মহাশয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ ||@shy-fox 10% beneficiary
মাত্র কয়েকদিন হল নতুন বাসায় এসেছি আর তাতেই মোটামুটি এই মহাশয়ের সঙ্গে, আমার একটা সখ্যতা গড়ে উঠেছে। যদিও এই ব্যাপার গুলো নতুন কিছু না, তবে আমি যেখানেই যাই, মোটামুটি জীববৈচিত্রের কাছাকাছি থাকার চেষ্টা করি।
বাড়িতে থাকার সময়ে মায়ের সঙ্গে, অনেক সময় কাটিয়েছি আমাদের গরু লালন পালন করার খামারে এবং তাছাড়াও বাড়ির হাঁস মুরগি লালন পালন করার ক্ষেত্রেও সহযোগিতা করেছি মাকে এবং বাড়িতে পোষা বিড়াল ছিল, সেটা আর নতুন করে বলতে চাই না। কারণ ব্যাপার গুলো আমার কাছে ভীষণ স্বাভাবিক, তবে শহরে এসে বাসায় যে, এইরকম একটা সুন্দর বিড়াল দেখতে পাবো তা কিন্তু চিন্তা করিনি।
একটু একটু করে সংসার সাজানোর চেষ্টা করছি তো, তাই একটু খুব গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করার চেষ্টা করছি। মোটামুটি সকাল বেলা যখন আমি নিচে নেমেছি ফ্রিজ উঠানোর জন্য, তখন দেখলাম বাড়ির সামনে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, এই সুন্দর মহাশয়। আমি আপাতত তাকে মহাশয় বলেই আখ্যায়িত করলাম ।
হাকিম ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই সেও কি আপনার সঙ্গে কি একই দায়িত্ব পালন করে নাকি। হাকিম ভাই হেসে বলল, ভাবী আর বলেন না। নতুন এসেছেন তো, তাই আপনাকে একটু চোখে চোখে রাখছে। যাইহোক এই বাসায় আরো বেশ কয়েকটা মহাশয় আছে, তাদের সঙ্গে আপনি আস্তে আস্তে এমনিতেই পরিচয় হয়ে যাবেন। যাইহোক আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে, তারাও হাকিম ভাই এর কাজে সহযোগিতা করে, মানে হাকিম ভাই তাদেরকে লালন-পালন করে। বিষয়টা ভালো লেগেছে আমার কাছে।
মহাশয় কে দেখে খুব স্মার্ট আর সুদর্শন মনে হচ্ছে।সুন্দর উপস্থাপনার মধ্যে বিষয়টা উপস্থাপন করেছেন।শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
আপনার ভাবিও খুব বিড়াল পাগল। কি বলবো রাস্তায় কোন বিড়াল দেখলেই দাঁড়িয়ে যায়।
ইভেন একটা দোকাল আছে যেখানে একটা বিড়াল আছে ও প্রায় প্রায় ওই বিড়ালকে আদর করার জন্য সেই দোকানে চলে যায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
আমার বাসার আশেপাশের এগুলোর অভাব নেই। কারণ আমিও আপনার মতো আপু। আমি জানালা দিয়ে এগুলোকে খাওয়াই তাই জন্য এগুলো ও এসে অপেক্ষায় থাকে আমার। মনে হচ্ছে মহাশয় বেশ শান্ত স্বভাবের।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।