শামসুল মিয়ার জীবন কাহিনী | দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আজকে আমি শামসুল মিয়ার জীবন কাহিনী দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে শামসুল মিয়ার পরবর্তী অবস্থা কি হলো সে এখন কেমন আছে। আর আপনারা অনেকে পছন্দ করেছেন গল্পটা। তাই আজকে চলে আসলাম। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

man-gccf2fa806_1920.jpg

সোর্স

শামসুল মিয়া তার ছোট বউয়ের সঙ্গে বেশ ভালই সংসার করছে। এরই মধ্যে শামসুল মিঞার ঘর আলো করে তিন তিনটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আসলে তার ছোট বউ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার ছেলে সন্তানের আসায় বারবার সন্তান নিচ্ছিলেন কিন্তু ছেলে সন্তান কিছুতেই হচ্ছিলো না এই করে করে তিন তিনটে মেয়ে সন্তান জন্ম হয় তার ঘরে।

এরপর ১০-১০ টি বছর কেটে যায় শামসুল মিয়ার ছোট মেয়েটারও বিয়ে হয়ে যায়, ছেলেটাও বিয়ে করে এবং দ্বিতীয় ঘরের মেয়েগুলো বেশ বড় হয়ে যায়। মাঝেমধ্যে তার ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা করতে আসতো। তখন তার ছোট বউ অনেক অশান্তি করত যার কারণে পরবর্তীতে আর মেয়েগুলো বা ছেলেরা আসতো না। এরপর হঠাৎ করে শামসুল মিয়ার শরীরটা খারাপ হতে থাকে আসলে বয়স তো অনেক হয়ে গেছে যার কারণে আগের মত আর রুজি রোজগার করতে পারে না। যার কারণে সংসারে আবারো সেই পুরনো অশান্তি শুরু হয়ে যায়।

একপর্যায়ে শামসুল মিয়ার রুজি রোজগার একেবারে বন্ধ হয়ে যায় তখন তাদের খেতে না পেরে অবস্থা একদম খারাপ হয়ে পড়ে। তখন তার ছোট বউ তাকে বুদ্ধি দেয় যে ঢাকা শহরে গিয়ে তারা চাকরি করবে এবং তাদের সংসার চালাবে। শামসুল মিয়াও এই আশায় তার ছোট বউ এবং সন্তানদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এরপর শামসুল মিয়া বাসায় সন্তানদেরকে নিয়ে থাকে এবং তার বউ গার্মেন্টসে চাকরি নেয়। এরপর কয়েক মাস তাদের সংসার ভালোই চলে। এর মধ্যে শামসুল মিয়া প্রায় গ্রামে যাওয়া আসা করতো এবং এখান থেকে অনেক সবজি এবং চাল ডাল খুব কম দামে নিয়ে ঢাকা শহরে গিয়ে সংসার চালাত। কারণ ঢাকা শহরে সব পন্যের দাম অনেক বেশি।

এরপর আবারো একটা অজানা ঝড় তাদের সংসারে আসতে চলেছে। সেটা আমি পরের পর্বে শেয়ার করবো। আশা করছি আপনারা সবাই পর্বের জন্য অপেক্ষা করবেন।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

শামসুল মিঞা তার ছোট বউ নিয়ে বেশ ভালোই সংসার করছিল দেখছি।তার ছোট বউ গামেন্টসে চাকরি করে তাদের সংসার চালায়। আবার শামসুল মিঞা গ্রাম থেকে পণ্য কম দামে এনে সংসার চালায়। যাইহোক দুজনে মিলেই বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ আবার কি ঝড় আসলো জানার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমার গল্পটি পড়ার জন্য। অবশ্যই আমি পরবর্তী পর্বে শেয়ার করব শামসুল মিয়ার সংসারের নতুন ঝড় সম্পর্কে। সাথেই থাকুন।🙏

 2 years ago 

শামসুল মিয়ার সংসার তো দেখছি বেশ ভালোই চলছে তার ছোট বউ এর সাথে। তার ছোট বউ তো দেখছি গার্মেন্টসে চাকরি করছে তাদের সংসার চালানোর জন্য। কিন্তু এরপরে কি ঝড় আসতে চলেছে তা জানার একটু বেশি আগ্রহ জেগেছে আমার। অন্যদিকে দেখছি শামসুল মিয়া গ্রাম থেকে পণ্য কম দামে নিয়ে এসে তাদের সংসার চালাচ্ছে। বেশ ভালোই লেগেছে আমার কাছে এই গল্পটির দ্বিতীয় পর্ব পড়তে। খুবই সুন্দর ভাবে তুলে ধরলেন। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় নিয়ে গল্প টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শামসুল মিয়ার জীবন কাহিনী দ্বিতীয় পর্ব পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। যদিও আমি প্রথম পর্ব পড়েছিলাম বলে মনে হয় না। কিন্তু দ্বিতীয় পর্ব পড়েছি তাই যতটুকু বুঝলাম ততটুকু ভালো লাগলো। এখন তো শামসুল মিয়ার ছোট বউ গার্মেন্টসে চাকরি করতেছে এবং সংসার চালাচ্ছে সেই সাথে শামসুল মিয়াও মাঝেমধ্যে গ্রামে গিয়ে পন্য কম দামে নিয়ে আসে এবং তিনিও সংসার চালাচ্ছেন। বেশ ভালোই কাটছে উনাদের দিন। কিন্তু শেষে কোন বড় ঝড় আসতে চলেছে তা অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করবেন আশা করছি।

 2 years ago 

আমি চেস্টা করবো আপু পরবর্তী পর্ব তাড়াতাড়ি শেয়ার করতে।৷ ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68148.22
ETH 3249.65
USDT 1.00
SBD 2.67