা বাস্তব জীবনে, হোক সেটা ভার্চুয়াল জীবনে।রেললাইন যেমন একটি সরলরেখার মতো চলে গিয়েছে, ঠিক চেষ্টা করুন নিজেকে সর্বদা সরলরেখার মতো করে পরিচালনা করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজেকে যত সহজ সরল ও স্বচ্ছভাবে প্রকাশ করবেন আপনার সঙ্গে ঠিক সেই রকম আচরণ এবং সে রকম ব্যবহার আপনি পাবেন। নিজেকে যতটা বাঁকা করে ফেলবেন, আপনার সঙ্গে ঠিক সেই রকম আচরণ অপেক্ষা করবে।পৃথিবীটা পুরোটা একটা গোলকধাঁধার মত। এখানে সবকিছু চক্রাকার ভিত্তিতে ঘূর্ণায়মান। তাই আজকে যদি আপনি কারও সঙ্গে কোনো কিছু করে থাকেন, সেটার জবাব আপনি সময়মতোই পেয়ে যাবেন।
আমার সঙ্গে যারা পুরাতন মানুষজন আছে তারা বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন। যারা নতুন মানুষজন আছে বা যারা একদম নতুন যাদের সঙ্গে কাজ করছি, তাদের আমি অনেক সময় পোষ্ট দেখি তারা অনেক সময় হতাশ হয়ে যায় এবং তারা হতাশায় ভোগে। আমি মনে করি হতাশাকে শক্তিতে পরিনত করুন এবং সেই শক্তিকে ভবিষ্যতের জন্য কাজে লাগানো উচিৎ এবং মানুষ যে ভালো কাজ করছে সেটা দেখে আপনি শেখার চেষ্টা করুন এবং সেই শিক্ষাকে ব্যক্তিগত জীবনে নতুন করে উপলব্ধি করে কাজে লাগান, দেখবেন বহুদূর এগিয়ে যাবেন। ধন্যবাদ।
খুব ভালো লিখেছেন আপু নতুনদের উদ্দেশ্যে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।